নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।
খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।
তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।
ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।
শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস।
সূত্র: হোমড ইট
বাল্ব ফিউজড হলেও কনফিউজড হওয়ার কিছু নেই। সেটিও কাজে লাগাতে পারবেন একটুখানি চিন্তা করলেই। কিছু মানুষ আছেন, যাঁরা ফেলে দেওয়া বা নষ্ট হওয়া জিনিসপত্র দিয়ে নতুন কিছু বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন। আপনিও চেষ্টা করুন।
খুদে টেরেরিয়াম
বাল্ব লাইটের ভেতরে বানিয়ে ফেলতে পারেন খুদে টেরেরিয়াম। চিমটা দিয়ে বাল্বের ভেতরের ধাতব ও অন্যান্য অংশ বের করে নিতে হবে। স্পঞ্জ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে ফিউজড বাল্ব। এরপর বাল্বের ভেতরে বালু, মাটি ও কয়লা দিয়ে পানির স্বল্প চাহিদা রয়েছে এমন গাছ লাগিয়ে দিন। খুদে এ টেরেরিয়াম জানালার ধার ঘেঁষে ঝুলিয়েও দিতে পারেন।
তেলের বাতি
ভাবতে পারেন, আলো ছড়ানো বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার পরও আলো দেবে? লোডশেডিং হলে মোমবাতি, হারিকেন বা তেলের বাতির মতো এই বাল্বও ব্যবহার করা যাবে। এর জন্য বাল্বের পেছনের প্যাঁচ খুলে ভেতরের মেটাল বের করে নিতে হবে। এরপর কাচের বাল্বের ভেতর কেরোসিন তেল ঢেলে কাপড় পেঁচিয়ে সলতে বানিয়ে তেলে ডুবিয়ে দিলেই অসময়ে আলো দেবে ফিউজড পুরোনো বাল্ব।
ছোট্ট ফুলদানি
ওপরের একই উপায়ে বাল্ব প্রস্তুত করে ভেতরে পানি ঢেলে নিন। এবার এতে ভিজিয়ে রাখতে পারেন তাজা ফুল। বসার ঘরে ঝুলিয়ে দিতে পারেন এই ফুলদানি। বাড়তি শোভা পাবে ঘরটি। ফুল ছাড়াও পানিতে বেড়ে ওঠে এমন গাছ, যেমন মানি প্ল্যান্ট ও কয়েন প্ল্যান্টও রাখা যেতে পারে। চাইলে বাল্বের পানিতে রাখতে পারেন রঙিন পাথর বা ছোট শামুকের খোলস।
শোপিস
এবার একটু রং-তুলি নিয়ে বসতে হবে। লাগবে অ্যাক্রিলিক রং। প্রথমে বাল্বটিকে সাদা রং করে নিন। এবার লম্বালম্বিভাবে অর্ধেকটা কালো রং করে নিন। এবার কমলা ঠোঁট, পা আর চোখ দুটো এঁকে নিলেই হবে পেঙ্গুইন। এ ছাড়া পছন্দমতো নকশা এঁকে, গ্লিটার ব্যবহার করে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর শোপিস।
সূত্র: হোমড ইট
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে