আনিকা জীনাত
আমরা যত স্মৃতি জমাই তার মধ্যে অন্যতম হলো ভ্রমণের স্মৃতি। কোথাও থেকে বেড়িয়ে এলে সে স্মৃতি দীর্ঘদিন টাটকা থাকে। স্মৃতি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অমূল্য। কারণ বাসায় বা স্কুলে তারা যা শেখে না, ভ্রমণে গিয়ে সেগুলো তারা শিখতে পারে। ভ্রমণে তাদের অভিজ্ঞতার ভান্ডার বড় হয়, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা তৈরি হয় বলে তারা পরিপক্ব আচরণ করতে শেখে। বিজনেস ইনসাইডার অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা জীনাত।
দায়িত্ববোধ
পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তারা নিজেদের কাজ নিজেরা করতে শেখে। নিজের ব্যাগ বহন করা বা সময়মতো গাড়ি ধরতে প্রস্তুত হওয়ার তাগিদ তাদের দায়িত্ববোধ থেকেই আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। কিছু দায়িত্ব ভাগ করে দিলেও তারা অনেক কিছু শিখতে পারে।
মানিয়ে নেওয়া
পরিকল্পনায় অনেক পরিবর্তন এলেও তারা সেটা সহজভাবে নেয়। সবকিছু মনের মতো হবে না, এটা তারা বুঝতে শেখে। ভ্রমণ-পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে তারাও নিজেদের মতামত জানাতে পারে।
গ্যাজেটহীন সময় কাটানো
ঘরের মধ্যে শিশুরা গ্যাজেটে বুঁদ থাকে। অন্য কোনো কাজে তারা আগ্রহ পায় না। সাড়ে ৬ ইঞ্চির এই স্ক্রিন তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে ভার্চুয়াল জগতে নিয়ে যায়। ভ্রমণে বের হলে শিশুরা পরিবারের সঙ্গে সময় কাটায়, নানা মানুষের সঙ্গে মিশতে পারে, নতুন জায়গা দেখেও রোমাঞ্চিত হয়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারে বলে বন্ধনও দৃঢ় হয়।
সহনশীলতা
শিশুরা নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, মানুষ ও ধর্মের ব্যাপারে সহনশীল হতে শেখে। নিজস্ব ভাবনা নিয়ে কঠোর অবস্থানে থাকে না। সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে শেখে।
আমরা যত স্মৃতি জমাই তার মধ্যে অন্যতম হলো ভ্রমণের স্মৃতি। কোথাও থেকে বেড়িয়ে এলে সে স্মৃতি দীর্ঘদিন টাটকা থাকে। স্মৃতি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও অমূল্য। কারণ বাসায় বা স্কুলে তারা যা শেখে না, ভ্রমণে গিয়ে সেগুলো তারা শিখতে পারে। ভ্রমণে তাদের অভিজ্ঞতার ভান্ডার বড় হয়, কঠিন পরিস্থিতি সামলে নেওয়ার দক্ষতা তৈরি হয় বলে তারা পরিপক্ব আচরণ করতে শেখে। বিজনেস ইনসাইডার অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন আনিকা জীনাত।
দায়িত্ববোধ
পরিবারের সঙ্গে ঘুরতে গেলে তারা নিজেদের কাজ নিজেরা করতে শেখে। নিজের ব্যাগ বহন করা বা সময়মতো গাড়ি ধরতে প্রস্তুত হওয়ার তাগিদ তাদের দায়িত্ববোধ থেকেই আসে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হলেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করে। কিছু দায়িত্ব ভাগ করে দিলেও তারা অনেক কিছু শিখতে পারে।
মানিয়ে নেওয়া
পরিকল্পনায় অনেক পরিবর্তন এলেও তারা সেটা সহজভাবে নেয়। সবকিছু মনের মতো হবে না, এটা তারা বুঝতে শেখে। ভ্রমণ-পরিকল্পনায় কোনো পরিবর্তন এলে তারাও নিজেদের মতামত জানাতে পারে।
গ্যাজেটহীন সময় কাটানো
ঘরের মধ্যে শিশুরা গ্যাজেটে বুঁদ থাকে। অন্য কোনো কাজে তারা আগ্রহ পায় না। সাড়ে ৬ ইঞ্চির এই স্ক্রিন তার চারপাশে অদৃশ্য দেয়াল তৈরি করে ভার্চুয়াল জগতে নিয়ে যায়। ভ্রমণে বের হলে শিশুরা পরিবারের সঙ্গে সময় কাটায়, নানা মানুষের সঙ্গে মিশতে পারে, নতুন জায়গা দেখেও রোমাঞ্চিত হয়। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারে বলে বন্ধনও দৃঢ় হয়।
সহনশীলতা
শিশুরা নিজের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, মানুষ ও ধর্মের ব্যাপারে সহনশীল হতে শেখে। নিজস্ব ভাবনা নিয়ে কঠোর অবস্থানে থাকে না। সব ধরনের মানুষের সঙ্গেই মিশতে শেখে।
আজ টুনা দিবস। বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অর্থনীতিতে টুনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২ মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। টুনা মাছের প্রজনন প্রক্রিয়া যেন ব্যহত না হয় সেদিকে গুরুত্ব দিয়ে মাছ ধরাকে উৎসাহিত করতেই এই দিবসটি পালিত হয়।
৮ মিনিট আগেবিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং অর্থনীতিতে টুনার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর ২ মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। টুনা মাছের প্রজনন প্রক্রিয়া যেন ব্যহত না হয় সেদিকে গুরুত্ব দিয়ে মাছ ধরাকে উৎসাহিত করতেই এই দিবসটি পালিত হয়।
৫ ঘণ্টা আগেইউক্রেনের আলোকচিত্রী নিকা রিতচেল ব্যালেরিনাদের ছবি তুলে যুদ্ধের অমানিশা ভুলে থাকার চেষ্টা করছেন। কিয়েভের বোমার শব্দের মধ্যেও থেমে না থেকে তিনি শিল্পচর্চায় আগ্রহীদের মনে জাগিয়ে তুলছেন সাহস, আশাবাদ ও স্বাধীনতার স্বপ্ন।
১ দিন আগেযারা হাইকিং ভালোবাসেন এবং পৃথিবীর বিভিন্ন ট্রেইলে হাইকিং করে থাকেন, তাঁদের অনন্য অভিজ্ঞতা দেবে থাইল্যান্ডের ট্রেইলগুলো। এসব ট্রেইল ধরে হাঁটার সময় এক ভিন্ন রকম উপকূলীয় সৌন্দর্য এবং থাইল্যান্ডের এক ভিন্ন রকম সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া যাবে। ঘন জঙ্গল, ধানখেত, কুয়াশাচ্ছন্ন পাহাড় ও পাহাড়ের ওপরের মন্
১ দিন আগে