রোদের তাপ কমার কোনো লক্ষণ নেই। আবহাওয়া একেবারে উত্তপ্ত। তাই সকালে কাজে বের হওয়ার আগে আলমারিতে খোঁজ পড়ে সবচেয়ে আরামদায়ক পোশাকটির। অনেকে অফিসে নিয়মিত শাড়ি পরেন। আবার বিশেষ দিনগুলোয় পরার জন্য নারীরা শাড়িকেই যেন একটু বেশি প্রাধান্য দেন। তবে গরমে শাড়ি পরার ক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন। কারণ, সঠিক শাড়ি নির্বাচন করতে না পারলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
গরমে কেমন শাড়ি
গরমে শরীরে সহজে বাতাস চলাচল করতে পারে এবং ঘাম শুষে নিতে পারে এমন শাড়ি পরা উচিত।
সে ক্ষেত্রে সুতিই সমাধান। সুতির হালকা রঙের ছাপা শাড়ি কিংবা ব্লক-বাটিকের ট্রেন্ডি শাড়িই আরামদায়ক। বড় গলার স্লিভলেস বা হাফ হাতার ব্লাউজের সঙ্গে এসব শাড়ি পুরো দিনটাকেই স্বস্তিদায়ক করে তোলে। অনেকের ধারণা, সুতি শাড়ি বুঝি সাবেকি ঘরানার। শাড়ি ঐতিহ্যবাহী কিংবা সাবেকি ঘরানার ঠিকই, কিন্তু একই সঙ্গে দারুণ স্টাইলিশও বটে। যুগ যুগ ধরে সুতি শাড়ি তার রং-রূপ পাল্টেছে। কিন্তু কদর কমেনি। সুতি শাড়ি যেমন আরামদায়ক, তেমনি এর রূপ ও রঙের বৈচিত্র্য সব বয়সীদের জন্য মানানসই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুতি শাড়ির আঁচল এবং পাড়ে নানান বৈচিত্র্য নিয়ে আসছেন ফ্যাশন ডিজাইনাররা।
শাড়িতে গ্রীষ্মকালীন মোটিফ
গরমের কথা বিবেচনা করে ‘সুরঞ্জনা’ নিয়ে এসেছে থিমভিত্তিক শাড়ি। স্ক্রিনপ্রিন্টে রঙিন মোটিফ ফুটিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে অফ সাদা জমিনের নরম খাদি শাড়ি। গ্রীষ্মকালের আমেজ ফুটিয়ে তুলতে শাড়িতে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে তরমুজ, আইসক্রিম, কমলা ও জুস। এ ছাড়া সমুদ্রপাড়ের আবেশ ফুটিয়ে তুলতে শাড়িতে ডাব, কাঁকড়া, সানগ্লাসও মোটিফ হিসেবে এসেছে।
সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি বলেন, ‘চোখের প্রশান্তির জন্য শাড়ির জমিনের রং হালকা রাখার চেষ্টা করেছি, যাতে মোটিফের রং মনকে প্রফুল্ল করে তোলে। তবে অতটা রংচঙে নয়, চোখের জন্য সহনীয় মাত্রায় রং ব্যবহার হয়েছে শাড়িতে।’ তিনি যোগ করেন, সুরঞ্জনার মূল পণ্য শাড়ি। তাই সামার প্রিন্ট শাড়িতেই প্রথম এসেছে। তবে এর মধ্য়ে অনেক মা নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে শিশুদের ফ্রক বা ফতুয়া বানিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। সুরঞ্জনা তার ক্রেতাদের জন্য সে কাজ করেছে।
আরামদায়ক ব্লাউজ
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের জন্য নকশা, হাতা ও ফ্যাব্রিকস বাছাই করা জরুরি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে কিংবা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। তা ছাড়া শাড়ির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। ব্লাউজের হাতার বিভিন্ন ধরনের কাট আছে। সেই সব কাটের ওপরও লুক বদলে যায়। তবে প্রিন্টের শাড়ির জন্য একরঙা ব্লাউজ মানানসই।
গরমের কথা ভেবে শাড়ির জমিনের রং হালকা রেখে রঙিন ছাপা ব্যবহার করা হয়েছে; যাতে সারা দিন পরতে আরামদায়ক হয়। আবার দেখতেও উজ্জ্বল লাগে।
নূর নাহার তৃপ্তি
স্বত্বাধিকারী, সুরঞ্জনা
রোদের তাপ কমার কোনো লক্ষণ নেই। আবহাওয়া একেবারে উত্তপ্ত। তাই সকালে কাজে বের হওয়ার আগে আলমারিতে খোঁজ পড়ে সবচেয়ে আরামদায়ক পোশাকটির। অনেকে অফিসে নিয়মিত শাড়ি পরেন। আবার বিশেষ দিনগুলোয় পরার জন্য নারীরা শাড়িকেই যেন একটু বেশি প্রাধান্য দেন। তবে গরমে শাড়ি পরার ক্ষেত্রে একটু সচেতন হওয়া প্রয়োজন। কারণ, সঠিক শাড়ি নির্বাচন করতে না পারলে তা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
গরমে কেমন শাড়ি
গরমে শরীরে সহজে বাতাস চলাচল করতে পারে এবং ঘাম শুষে নিতে পারে এমন শাড়ি পরা উচিত।
সে ক্ষেত্রে সুতিই সমাধান। সুতির হালকা রঙের ছাপা শাড়ি কিংবা ব্লক-বাটিকের ট্রেন্ডি শাড়িই আরামদায়ক। বড় গলার স্লিভলেস বা হাফ হাতার ব্লাউজের সঙ্গে এসব শাড়ি পুরো দিনটাকেই স্বস্তিদায়ক করে তোলে। অনেকের ধারণা, সুতি শাড়ি বুঝি সাবেকি ঘরানার। শাড়ি ঐতিহ্যবাহী কিংবা সাবেকি ঘরানার ঠিকই, কিন্তু একই সঙ্গে দারুণ স্টাইলিশও বটে। যুগ যুগ ধরে সুতি শাড়ি তার রং-রূপ পাল্টেছে। কিন্তু কদর কমেনি। সুতি শাড়ি যেমন আরামদায়ক, তেমনি এর রূপ ও রঙের বৈচিত্র্য সব বয়সীদের জন্য মানানসই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুতি শাড়ির আঁচল এবং পাড়ে নানান বৈচিত্র্য নিয়ে আসছেন ফ্যাশন ডিজাইনাররা।
শাড়িতে গ্রীষ্মকালীন মোটিফ
গরমের কথা বিবেচনা করে ‘সুরঞ্জনা’ নিয়ে এসেছে থিমভিত্তিক শাড়ি। স্ক্রিনপ্রিন্টে রঙিন মোটিফ ফুটিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে অফ সাদা জমিনের নরম খাদি শাড়ি। গ্রীষ্মকালের আমেজ ফুটিয়ে তুলতে শাড়িতে মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে তরমুজ, আইসক্রিম, কমলা ও জুস। এ ছাড়া সমুদ্রপাড়ের আবেশ ফুটিয়ে তুলতে শাড়িতে ডাব, কাঁকড়া, সানগ্লাসও মোটিফ হিসেবে এসেছে।
সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি বলেন, ‘চোখের প্রশান্তির জন্য শাড়ির জমিনের রং হালকা রাখার চেষ্টা করেছি, যাতে মোটিফের রং মনকে প্রফুল্ল করে তোলে। তবে অতটা রংচঙে নয়, চোখের জন্য সহনীয় মাত্রায় রং ব্যবহার হয়েছে শাড়িতে।’ তিনি যোগ করেন, সুরঞ্জনার মূল পণ্য শাড়ি। তাই সামার প্রিন্ট শাড়িতেই প্রথম এসেছে। তবে এর মধ্য়ে অনেক মা নিজের শাড়ির সঙ্গে মিলিয়ে শিশুদের ফ্রক বা ফতুয়া বানিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। সুরঞ্জনা তার ক্রেতাদের জন্য সে কাজ করেছে।
আরামদায়ক ব্লাউজ
অনেক সময় সাদামাটা শাড়িতেও জমকালো লুক পাওয়া যায় কেবল ব্লাউজের কারণে। ব্লাউজের জন্য নকশা, হাতা ও ফ্যাব্রিকস বাছাই করা জরুরি। শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে কিংবা এক শেড বাড়িয়ে ব্লাউজের রং নির্বাচন করা যেতে পারে। তা ছাড়া শাড়ির কাপড়ের সঙ্গে মিলিয়ে ব্লাউজ বানানো যায়। ব্লাউজের হাতার বিভিন্ন ধরনের কাট আছে। সেই সব কাটের ওপরও লুক বদলে যায়। তবে প্রিন্টের শাড়ির জন্য একরঙা ব্লাউজ মানানসই।
গরমের কথা ভেবে শাড়ির জমিনের রং হালকা রেখে রঙিন ছাপা ব্যবহার করা হয়েছে; যাতে সারা দিন পরতে আরামদায়ক হয়। আবার দেখতেও উজ্জ্বল লাগে।
নূর নাহার তৃপ্তি
স্বত্বাধিকারী, সুরঞ্জনা
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
২ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
২ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
২ দিন আগে