নিজস্ব প্রতিবেদক, ঢাকা
[…] যখনই প্রিয়ার দরজার ভ্রু
ডাক পাঠাবে
যে মরুতেই থাকি, চলে আসব
যদি দ্বার খোলা পাই […]
–ফয়েজ আহমদ ফয়েজ
ঘন কালো ভ্রু সৌন্দর্যের অপরিহার্য অংশ। তবে কারও কারও ভ্রু বেশ পাতলা হয়। যাঁদের ভ্রু পাতলা, তাঁরা কৃত্রিমভাবে তা ঘন করেন কিংবা ভ্রু এঁকে রাখেন। কেমন হয়, যদি আপনার ভ্রু প্রাকৃতিকভাবেই ঘন ও সুন্দর হয়? ঘরোয়া কিছু উপায় মেনে চললে সহজেই পাতলা ভ্রু ঘন করতে পারবেন।
যা করবেন
ক্যাস্টর অয়েল: এতে আছে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল বৃদ্ধিতে ভূমিকা রাখে। নিয়মিত ভ্রুতে ক্যাস্টর অয়েল লাগালে ভ্রুর চুল উঠে ঘন হবে। তবে ৩০ মিনিটের বেশি সময় ক্যাস্টর অয়েল ত্বকে রাখবেন না।
অলিভ অয়েল: অলিভ অয়েলে আছে ভিটামিন এ ও ই, যা চুল বাড়তে সহায়তা করে। এক ফোঁটা অলিভ অয়েল আঙুলে নিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস: পেঁয়াজের রসে আছে সালফার, সেলেনিয়াম, মিনারেলস, ভিটামিন বি ও সি, যা চুলের জন্য খুব উপকারী। সালফার কোলাজেন টিস্যুর বৃদ্ধি ঘটায়।
ভ্রুতে পেঁয়াজের রস লাগালেও ভ্রু ঘন হয়।
ডিমের কুসুম: ডিমে প্রোটিন ও বায়োটিন রয়েছে। এই দুটি উপাদান ভ্রু ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। ভ্রু ঘন ও সুন্দর করতে সপ্তাহে দুই দিন ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। তবে এটি ২০ মিনিটের বেশি ত্বকে লাগিয়ে রাখবেন না।
পেট্রোলিয়াম জেলি: ত্বক সতেজ রাখে পেট্রোলিয়াম জেলি। ভ্রু ঘন করতেও এটি কাজ করে। রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন।
সূত্র: স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট
[…] যখনই প্রিয়ার দরজার ভ্রু
ডাক পাঠাবে
যে মরুতেই থাকি, চলে আসব
যদি দ্বার খোলা পাই […]
–ফয়েজ আহমদ ফয়েজ
ঘন কালো ভ্রু সৌন্দর্যের অপরিহার্য অংশ। তবে কারও কারও ভ্রু বেশ পাতলা হয়। যাঁদের ভ্রু পাতলা, তাঁরা কৃত্রিমভাবে তা ঘন করেন কিংবা ভ্রু এঁকে রাখেন। কেমন হয়, যদি আপনার ভ্রু প্রাকৃতিকভাবেই ঘন ও সুন্দর হয়? ঘরোয়া কিছু উপায় মেনে চললে সহজেই পাতলা ভ্রু ঘন করতে পারবেন।
যা করবেন
ক্যাস্টর অয়েল: এতে আছে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি-অক্সিডেন্ট, যা চুল বৃদ্ধিতে ভূমিকা রাখে। নিয়মিত ভ্রুতে ক্যাস্টর অয়েল লাগালে ভ্রুর চুল উঠে ঘন হবে। তবে ৩০ মিনিটের বেশি সময় ক্যাস্টর অয়েল ত্বকে রাখবেন না।
অলিভ অয়েল: অলিভ অয়েলে আছে ভিটামিন এ ও ই, যা চুল বাড়তে সহায়তা করে। এক ফোঁটা অলিভ অয়েল আঙুলে নিয়ে ভ্রুতে ম্যাসাজ করুন। ২০-২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস: পেঁয়াজের রসে আছে সালফার, সেলেনিয়াম, মিনারেলস, ভিটামিন বি ও সি, যা চুলের জন্য খুব উপকারী। সালফার কোলাজেন টিস্যুর বৃদ্ধি ঘটায়।
ভ্রুতে পেঁয়াজের রস লাগালেও ভ্রু ঘন হয়।
ডিমের কুসুম: ডিমে প্রোটিন ও বায়োটিন রয়েছে। এই দুটি উপাদান ভ্রু ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। ভ্রু ঘন ও সুন্দর করতে সপ্তাহে দুই দিন ডিমের কুসুম ব্যবহার করতে পারেন। তবে এটি ২০ মিনিটের বেশি ত্বকে লাগিয়ে রাখবেন না।
পেট্রোলিয়াম জেলি: ত্বক সতেজ রাখে পেট্রোলিয়াম জেলি। ভ্রু ঘন করতেও এটি কাজ করে। রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন।
সূত্র: স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট
স্বভাবে অলস, অথচ গাছপ্রেমী; এমন মানুষদের অফিসের ডেস্কে, ড্রয়িংরুমে কিংবা বেড সাইড টেবিলে যে উদ্ভিদ শোভা পায়, তার নাম লাকি ব্যাম্বু। সহজে মাটি অথবা পানিতে বেড়ে ওঠা এই উদ্ভিদ আমাদের দেশেও ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে গত ১০ বছরে।
২২ মিনিট আগেবাড়িতে লোকসংখ্যা যত, ব্যাগও কি তত? হিসাব করলে দেখা যাবে, ব্যাগের সংখ্যা বাসার মানুষের চেয়ে বেশি।
২ ঘণ্টা আগেআমার বয়স ৩৫ বছর। পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। ইদানীং চুল খুব বেশি পড়ে যাচ্ছে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে। কী করলে সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি?
২ ঘণ্টা আগেএ বছরের কার্যকর ও জনপ্রিয় পাঁচটি ফ্লাইট বুকিং সাইট সম্পর্কে জেনে নিন। প্রায় ১৫টি ওয়েবসাইট বিশ্লেষণ করে মূলত সাশ্রয়ী টিকিট পাওয়া, বুকিং সুবিধা, ভাড়ার পূর্বাভাস, ফিল্টার অপশন এবং গ্রাহক সুরক্ষা নীতির ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে