রিক্তা রিচি, ঢাকা
অনেক প্রতিকূলতা জয় করে একটা রাজ্যে রাজত্ব করে পেঙ্গুইন। আর সেই পেঙ্গুইনের সঙ্গে তোমার যদি ঘণ্টাখানেক সময় কাটে, তাহলে কেমন হয় বলো তো? নিশ্চয় তোমার সময়টা ভালো কাটবে। অ্যান্টার্কটিকা মহাদেশে চার পেঙ্গুইন–স্কিপার, কোয়ালস্কি, রিকো ও প্রাইভেট। তারা থাকে সেন্ট্রাল পার্ক জুতে। বাসস্থান রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের সংগ্রাম করে। একের পর এক অভিযান চালায়।
প্রতিটি জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লড়াই এবং অবশেষে জেতার আনন্দটা আসলেই অন্য রকম। স্কিপার, কোয়ালস্কি, রিকো একটি ডিম তাড়া করে। সে ডিম ছিটকে হিমশৈলে পড়ে যায়। ডিমটি যেন পেঙ্গুইনরা না নিতে পারে, সে চেষ্টা চালায় লেপার্ড সিল। তাদের খপ্পর থেকে ডিমটি বাঁচিয়ে নিয়ে যায় স্কিপার, কোয়ালস্কি ও রিকো। একপর্যায়ে সে ডিম থেকে ‘প্রাইভেট’ বেরিয়ে আসে। পেঙ্গুইন ছানা প্রাইভেটকে তারা দলের সদস্য করে নেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় তাদের অভিযান।
১০ বছর পর জন্মদিন উদ্যাপন করতে ব্রেক রুমের ভেন্ডিং মেশিনে চলে যায় তারা। তাদের উদ্দেশ্য–ভেন্ডিং মেশিন থেকে ‘চিজি ডিবলস’ নামের স্ন্যাকস
সংগ্রহ করা।
ভেন্ডিং মেশিনটি তাদের অপহরণ করে জিনবিজ্ঞানী ব্রাইনের কাছে নিয়ে যায়। ব্রাইন হলো অক্টোপাস। বুদ্ধিমত্তার জন্য বিশ্বের সব চিড়িয়াখানায় পেঙ্গুইনরা স্থান পায় বলে ব্রাইন পেঙ্গুইনবিদ্বেষী। পেঙ্গুইনরা আসার পর চিড়িয়াখানা থেকে ব্রাইনকে বের করে দেওয়া হয়। আর এই টিকে থাকার জন্য একের পর এক লড়াই চলতে থাকে। পুরো সিনেমার গল্প বলে দিলে তুমি দেখে মজা পাবে না। তাই বাকিটুকু নিজেই দেখে নাও।
‘পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ আমেরিকান অ্যানিমেটেড স্পাই অ্যাকশন কমেডি ছবি। ৯২ মিনিটের ছবিটি পরিচালনা করেছেন এরিক ডার্নেল ও সাইমন জে স্মিথ।
অনেক প্রতিকূলতা জয় করে একটা রাজ্যে রাজত্ব করে পেঙ্গুইন। আর সেই পেঙ্গুইনের সঙ্গে তোমার যদি ঘণ্টাখানেক সময় কাটে, তাহলে কেমন হয় বলো তো? নিশ্চয় তোমার সময়টা ভালো কাটবে। অ্যান্টার্কটিকা মহাদেশে চার পেঙ্গুইন–স্কিপার, কোয়ালস্কি, রিকো ও প্রাইভেট। তারা থাকে সেন্ট্রাল পার্ক জুতে। বাসস্থান রক্ষার জন্য তারা বিভিন্ন ধরনের সংগ্রাম করে। একের পর এক অভিযান চালায়।
প্রতিটি জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লড়াই এবং অবশেষে জেতার আনন্দটা আসলেই অন্য রকম। স্কিপার, কোয়ালস্কি, রিকো একটি ডিম তাড়া করে। সে ডিম ছিটকে হিমশৈলে পড়ে যায়। ডিমটি যেন পেঙ্গুইনরা না নিতে পারে, সে চেষ্টা চালায় লেপার্ড সিল। তাদের খপ্পর থেকে ডিমটি বাঁচিয়ে নিয়ে যায় স্কিপার, কোয়ালস্কি ও রিকো। একপর্যায়ে সে ডিম থেকে ‘প্রাইভেট’ বেরিয়ে আসে। পেঙ্গুইন ছানা প্রাইভেটকে তারা দলের সদস্য করে নেয়। তারপর ধীরে ধীরে শুরু হয় তাদের অভিযান।
১০ বছর পর জন্মদিন উদ্যাপন করতে ব্রেক রুমের ভেন্ডিং মেশিনে চলে যায় তারা। তাদের উদ্দেশ্য–ভেন্ডিং মেশিন থেকে ‘চিজি ডিবলস’ নামের স্ন্যাকস
সংগ্রহ করা।
ভেন্ডিং মেশিনটি তাদের অপহরণ করে জিনবিজ্ঞানী ব্রাইনের কাছে নিয়ে যায়। ব্রাইন হলো অক্টোপাস। বুদ্ধিমত্তার জন্য বিশ্বের সব চিড়িয়াখানায় পেঙ্গুইনরা স্থান পায় বলে ব্রাইন পেঙ্গুইনবিদ্বেষী। পেঙ্গুইনরা আসার পর চিড়িয়াখানা থেকে ব্রাইনকে বের করে দেওয়া হয়। আর এই টিকে থাকার জন্য একের পর এক লড়াই চলতে থাকে। পুরো সিনেমার গল্প বলে দিলে তুমি দেখে মজা পাবে না। তাই বাকিটুকু নিজেই দেখে নাও।
‘পেঙ্গুইনস অব মাদাগাস্কার’ আমেরিকান অ্যানিমেটেড স্পাই অ্যাকশন কমেডি ছবি। ৯২ মিনিটের ছবিটি পরিচালনা করেছেন এরিক ডার্নেল ও সাইমন জে স্মিথ।
ডেজার্ট হিসেবে মিষ্টি কমবেশি সবার প্রিয়। বিশেষ দিনে প্রিয়জনের জন্য ঘরেই বানাতে পারেন সুস্বাদু রসে ভরা কাঁচাগোল্লা। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৩ ঘণ্টা আগেকম শক্তি, পেট ফাঁপা কিংবা ত্বকের সমস্যার মতো উপসর্গগুলোকে অনেকে ব্যস্ত জীবন বা ভুল খাদ্যাভ্যাসের ফল বলে মনে করেন। এর জন্য তাঁরা ব্যস্ত জীবন বা বাজে খাদ্যাভ্যাসকে দায়ী করেন। ফলে এই বিষয়গুলো উপেক্ষা করা হয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে খাদ্য অ্যালার্জি বা অসহিষ্ণুতা।
১৫ ঘণ্টা আগেখুশকি নিয়ে সমস্যায় ভোগেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কারও মাথায় সাদা গুঁড়ার মতো খুশকি উড়ে বেড়ায়, কারও আবার চুল সব সময় ভারী ও আঠালো লাগে। অনেক সময় মানুষ ধরে নেয়, এটি শুধু চুলে তেল জমে থাকার কারণে হচ্ছে। কিন্তু বাস্তবে, তেলতেলে এবং আঠালো খুশকি একধরনের সমস্যা। এর যত্ন আলাদা ও নিয়মিত নিতে হয়।
১৭ ঘণ্টা আগেআজ শনিবার, ১৮ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন! ভালো কিছু ঘটলে সেটা আপনার ক্রেডিট, আর খারাপ হলে ‘রাশিফল ভালো ছিল না’ বলে চালিয়ে দিন। আসলে দোষটা আর কারও নয়,
১৮ ঘণ্টা আগে