Ajker Patrika

বাল্ব ফিউজড হলে কনফিউজড হবেন না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাল্ব ফিউজড হলে কনফিউজড হবেন না

বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।

খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।

ছবি: ববভিলাতেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।

ছোট্ট ফুলদানিছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।

ছবি: বোরড পান্ডাশোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস। 

সূত্র: হোমড ইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত