সকালের তাড়াহুড়োয় রোজ নাকে-মুখে নাশতা করে বেরিয়ে গেলে তো শরীরে প্রোটিনের ঘাটতি থাকবেই। বাদাম, মাছ, ডিম, মুরগি ও দুগ্ধজাত খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলেও বেছে বেছে খাওয়ার কারণে শরীরে এই পুষ্টির উপাদানের ঘাটতি থেকেই যায়। সে ক্ষেত্রে এখন অনেকেই প্রোটিন পাউডারের ওপর নির্ভর করছেন। শুধু দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিলেই হলো। বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না। বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার কিনতে পাওয়া যায়। তবে চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া সম্ভব এ প্রোটিন পাউডার। কয়েকভাবে প্রোটিন পাউডার তৈরি করা যায়।
যেভাবে বানাবেন
প্রথম প্রক্রিয়া
এ উপায়ে প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে ৩ কাপ ননফ্যাট গুঁড়ো দুধ, ১ কাপ শুকনো ওট, ১ কাপ আমন্ড ও সামান্য চিনি (যদি লাগে)। শিশুর জন্য প্রোটিন পাউডার তৈরি করলে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ কোকো পাউডারও যোগ করতে পারেন। এবার সব উপকরণ মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করুন। এ উপায়ে তৈরি আধা কাপ প্রোটিন পাউডারে রয়েছে ১৮০ ক্যালরি ও ১২ গ্রাম প্রোটিন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। সম্পূর্ণ উপকারিতা পেতে প্রতিদিন স্মুদি বা দুধের সঙ্গে এ প্রোটিন পাউডার খেতে হবে।
দ্বিতীয় প্রক্রিয়া
এই প্রক্রিয়ায় প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে আমন্ড, পেস্তা, আখরোট চিনাবাদাম, সয়াবিন, কুমড়োর বিচি, ফ্লেক্স সিড, চিয়া সিড, শুকনো ওট ও গুঁড়ো দুধ। প্রথমে সব ধরনের বাদাম একসঙ্গে চুলায় অল্প আঁচে প্যানে দুই থেকে তিন মিনিট টেলে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে।
এবার টেলে ঠান্ডা করে রাখা বাদামসহ ওপরের সব উপকরণ একসঙ্গে মিক্সচারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে। অথবা মিক্সচার না থাকলে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই প্রোটিন পাউডারের প্রতি আধা কাপে রয়েছে ১০ দশমিক ৫ গ্রাম প্রোটিন ও ৪৫ ক্যালরি।
তৃতীয় প্রক্রিয়া
আধা কাপ করে আমন্ড, কাজু ও পেস্তা বাদাম, একটুখানি জাফরান ও হলুদের গুঁড়ো। সব ধরনের বাদাম টেলে বাতাসে ঠান্ডা করতে হবে। এরপর মিক্সচারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে। এই পাউডার একটু আঠাল ধাঁচের হবে। মিষ্টি ও রুটি বানানোর সময় এ পাউডার ব্যবহার করা যাবে। তা ছাড়া দুধের সঙ্গে মিশিয়ে তো খাওয়া যাবেই।
সূত্র: স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট, ছবি: পেকজেলস
সকালের তাড়াহুড়োয় রোজ নাকে-মুখে নাশতা করে বেরিয়ে গেলে তো শরীরে প্রোটিনের ঘাটতি থাকবেই। বাদাম, মাছ, ডিম, মুরগি ও দুগ্ধজাত খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকলেও বেছে বেছে খাওয়ার কারণে শরীরে এই পুষ্টির উপাদানের ঘাটতি থেকেই যায়। সে ক্ষেত্রে এখন অনেকেই প্রোটিন পাউডারের ওপর নির্ভর করছেন। শুধু দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিলেই হলো। বাড়তি ঝামেলার প্রয়োজন হয় না। বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার কিনতে পাওয়া যায়। তবে চাইলে বাড়িতেও বানিয়ে নেওয়া সম্ভব এ প্রোটিন পাউডার। কয়েকভাবে প্রোটিন পাউডার তৈরি করা যায়।
যেভাবে বানাবেন
প্রথম প্রক্রিয়া
এ উপায়ে প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে ৩ কাপ ননফ্যাট গুঁড়ো দুধ, ১ কাপ শুকনো ওট, ১ কাপ আমন্ড ও সামান্য চিনি (যদি লাগে)। শিশুর জন্য প্রোটিন পাউডার তৈরি করলে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ কোকো পাউডারও যোগ করতে পারেন। এবার সব উপকরণ মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করুন। এ উপায়ে তৈরি আধা কাপ প্রোটিন পাউডারে রয়েছে ১৮০ ক্যালরি ও ১২ গ্রাম প্রোটিন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রাখতে পারেন। সম্পূর্ণ উপকারিতা পেতে প্রতিদিন স্মুদি বা দুধের সঙ্গে এ প্রোটিন পাউডার খেতে হবে।
দ্বিতীয় প্রক্রিয়া
এই প্রক্রিয়ায় প্রোটিন পাউডার তৈরি করতে লাগবে আমন্ড, পেস্তা, আখরোট চিনাবাদাম, সয়াবিন, কুমড়োর বিচি, ফ্লেক্স সিড, চিয়া সিড, শুকনো ওট ও গুঁড়ো দুধ। প্রথমে সব ধরনের বাদাম একসঙ্গে চুলায় অল্প আঁচে প্যানে দুই থেকে তিন মিনিট টেলে নিতে হবে। হয়ে গেলে নামিয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করতে হবে।
এবার টেলে ঠান্ডা করে রাখা বাদামসহ ওপরের সব উপকরণ একসঙ্গে মিক্সচারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে। অথবা মিক্সচার না থাকলে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই প্রোটিন পাউডারের প্রতি আধা কাপে রয়েছে ১০ দশমিক ৫ গ্রাম প্রোটিন ও ৪৫ ক্যালরি।
তৃতীয় প্রক্রিয়া
আধা কাপ করে আমন্ড, কাজু ও পেস্তা বাদাম, একটুখানি জাফরান ও হলুদের গুঁড়ো। সব ধরনের বাদাম টেলে বাতাসে ঠান্ডা করতে হবে। এরপর মিক্সচারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করতে হবে। এই পাউডার একটু আঠাল ধাঁচের হবে। মিষ্টি ও রুটি বানানোর সময় এ পাউডার ব্যবহার করা যাবে। তা ছাড়া দুধের সঙ্গে মিশিয়ে তো খাওয়া যাবেই।
সূত্র: স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট, ছবি: পেকজেলস
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
১১ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১৯ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
২ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
৩ দিন আগে