হেলেনা পারভীন রুমা
সারা দিন রোজা রাখার পর ইফতারে চাই সুস্বাদু খাবার। তবে স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবলে খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, হতে হবে স্বাস্থ্যকর। সালাদ সব সময়ই মজাদার আর সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও। ইফতারে তাজা উপকরণে বানানো সালাদ রাখতে পারেন। রেসিপি দিয়েছেন এনটিভি ইউরোপ কুকিং কুইন চ্যাম্পিয়ন হেলেনা পারভীন রুমা।
চটপটির স্বাদে ছোলার সালাদ
উপকরণ
১ কাপ সেদ্ধ ছোলা, ১ কাপ শসাকুচি, আধা কাপ টমেটোকুচি, ১ টেবিল চামচ পেঁয়াজকুচি, ১ টেবিল চামচ ধনেপাতাকুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা-চামচ চটপটির মসলা।
প্রণালি
সব উপকরণ স্বাদ অনুযায়ী একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার এ সালাদ।
সবজির সালাদ
উপকরণ
পছন্দমতো সবজি, ১ টেবিল চামচ অলিভ ওয়েল, ১ টেবিল চামচ রসুনকুচি, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
সালাদ ড্রেসিংয়ের জন্য
২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মাস্টার্ড পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে সব সবজি ধুয়ে কেটে নিন। গাজর থাকলে গ্রেড করে নিন। এবার একটি ননস্টিক প্যানে অলিভ ওয়েল একটু গরম করে রসুনকুচি দিয়ে সামান্য ভেজে, ব্রকলিগুলো দিয়ে একটু নেড়ে, লবণ ও গোলমরিচের গুঁড়ো সঙ্গে সামান্য পানি দিয়ে ভাপিয়ে নিন। সঙ্গে ক্যাপসিকাম, গাজর, মাশরুম, ব্রকলি সঁতে করে বা সাতলে নিন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি বড় বোলে সালাদ ড্রেসিংয়ের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এতে চেরি, টমেটো, রেডিস, ঠান্ডা করে রাখা সবজি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজির সালাদ।
টমেটো মোজারেলা বেসিল সালাদ
উপকরণ
তাজা টমেটো, মোজারেলা চিজ, সুইট বেসিল পাতা, অলিভ ওয়েল, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ।
পদ্ধতি
পরিমাণমতো টমেটো ও মোজারেলা চিজ গোল গোল চাক চাক করে কেটে পছন্দমতো সাজিয়ে ওপরে মিষ্টি বেসিল পাতা আস্ত অথবা কুচি করে ছিটিয়ে দিন। তার ওপর স্বাদমতো গোলমরিচের গুঁড়ো, লবণ ও অলিভ ওয়েল ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইতালিয়ান মজাদার এই সালাদ।
সারা দিন রোজা রাখার পর ইফতারে চাই সুস্বাদু খাবার। তবে স্বাস্থ্য সুরক্ষার কথা ভাবলে খাবার শুধু সুস্বাদু হলেই চলবে না, হতে হবে স্বাস্থ্যকর। সালাদ সব সময়ই মজাদার আর সুস্বাদু তো বটেই, স্বাস্থ্যকরও। ইফতারে তাজা উপকরণে বানানো সালাদ রাখতে পারেন। রেসিপি দিয়েছেন এনটিভি ইউরোপ কুকিং কুইন চ্যাম্পিয়ন হেলেনা পারভীন রুমা।
চটপটির স্বাদে ছোলার সালাদ
উপকরণ
১ কাপ সেদ্ধ ছোলা, ১ কাপ শসাকুচি, আধা কাপ টমেটোকুচি, ১ টেবিল চামচ পেঁয়াজকুচি, ১ টেবিল চামচ ধনেপাতাকুচি, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চা-চামচ চটপটির মসলা।
প্রণালি
সব উপকরণ স্বাদ অনুযায়ী একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার এ সালাদ।
সবজির সালাদ
উপকরণ
পছন্দমতো সবজি, ১ টেবিল চামচ অলিভ ওয়েল, ১ টেবিল চামচ রসুনকুচি, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
সালাদ ড্রেসিংয়ের জন্য
২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ মাস্টার্ড পেস্ট, ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদমতো।
প্রণালি
প্রথমে সব সবজি ধুয়ে কেটে নিন। গাজর থাকলে গ্রেড করে নিন। এবার একটি ননস্টিক প্যানে অলিভ ওয়েল একটু গরম করে রসুনকুচি দিয়ে সামান্য ভেজে, ব্রকলিগুলো দিয়ে একটু নেড়ে, লবণ ও গোলমরিচের গুঁড়ো সঙ্গে সামান্য পানি দিয়ে ভাপিয়ে নিন। সঙ্গে ক্যাপসিকাম, গাজর, মাশরুম, ব্রকলি সঁতে করে বা সাতলে নিন। হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর একটি বড় বোলে সালাদ ড্রেসিংয়ের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এতে চেরি, টমেটো, রেডিস, ঠান্ডা করে রাখা সবজি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজির সালাদ।
টমেটো মোজারেলা বেসিল সালাদ
উপকরণ
তাজা টমেটো, মোজারেলা চিজ, সুইট বেসিল পাতা, অলিভ ওয়েল, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ।
পদ্ধতি
পরিমাণমতো টমেটো ও মোজারেলা চিজ গোল গোল চাক চাক করে কেটে পছন্দমতো সাজিয়ে ওপরে মিষ্টি বেসিল পাতা আস্ত অথবা কুচি করে ছিটিয়ে দিন। তার ওপর স্বাদমতো গোলমরিচের গুঁড়ো, লবণ ও অলিভ ওয়েল ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ইতালিয়ান মজাদার এই সালাদ।
জীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
৭ ঘণ্টা আগেথাপড়ানো রুটি! মানিকগঞ্জের বেশ পুরোনো ঘিওর হাট। হাটের আকার, আয়তন ও গুরুত্ব—সবই কমে গেছে। তবে রয়ে গেছে এই হাটের ‘ঐতিহ্য’ থাপড়ানো রুটি। বড় বড় আকারের একেকটি থাপড়ানো রুটির সঙ্গে রসে জবজবে রসগোল্লার স্বাদ একবার হলেও যিনি নিয়েছেন, তিনি মনে রাখবেন পুরো জীবন।
৯ ঘণ্টা আগেইলিশ কি সব সময় মাছের রাজা ছিল? প্রশ্নটি এখন করলে অনেকে বাঁকা চোখে তাকাবেন আমার দিকে। কিন্তু সত্যি কথা হলো, ইলিশের এখন যে রাজা রাজা ব্যাপার, সেটা একসময় ছিল না। কী ছিল তাহলে? এখানেই অনেক মজা লুকিয়ে রয়েছে।
১৬ ঘণ্টা আগেবেছে টুকরা করে হালকা ভাপ দেওয়া শাপলা ডাঁটা ৩ কাপ, ইলিশ মাছ ৬ থেকে ৮ টুকরা, কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টা, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা
১৬ ঘণ্টা আগে