স্লিক হাই পনিটেইল
খুবই স্মার্ট এই হেয়ারস্টাইলটি মানিয়ে যাবে অফিস কিংবা ক্লাসের জন্য। এভাবে চুল বেঁধে বের হলে বন্ধুবান্ধব, কলিগ কিংবা কে জানে হয়তো পথেঘাটের অপরিচিত জনেরাও আপনার তারিফ করে বসবেন। স্লিক হাই পনিটেইল করতে হলে প্রথমে ঝুঁটি বাঁধায় দিকে চুল ব্লো ড্রাই করে নিতে হবে। এরপর একটা স্ক্রাঞ্জি বা চুলের ব্যান্ড দিয়ে খুব টাইট করে উঁচু একটা ঝুঁটি করে নিতে হবে। চাইলে ঝুঁটি থেকে একগোছা চুল নিয়ে গোল করে মুড়ে দিয়ে ঢেকে ফেলতে পারেন চুলের ব্যান্ডখানা। এরপর হেয়ার স্প্রে দিয়ে কপালের দিকের আলগা চুল সব আটকে নিতে হবে। ব্যস, আপনার স্লিক হাই পনিটেইল রেডি।
টপ নট বান
গরমের দিনে অনেকেরই অস্বস্তির কারণ হতে পারে বড় চুল। ঝটপট ও খুব কম পরিশ্রমে তাদের জন্য সমাধান হতে পারে টপ নট বান হেয়ারস্টাইল। সুন্দর এ হেয়ারস্টাইলটি গ্রীষ্মের দাবদাহে আপনার প্রিয় হেয়ারস্টাইলও হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এ হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগই মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষভাগ। এতেই হেয়ারস্টাইল রেডি।
হাফ আপ, হাফ ডাউন
কোঁকড়া ও ঢেউখেলানো চুল নিয়ে যতই কাব্য করা হোক না কেন, এ ধরনের চুলে ইচ্ছেমতো লুক তৈরি করা কষ্টকর। গরমের দিনে এ ধরনের চুল নিয়ে সত্যি খানিক সমস্যাই হয়। যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল, তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি একটি আদর্শ লুক। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। প্রথমে চুলগুলো ওপর-নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে পনিটেইল বেঁধে নিন বা টপ নট বান করে নিন। আবার ওপরের দুই পাশের চুল বেঁধেও নিতে পারেন। নিচের চুল ছেড়ে রাখুন।
রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না, তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার চুলগুলো জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। আপনার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাঁ দিকে মোচড় দিন। এবার ডান দিকের ভাগটি ক্রমেই বাঁয়ের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে করে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাঁ দিকে মুচড়ে ডান দিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল।
বাবল পনিটেইল
চুল বাঁধায় স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপরে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।
স্লিক হাই পনিটেইল
খুবই স্মার্ট এই হেয়ারস্টাইলটি মানিয়ে যাবে অফিস কিংবা ক্লাসের জন্য। এভাবে চুল বেঁধে বের হলে বন্ধুবান্ধব, কলিগ কিংবা কে জানে হয়তো পথেঘাটের অপরিচিত জনেরাও আপনার তারিফ করে বসবেন। স্লিক হাই পনিটেইল করতে হলে প্রথমে ঝুঁটি বাঁধায় দিকে চুল ব্লো ড্রাই করে নিতে হবে। এরপর একটা স্ক্রাঞ্জি বা চুলের ব্যান্ড দিয়ে খুব টাইট করে উঁচু একটা ঝুঁটি করে নিতে হবে। চাইলে ঝুঁটি থেকে একগোছা চুল নিয়ে গোল করে মুড়ে দিয়ে ঢেকে ফেলতে পারেন চুলের ব্যান্ডখানা। এরপর হেয়ার স্প্রে দিয়ে কপালের দিকের আলগা চুল সব আটকে নিতে হবে। ব্যস, আপনার স্লিক হাই পনিটেইল রেডি।
টপ নট বান
গরমের দিনে অনেকেরই অস্বস্তির কারণ হতে পারে বড় চুল। ঝটপট ও খুব কম পরিশ্রমে তাদের জন্য সমাধান হতে পারে টপ নট বান হেয়ারস্টাইল। সুন্দর এ হেয়ারস্টাইলটি গ্রীষ্মের দাবদাহে আপনার প্রিয় হেয়ারস্টাইলও হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এ হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগই মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষভাগ। এতেই হেয়ারস্টাইল রেডি।
হাফ আপ, হাফ ডাউন
কোঁকড়া ও ঢেউখেলানো চুল নিয়ে যতই কাব্য করা হোক না কেন, এ ধরনের চুলে ইচ্ছেমতো লুক তৈরি করা কষ্টকর। গরমের দিনে এ ধরনের চুল নিয়ে সত্যি খানিক সমস্যাই হয়। যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল, তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি একটি আদর্শ লুক। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। প্রথমে চুলগুলো ওপর-নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে পনিটেইল বেঁধে নিন বা টপ নট বান করে নিন। আবার ওপরের দুই পাশের চুল বেঁধেও নিতে পারেন। নিচের চুল ছেড়ে রাখুন।
রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না, তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার চুলগুলো জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। আপনার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাঁ দিকে মোচড় দিন। এবার ডান দিকের ভাগটি ক্রমেই বাঁয়ের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে করে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাঁ দিকে মুচড়ে ডান দিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল।
বাবল পনিটেইল
চুল বাঁধায় স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপরে চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে