বিভাবরী রায়
চলতি সময়ে তরুণ-তরুণীদের পছন্দের পোশাকের তালিকায় প্রথম সারিতেই আছে টি-শার্ট। ইউনিসেক্স টি-শার্ট বেশ দাপটেই পাল্লা দিচ্ছে সবার সঙ্গে। এর নকশা নিয়ে গোটা বিশ্বে যত নিরীক্ষা হয়েছে, সম্ভবত অন্য কোনো পোশাকের নকশার ক্ষেত্রে ততটা হয়নি। বিভিন্ন স্লোগান, ছন্দময় বাক্য, রোমান্টিক পদ্য, জনপ্রিয় কবিতার পঙ্ক্তি, রকস্টারসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতিকৃতি, বিমূর্ত চিত্র, চলতি সংলাপ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, ঋতু, প্রকৃতি ইত্যাদি জায়গা করে নিয়েছে টি-শার্টের নকশার ক্ষেত্রে। ইচ্ছেমতো নকশা করার সুবিধা আছে এতে।
টি-শার্টের প্রসঙ্গ এলেই ফ্যাশন হাউস নিত্য় উপহারের কথা এড়ানো যায় না। বাংলাদেশে টি-শার্ট শিল্পকে একেবারে দেশীয় ঘরানার মোড়কে আবৃত করেছে এই ফ্যাশন হাউস। কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, শেখ আফজাল এবং চন্দ্র শেখর সাহার মতো চিত্রশিল্পী ও নকশাকারেরা নিত্য উপহারের টি-শার্টের জন্য নকশা করেছেন। ধ্রুব এষ, সব্যসাচী হাজরার হাতের ছোঁয়া তো ছিল শুরু থেকেই।
এ ছাড়া আনিসুজ্জামান সোহেল, নাজিব তারেক, কনক আদিত্যসহ আরও অনেক গুণী শিল্পীর নামও জড়িয়ে আছে প্রতিষ্ঠানটির সঙ্গে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তীতে নিত্য উপহারে এসেছে নতুন দুটি টি-শার্ট বিদ্রোহী কবি ও সন্ধ্যাতারা শিরোনামে। এগুলোর নকশা করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর ও অনুপম সরকার। এর মধ্যে বিদ্রোহী কবি ও দুখু মিয়া নামের টি-শার্ট দুটির নকশা করেছেন মোস্তাফিজ কারিগর। অন্যদিকে সন্ধ্যাতারা নামের টি-শার্টের নকশা করেছেন অনুপম সরকার। প্রতিটি টি-শার্টের দাম ৩৯০ টাকা।
সব বয়সীদের কাছেই টি-শার্ট এখন দারুণ জনপ্রিয়। একটু যদি বাড়িয়েই বলি, তরুণদের মগজের ফ্যাশন ফ্যাক্টরিকেও প্রাধান্য দিতে শুরু করেছেন এই সময়ের ফ্যাশন ডিজাইনাররা। পাশাপাশি টি-শার্টে ঋতু, কবিতার জনপ্রিয় পঙ্ক্তি, শিল্পীর আঁকা ছবি ও দেশীয় ঐতিহ্যকেও তুলে ধরার চেষ্টা করছেন অনেকে।
“আমরা শুরু থেকেই পোশাকের মাধ্যমে স্বদেশি চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছি। দেশের অনেক গুণী শিল্পী আমাদের টি-শার্টের নকশা করেছেন। সহজ জনপ্রিয়তার রাস্তায় না হেঁটে তাঁরা আমাদের নিজস্ব নকশা ও গৌরবের বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে তরুণদের কাছে নিত্য উপহারের টি-শার্ট মানে অনুপ্রেরণাও।”— বাহার রহমান, স্বত্বাধিকারী, নিত্য উপহার
চলতি সময়ে তরুণ-তরুণীদের পছন্দের পোশাকের তালিকায় প্রথম সারিতেই আছে টি-শার্ট। ইউনিসেক্স টি-শার্ট বেশ দাপটেই পাল্লা দিচ্ছে সবার সঙ্গে। এর নকশা নিয়ে গোটা বিশ্বে যত নিরীক্ষা হয়েছে, সম্ভবত অন্য কোনো পোশাকের নকশার ক্ষেত্রে ততটা হয়নি। বিভিন্ন স্লোগান, ছন্দময় বাক্য, রোমান্টিক পদ্য, জনপ্রিয় কবিতার পঙ্ক্তি, রকস্টারসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রতিকৃতি, বিমূর্ত চিত্র, চলতি সংলাপ, বিজ্ঞানের বিভিন্ন বিষয়, ঋতু, প্রকৃতি ইত্যাদি জায়গা করে নিয়েছে টি-শার্টের নকশার ক্ষেত্রে। ইচ্ছেমতো নকশা করার সুবিধা আছে এতে।
টি-শার্টের প্রসঙ্গ এলেই ফ্যাশন হাউস নিত্য় উপহারের কথা এড়ানো যায় না। বাংলাদেশে টি-শার্ট শিল্পকে একেবারে দেশীয় ঘরানার মোড়কে আবৃত করেছে এই ফ্যাশন হাউস। কাইয়ুম চৌধুরী, হাশেম খান, আবুল বারক আলভী, শেখ আফজাল এবং চন্দ্র শেখর সাহার মতো চিত্রশিল্পী ও নকশাকারেরা নিত্য উপহারের টি-শার্টের জন্য নকশা করেছেন। ধ্রুব এষ, সব্যসাচী হাজরার হাতের ছোঁয়া তো ছিল শুরু থেকেই।
এ ছাড়া আনিসুজ্জামান সোহেল, নাজিব তারেক, কনক আদিত্যসহ আরও অনেক গুণী শিল্পীর নামও জড়িয়ে আছে প্রতিষ্ঠানটির সঙ্গে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জয়ন্তীতে নিত্য উপহারে এসেছে নতুন দুটি টি-শার্ট বিদ্রোহী কবি ও সন্ধ্যাতারা শিরোনামে। এগুলোর নকশা করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর ও অনুপম সরকার। এর মধ্যে বিদ্রোহী কবি ও দুখু মিয়া নামের টি-শার্ট দুটির নকশা করেছেন মোস্তাফিজ কারিগর। অন্যদিকে সন্ধ্যাতারা নামের টি-শার্টের নকশা করেছেন অনুপম সরকার। প্রতিটি টি-শার্টের দাম ৩৯০ টাকা।
সব বয়সীদের কাছেই টি-শার্ট এখন দারুণ জনপ্রিয়। একটু যদি বাড়িয়েই বলি, তরুণদের মগজের ফ্যাশন ফ্যাক্টরিকেও প্রাধান্য দিতে শুরু করেছেন এই সময়ের ফ্যাশন ডিজাইনাররা। পাশাপাশি টি-শার্টে ঋতু, কবিতার জনপ্রিয় পঙ্ক্তি, শিল্পীর আঁকা ছবি ও দেশীয় ঐতিহ্যকেও তুলে ধরার চেষ্টা করছেন অনেকে।
“আমরা শুরু থেকেই পোশাকের মাধ্যমে স্বদেশি চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আসছি। দেশের অনেক গুণী শিল্পী আমাদের টি-শার্টের নকশা করেছেন। সহজ জনপ্রিয়তার রাস্তায় না হেঁটে তাঁরা আমাদের নিজস্ব নকশা ও গৌরবের বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে তরুণদের কাছে নিত্য উপহারের টি-শার্ট মানে অনুপ্রেরণাও।”— বাহার রহমান, স্বত্বাধিকারী, নিত্য উপহার
জীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
১৬ ঘণ্টা আগেথাপড়ানো রুটি! মানিকগঞ্জের বেশ পুরোনো ঘিওর হাট। হাটের আকার, আয়তন ও গুরুত্ব—সবই কমে গেছে। তবে রয়ে গেছে এই হাটের ‘ঐতিহ্য’ থাপড়ানো রুটি। বড় বড় আকারের একেকটি থাপড়ানো রুটির সঙ্গে রসে জবজবে রসগোল্লার স্বাদ একবার হলেও যিনি নিয়েছেন, তিনি মনে রাখবেন পুরো জীবন।
১৮ ঘণ্টা আগেইলিশ কি সব সময় মাছের রাজা ছিল? প্রশ্নটি এখন করলে অনেকে বাঁকা চোখে তাকাবেন আমার দিকে। কিন্তু সত্যি কথা হলো, ইলিশের এখন যে রাজা রাজা ব্যাপার, সেটা একসময় ছিল না। কী ছিল তাহলে? এখানেই অনেক মজা লুকিয়ে রয়েছে।
১ দিন আগেবেছে টুকরা করে হালকা ভাপ দেওয়া শাপলা ডাঁটা ৩ কাপ, ইলিশ মাছ ৬ থেকে ৮ টুকরা, কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টা, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা
১ দিন আগে