Ajker Patrika

ভ্রমণে শিখবে শিশুরা

আনিকা জীনাত
ভ্রমণে শিখবে শিশুরা

আমরা যত স্মৃতি জমাই তার মধ্যে অন্যতম হলো ভ্রমণের স্মৃতি। কোথাও থেকে বেড়িয়ে এলে সে স্মৃতি দীর্ঘদিন টাটকা থাকে। স্মৃতি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অমূল্য। কারণ বাসায় বা স্কুলে তারা যা শেখে না, ভ্রমণে গিয়ে সেগুলো তারা শিখতে পারে। ভ্রমণে তাদের অভিজ্ঞতার ভান্ডার বড় হয়, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা তৈরি হয় বলে তারা পরিপক্ব আচরণ করতে শেখে। বিজনেস ইনসাইডার অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা জীনাত।

দায়িত্ববোধ
পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তারা নিজেদের কাজ নিজেরা করতে শেখে। নিজের ব্যাগ বহন করা বা সময়মতো গাড়ি ধরতে প্রস্তুত হওয়ার তাগিদ তাদের দায়িত্ববোধ থেকেই আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। কিছু দায়িত্ব ভাগ করে দিলেও তারা অনেক কিছু শিখতে পারে।

মানিয়ে নেওয়া
পরিকল্পনায় অনেক পরিবর্তন এলেও তারা সেটা সহজভাবে নেয়। সবকিছু মনের মতো হবে না, এটা তারা বুঝতে শেখে। ভ্রমণ-পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে তারাও নিজেদের মতামত জানাতে পারে।

গ্যাজেটহীন সময় কাটানো
ঘরের মধ্যে শিশুরা গ্যাজেটে বুঁদ থাকে। অন্য কোনো কাজে তারা আগ্রহ পায় না। সাড়ে ৬ ইঞ্চির এই স্ক্রিন তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে ভার্চুয়াল জগতে নিয়ে যায়। ভ্রমণে বের হলে শিশুরা পরিবারের সঙ্গে সময় কাটায়, নানা মানুষের সঙ্গে মিশতে পারে, নতুন জায়গা দেখেও রোমাঞ্চিত হয়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারে বলে বন্ধনও দৃঢ় হয়।

সহনশীলতা
শিশুরা নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, মানুষ ও ধর্মের ব্যাপারে সহনশীল হতে শেখে। নিজস্ব ভাবনা নিয়ে কঠোর অবস্থানে থাকে না। সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে শেখে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত