পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক। সোনা ও হীরা বাঁধানো কেসসংবলিত এসব লিপস্টিকের দাম কত হতে পারে? জেনে নিন বিশ্বের সেরা পাঁচ লিপস্টিক সম্পর্কে।
উত কুচুউ বিউটি ডায়মন্ড লিপস্টিক
নিঃসন্দেহে ফরাসি ব্র্যান্ড উত কুচুউর ডায়মন্ড লিপস্টিক বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক। এই লিপস্টিক ঠোঁটে বোলাতে হলে গুনতে হবে ১৪ মিলিয়ন ডলার। দাম এত চড়া হওয়ার কারণ লিপস্টিকের কেস। ১ হাজার ২০০ গোলাপি হীরা বসানো হয়েছে এই লিপস্টিকের কেসে।
গ্ল্যাহলা কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক
ফরাসি লাক্সারিয়াস কসমেটিক ব্র্যান্ড গ্ল্যাহলা। বিশ্বের বহু দামি ১০টি লিপস্টিকের মধ্য়ে একটি রয়েছে এই ব্র্যান্ডের ঝুলিতে। এর কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকের মধ্যে দ্বিতীয় স্থানে। ১১০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ সোনা ও ১.৯৯ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই লিপস্টিকের কেস। এই লিপস্টিকটি ব্যাগে রাখতে চাইলে গুনতে হবে ৬২ হাজার ডলার।
বন্ডের নয় নম্বর লিপস্টিক
আমেরিকান লাক্সারি সুগন্ধি ব্র্যান্ড বন্ডবিলাসী নারীদের জন্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনেছে বন্ড নম্বর নাইন লিপস্টিক।
লাল রঙের বিভিন্ন শেড নিয়ে তারা কাজ করেছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে বন্ডের এই লিপস্টিক। বিশ্বের তৃতীয় দামি এই লিপস্টিকের দাম
১০৫ ডলার।
লুবোটিনের ভেলভেট ম্যাট লিপস্টিক
বিশ্বের সেরা ও দামি ১০ লিপস্টিকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের এই লিপস্টিক। কোয়ালিটি ও কেসের নকশার কারণে এই ঠোঁটরঞ্জক যে ফ্যাশনসচেতন নারীর কাছে আরাধ্য, তা বলার অপেক্ষা রাখে না। এই লিপস্টিকের দাম ৯০ ডলার।
আরমেসের রজ আরমেস লিপস্টিক
ফরাসি ফ্যাশন হাউস আরমেসের ঝুলিতে মিলবে বিশ্বের অন্যতম বহু দামি লিপস্টিক রজ আরমেস। ২০২০ সালের মার্চের ৪ তারিখ সারা বিশ্বে রজ আরমেস সিরিজের লিপস্টিক পৌঁছায়। এর দাম ৭২ ডলার।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
পুরো বিশ্ব ঘুরে এমন কোনো নারী কি মিলবে, যাঁর সাজঘরে লিপস্টিক নেই। লাল, কমলা, গোলাপি রঙে শুধু ঠোঁট রাঙিয়ে তুষ্ট হলে আজ আর চলে না। সে জন্যই বিশ্বসেরা লাক্সারিয়াস ফ্যাশন ব্র্যান্ডও হাত গুটিয়ে বসে নেই। ফ্যাশনসচেতন নারীদের সাজবাক্স সমৃদ্ধ করে তুলতে তারা নিয়ে আসছে বহু দামি সব লিপস্টিক। সোনা ও হীরা বাঁধানো কেসসংবলিত এসব লিপস্টিকের দাম কত হতে পারে? জেনে নিন বিশ্বের সেরা পাঁচ লিপস্টিক সম্পর্কে।
উত কুচুউ বিউটি ডায়মন্ড লিপস্টিক
নিঃসন্দেহে ফরাসি ব্র্যান্ড উত কুচুউর ডায়মন্ড লিপস্টিক বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক। এই লিপস্টিক ঠোঁটে বোলাতে হলে গুনতে হবে ১৪ মিলিয়ন ডলার। দাম এত চড়া হওয়ার কারণ লিপস্টিকের কেস। ১ হাজার ২০০ গোলাপি হীরা বসানো হয়েছে এই লিপস্টিকের কেসে।
গ্ল্যাহলা কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক
ফরাসি লাক্সারিয়াস কসমেটিক ব্র্যান্ড গ্ল্যাহলা। বিশ্বের বহু দামি ১০টি লিপস্টিকের মধ্য়ে একটি রয়েছে এই ব্র্যান্ডের ঝুলিতে। এর কিসকিস গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিপস্টিক অবস্থান করছে বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিকের মধ্যে দ্বিতীয় স্থানে। ১১০ গ্রাম ১৮ ক্যারেট হলুদ সোনা ও ১.৯৯ ক্যারেট হীরা দিয়ে বানানো হয়েছে এই লিপস্টিকের কেস। এই লিপস্টিকটি ব্যাগে রাখতে চাইলে গুনতে হবে ৬২ হাজার ডলার।
বন্ডের নয় নম্বর লিপস্টিক
আমেরিকান লাক্সারি সুগন্ধি ব্র্যান্ড বন্ডবিলাসী নারীদের জন্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এনেছে বন্ড নম্বর নাইন লিপস্টিক।
লাল রঙের বিভিন্ন শেড নিয়ে তারা কাজ করেছে। নিউইয়র্কের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে বন্ডের এই লিপস্টিক। বিশ্বের তৃতীয় দামি এই লিপস্টিকের দাম
১০৫ ডলার।
লুবোটিনের ভেলভেট ম্যাট লিপস্টিক
বিশ্বের সেরা ও দামি ১০ লিপস্টিকের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান লুবোটিনের এই লিপস্টিক। কোয়ালিটি ও কেসের নকশার কারণে এই ঠোঁটরঞ্জক যে ফ্যাশনসচেতন নারীর কাছে আরাধ্য, তা বলার অপেক্ষা রাখে না। এই লিপস্টিকের দাম ৯০ ডলার।
আরমেসের রজ আরমেস লিপস্টিক
ফরাসি ফ্যাশন হাউস আরমেসের ঝুলিতে মিলবে বিশ্বের অন্যতম বহু দামি লিপস্টিক রজ আরমেস। ২০২০ সালের মার্চের ৪ তারিখ সারা বিশ্বে রজ আরমেস সিরিজের লিপস্টিক পৌঁছায়। এর দাম ৭২ ডলার।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
শেষের কবিতায় রবীন্দ্রনাথ কেতকী, মানে কেটি মিত্রকে নিয়ে বলেছেন, ‘জীবনের আদ্যলীলায় কেটির কালো চোখের ভাবটি ছিল স্নিগ্ধ, প্রথম বয়সে ঠোঁট দুটিতে সরল মাধুর্য ছিল।’ আর পরবর্তী বয়সে? সেই সরল ঠোঁটকে খানিকটা অতিরঞ্জিত করতেই বাড়তি প্রসাধন ব্যবহার করত সে। কোমর ছাড়িয়ে যাওয়া চুলে সে চালিয়ে দিয়েছিল কাঁচি..
২ ঘণ্টা আগেঅফিসে কাজের চাপ থাকবেই। তবে মাঝে মাঝে কাজের চাপ সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। আর পরবর্তী সময়ে তা হয়ে দাঁড়ায় মানসিক চাপের কারণ। কিন্তু রোজ যে কাজগুলো করতেই হবে, সেগুলো নিয়ে মানসিক চাপে থাকলে নিজের ভালো থাকাটাও কঠিন হয়ে পড়ে। তাই কর্মক্ষেত্রে মানসিক চাপমুক্ত থাকতে কয়েকটা উপায় যদি অবলম্বন করা হয়...
৩ ঘণ্টা আগেবৈশাখের তপ্ত দিনে ঠাকুরবাড়ির হেঁশেলঘরে কী রান্না হতো? প্রশ্নটা রবীন্দ্রপ্রেমীদের মনে জাগতেই পারে। ঠাকুরবাড়ির সদস্যরা রোদের প্রকোপ থেকে বাঁচতে ত্বকের যেভাবে যত্ন নিতেন, তা থেকে ধারণা করা যায়, তাঁরা এই সময়ে খাওয়াদাওয়ার ব্যাপারেও ছিলেন সচেতন। পঁচিশে বৈশাখ উপলক্ষে থাকছে ‘ঠাকুরবাড়ির রান্না...
৩ ঘণ্টা আগেআজ ৪ মে, কিংবদন্তি তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু নয়, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
১৯ ঘণ্টা আগে