কফি খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের বাড়িতে কয়েক ধরনের কফি থাকবে–এটাই স্বাভাবিক। অনেক সময় দীর্ঘদিন সেলফের ওপর বসে থাকা কফির কৌটোয় জমে যাওয়া পুরোনো কফি খেয়ে খুব একটা আয়েশ হয় না। নতুন কফির কৌটোর মুখ খোলার আগে ভাবুন তো পুরোনো কফি ফেলে দেবেন, নাকি কাজে লাগাবেন অন্যভাবে।
সার হিসেবে
গাছের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই মাটিতে অনুপস্থিত থাকে। যার ফলে গাছের টবে সার দেওয়ার প্রয়োজন পড়ে। কফিগুঁড়োয় রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম; যা গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তা ছাড়া কফিগুঁড়ো মাটিকে দূষিত হতে দেয় না।
পোকামাকড় তাড়াতে
মশা, মাছি ও ছোট ছোট উড়ন্ত পোকা তাড়াতে পুরোনো কফি খুবই কার্যকর। রান্নাঘরের জানালা, মূল দরজার পাশে একটি বাটিতে কফিগুঁড়ো ঢেলে রেখে দিন। অনেক সময় বারান্দার গাছে শামুকসহ নানা ধরনের পোকা থাকে। সে ক্ষেত্রে টানা কয়েক দিন সামান্য পরিমাণে কফিগুঁড়ো ছিটিয়ে দিলে এগুলো আর আসবে না।
দুর্গন্ধ থেকে মুক্তি
সারা দিন পর বাড়ি ফিরে ঘরে গুমোট গন্ধ পাচ্ছেন? বা ফ্রিজে দুর্গন্ধ? এর সহজ সমাধান হতে পারে আপনার রান্নাঘরে পড়ে থাকা পুরোনো কফির বোতলটি। কফি দুর্গন্ধ শুষে নিতে খুবই ভালো কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগে ব্যবহার করা হচ্ছে না এমন মোজায় কফিগুঁড়ো ঢেলে বেঁধে ঝুলিয়ে রাখুন। এয়ার ফ্রেশনারের কাজ হবে। জুতো, ব্যাগ, ড্রয়ারের ভেতরে রেখে দিন। ফ্রেশ থাকবে।
প্রাকৃতিক স্ক্র্যাব
ত্বক পরিষ্কার করতে কফি খুব ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বকের জীবাণুনাশ করে। নমনীয়তা আনতে কফিগুঁড়ো দিয়ে ত্বক স্ক্র্যাব করলে সুফল পাওয়া যায়।
কাপড় রং করতে
পুরোনো কফি দিয়ে কাপড় রং করা যায়। সুতি, লিনেন ও রেয়ন কাপড় খুব সহজেই কফি দিয়ে রং করা যায়। পানিতে পরিমাণমতো কফিগুঁড়ো দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর তুলে ধুয়ে শুকাতে দিন।
সূত্র: হেলথলাইন
কফি খেতে যাঁরা ভালোবাসেন, তাঁদের বাড়িতে কয়েক ধরনের কফি থাকবে–এটাই স্বাভাবিক। অনেক সময় দীর্ঘদিন সেলফের ওপর বসে থাকা কফির কৌটোয় জমে যাওয়া পুরোনো কফি খেয়ে খুব একটা আয়েশ হয় না। নতুন কফির কৌটোর মুখ খোলার আগে ভাবুন তো পুরোনো কফি ফেলে দেবেন, নাকি কাজে লাগাবেন অন্যভাবে।
সার হিসেবে
গাছের প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানই মাটিতে অনুপস্থিত থাকে। যার ফলে গাছের টবে সার দেওয়ার প্রয়োজন পড়ে। কফিগুঁড়োয় রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও ক্রোমিয়াম; যা গাছের বেড়ে ওঠার জন্য খুবই জরুরি। তা ছাড়া কফিগুঁড়ো মাটিকে দূষিত হতে দেয় না।
পোকামাকড় তাড়াতে
মশা, মাছি ও ছোট ছোট উড়ন্ত পোকা তাড়াতে পুরোনো কফি খুবই কার্যকর। রান্নাঘরের জানালা, মূল দরজার পাশে একটি বাটিতে কফিগুঁড়ো ঢেলে রেখে দিন। অনেক সময় বারান্দার গাছে শামুকসহ নানা ধরনের পোকা থাকে। সে ক্ষেত্রে টানা কয়েক দিন সামান্য পরিমাণে কফিগুঁড়ো ছিটিয়ে দিলে এগুলো আর আসবে না।
দুর্গন্ধ থেকে মুক্তি
সারা দিন পর বাড়ি ফিরে ঘরে গুমোট গন্ধ পাচ্ছেন? বা ফ্রিজে দুর্গন্ধ? এর সহজ সমাধান হতে পারে আপনার রান্নাঘরে পড়ে থাকা পুরোনো কফির বোতলটি। কফি দুর্গন্ধ শুষে নিতে খুবই ভালো কাজ করে। বাসা থেকে বের হওয়ার আগে ব্যবহার করা হচ্ছে না এমন মোজায় কফিগুঁড়ো ঢেলে বেঁধে ঝুলিয়ে রাখুন। এয়ার ফ্রেশনারের কাজ হবে। জুতো, ব্যাগ, ড্রয়ারের ভেতরে রেখে দিন। ফ্রেশ থাকবে।
প্রাকৃতিক স্ক্র্যাব
ত্বক পরিষ্কার করতে কফি খুব ভালো কাজ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকায় এটি ত্বকের জীবাণুনাশ করে। নমনীয়তা আনতে কফিগুঁড়ো দিয়ে ত্বক স্ক্র্যাব করলে সুফল পাওয়া যায়।
কাপড় রং করতে
পুরোনো কফি দিয়ে কাপড় রং করা যায়। সুতি, লিনেন ও রেয়ন কাপড় খুব সহজেই কফি দিয়ে রং করা যায়। পানিতে পরিমাণমতো কফিগুঁড়ো দিয়ে কাপড় ভিজিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর তুলে ধুয়ে শুকাতে দিন।
সূত্র: হেলথলাইন
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে