অনলাইন ডেস্ক
আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!
একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’
আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।
চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—
-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।
-ত্বক হবে মসৃণ ও দাগহীন।
-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।
-দূর করবে রোদে পোড়া ভাবও।
আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!
একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।
পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’
আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।
চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—
-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।
-ত্বক হবে মসৃণ ও দাগহীন।
-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।
-দূর করবে রোদে পোড়া ভাবও।
বিশ্বজুড়ে মাচা নামের উজ্জ্বল সবুজ জাপানি চায়ের চাহিদা এখন আকাশছোঁয়া। যুক্তরাজ্যে স্টারবাকসের লাটে থেকে শুরু করে সিঙ্গাপুরের ক্রিসপি ক্রিম ডোনাট পর্যন্ত—প্রায় সবখানে জুড়ে বসেছে মাচা। এই ‘মাচা ম্যানিয়া’র পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগমাধ্যম।
৭ ঘণ্টা আগেশরীরচর্চা না করেই কি ওজন কমানো সম্ভব? বলিউড তারকা বিদ্যা বালান তো বলছেন, ‘সম্ভব’। যেভাবে কড়া ডায়েট আর কঠোর শরীরচর্চা করার বিষয়ে বলিপাড়ার নায়ক–নায়িকাদের সুনাম রয়েছে, সেখানে বিদ্য়া ওজন কমানোর জন্য ব্যায়ামই করেন না! অবাক করা ব্যাপার না?
৭ ঘণ্টা আগেছুটির আড্ডায় বন্ধুদের বাড়িতে ডাকছেন? তাহলে স্ন্যাকস হিসেবে পাকোড়া রাখতেই পারেন। আপনাদের জন্য মাশরুম পাকোড়ার রেসিপি ও ছবি পাঠিয়েছেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ট্রেইনার অ্যান্ড অ্যাসেসর
৯ ঘণ্টা আগেস্কুল থেকে ফিরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় মারিয়া। ১৫ বছর বয়সী কিশোরী সারা দিন বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরি দেখে, নিজে কিছু পোস্টও করে। তবে কারও সঙ্গে তেমন কথা হয় না তার। পরিবার-পরিজনের মাঝেও সে একা। তার মতো অসংখ্য কিশোরী এই সময়ে এমন নিঃসঙ্গতায় ভুগছে।
১ দিন আগে