সানজিদা সামরিন, ঢাকা
একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
একই মাসে বেশ কয়েকটা বিয়ের দাওয়াত পড়েছে নেহার। তা-ও আবার তিন বান্ধবীর। না গেলেই নয়। হবু বর-কনের জন্য উপহার কেনার পর বিয়েতে পরে যাওয়ার জন্য এত শাড়ি কেনা বেশ খরচের ব্যাপার।
বিয়ের মতো বিশেষ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে নতুন শাড়ি কেনার ব্যাপারটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বলতে দ্বিধা নেই, এতে ওয়ালেটের ওপর চাপটাও বেশ পড়ে যায়। ভালো মানের একটি শাড়ি কেনা একটু ব্যয়সাপেক্ষ বটে। শুধু শাড়ি কিনলেই তো আর হলো না, সঙ্গে মানানসই অনুষঙ্গও কিনতে হয়। কিন্তু এক শাড়িতেই যদি দুটি শাড়ির কাজ মেটানো যায়, তবে কেমন হয়। একটু ভেঙেই বলি, একটি শাড়ির দুপাশে যদি দুটি আঁচল থাকে, তাহলে কিন্তু শাড়িটি ঘুরিয়ে-ফিরিয়ে দুবার পরা সম্ভব। সম্প্রতি রঙ বাংলাদেশ এনেছে অভিনব দুটি শাড়ি।
প্রতিটি শাড়ির দুই পাশে রয়েছে দুটি ভিন্ন নকশার আঁচল। এতে শাড়িগুলো ঘুরিয়ে পরার পর নতুনত্ব আসে। এককথায়, শাড়ি একটি হলেও পরা যাবে দুইভাবে। অর্থাৎ এক দামেই দুটি শাড়ি জায়গা করে নিচ্ছে আপনার ওয়ার্ডরোবে।
একই শাড়ির দুই দিকে দুই ধরনের আঁচল—নতুন এই ধারণা সম্পর্কে রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, নারীরা প্রতিটি অনুষ্ঠানে নতুন কাপড় পরতে চান। কর্মজীবী হোক বা শিক্ষার্থী—বিভিন্ন অনুষ্ঠানের জন্য নতুন শাড়ি কেনা তো সহজ বিষয় না। সে ক্ষেত্রে একটি শাড়িকে যদি দুইভাবে ব্যবহার করা যায় বা শাড়িকে ঘুরিয়ে পরলে যদি নতুনের মতো লাগে, তাহলে ব্যাপারটা অনেকটাই অভিনব ও সহজ হয়। এটা সবার জন্য সাশ্রয়ী হয়। এ ক্ষেত্রে একটি শাড়ি কিনে অন্তত দুটি অনুষ্ঠানে যাওয়া যায়।
সৌমিক দাস আরও বলেন, দুটো শাড়ি এসেছে—কালো-ধূসরের মিশ্রণ ও বাসন্তী রঙে। ধূসর-কালো রঙা শাড়িটি স্ল্যাব কটন ও বাসন্তী রঙা শাড়িটি হাফ সিল্কের। মাধ্য়ম হিসেবে স্ক্রিন ব্লক, হাতের কাজ ও ডাই ব্যবহার করা হয়েছে।
শাড়িগুলোর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। স্ল্যাব কটনের শাড়িটি ৩ হাজার ৩৯০ টাকা ও বাসন্তী শাড়িটি ৪ হাজার ২৯০ টাকা। সেই সঙ্গে অনলাইন অর্ডারে ১২ দশমিক ১২ শতাংশ ছাড় এবং সারা দেশে ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে।
লাঞ্চের পর নিতু কাপুর কী খাচ্ছেন এবং কী পান করছেন সেটি প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। এক চামচ ঘি আর গুড়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লাঞ্চের পর ঘি ও গুড় এবং বাড়ির তৈরি হজম চা।’
৪ ঘণ্টা আগেভালোবাসার অন্য নাম জামদানি—এটা না বললেও চলে এ দেশের মানুষকে। এই এক বস্ত্র নিয়ে কত আলোচনা, কত লেখালেখি আর তর্কবিতর্ক, তার কোনো হিসাব নেই। আসছে ভালোবাসা দিবসে তাই অঙ্গে জড়িয়ে থাক জামদানি।
১৪ ঘণ্টা আগেএকটি মাফলারের দাম দেড় লাখ টাকার ওপর! চোখ কপালে তোলার কোনো কারণ নেই। ঘটনা সত্য। পোশাক নিয়ে আলোচনার কমতি নেই যুগে যুগে। সেই কতকাল আগে শেখ সাদি তাঁর পোশাক নিয়ে বিড়ম্বনা ও সমাদর—দুই অভিজ্ঞতারই মুখোমুখি হয়েছিলেন।
১৪ ঘণ্টা আগেঅনেকের ত্বক শুষ্ক হলেও তেলতেলে ভাব থাকে। এমন ত্বককে বলে শুষ্ক-তৈলাক্ত ত্বক বা ডিহাইড্রেটেড অয়েলি স্কিন। এমন অবস্থায় ত্বক পানিশূন্যতায় ভুগলেও অতিরিক্ত সেবাম বা তেল উৎপাদন করে। এর ফলে একটি পরস্পরবিরোধী পরিস্থিতি তৈরি হয়। এই অবস্থা হলে ত্বক চিটচিটে, রুক্ষ বা খসখসে হয়।
১৪ ঘণ্টা আগে