Ajker Patrika

কফির বিভিন্ন ব্যবহার

কফির বিভিন্ন ব্যবহার

কফি খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের বাড়িতে কয়েক ধরনের কফি থাকবে–এটাই স্বাভাবিক। অনেক সময় দীর্ঘদিন সেলফের ওপর বসে থাকা কফির কৌটোয় জমে যাওয়া পুরোনো কফি খেয়ে খুব একটা আয়েশ হয় না। নতুন কফির কৌটোর মুখ খোলার আগে ভাবুন তো পুরোনো কফি ফেলে দেবেন, নাকি কাজে লাগাবেন অন্যভাবে।

সার হিসেবে
গাছের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই মাটিতে অনুপস্থিত থাকে। যার ফলে গাছের টবে সার দেওয়ার প্রয়োজন পড়ে। কফিগুঁড়োয় রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম; যা গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তা ছাড়া কফিগুঁড়ো মাটিকে দূষিত হতে দেয় না।

ছবি: পেকজেলসপোকামাকড় তাড়াতে
মশা, মাছি ও ছোট ছোট উড়ন্ত পোকা তাড়াতে পুরোনো কফি খুবই কার্যকর। রান্নাঘরের জানালা, মূল দরজার পাশে একটি বাটিতে কফিগুঁড়ো ঢেলে রেখে দিন। অনেক সময় বারান্দার গাছে শামুকসহ নানা ধরনের পোকা থাকে। সে ক্ষেত্রে টানা কয়েক দিন সামান্য পরিমাণে কফিগুঁড়ো ছিটিয়ে দিলে এগুলো আর আসবে না।

দুর্গন্ধ থেকে মুক্তি
সারা দিন পর বাড়ি ফিরে ঘরে গুমোট গন্ধ পাচ্ছেন? বা ফ্রিজে দুর্গন্ধ? এর সহজ সমাধান হতে পারে আপনার রান্নাঘরে পড়ে থাকা পুরোনো কফির বোতলটি। কফি দুর্গন্ধ শুষে নিতে খুবই ভালো কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগে ব্যবহার করা হচ্ছে না এমন মোজায় কফিগুঁড়ো ঢেলে বেঁধে ঝুলিয়ে রাখুন। এয়ার ফ্রেশনারের কাজ হবে। জুতো, ব্যাগ, ড্রয়ারের ভেতরে রেখে দিন। ফ্রেশ থাকবে।

ছবি: পেকজেলসপ্রাকৃতিক স্ক্র‍্যাব
ত্বক পরিষ্কার করতে কফি খুব ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বকের জীবাণুনাশ করে। নমনীয়তা আনতে কফিগুঁড়ো দিয়ে ত্বক স্ক্র‍্যাব করলে সুফল পাওয়া যায়।   

কাপড় রং করতে
পুরোনো কফি দিয়ে কাপড় রং করা যায়। সুতি, লিনেন ও রেয়ন কাপড় খুব সহজেই কফি দিয়ে রং করা যায়। পানিতে পরিমাণমতো কফিগুঁড়ো দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর তুলে ধুয়ে শুকাতে দিন।

সূত্র: হেলথলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত