Ajker Patrika

রুরাল পাওয়ার কোম্পানির লিখিত পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) দুটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৬ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১৪৪ প্রার্থী অংশ নেবেন।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুটি পদ হলো—উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ও উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ এপ্রিল দুটি পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ১৪৪ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ভবনে অনুষ্ঠিত হবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ইস্যুকৃত ‘ইন্টারভিউ কার্ড’ এমসিকিউ/লিখিত/মৌখিক পরীক্ষার জন্য ব্যবহৃত হবে। ওই কার্ডে উল্লেখিত নির্দেশনাবলি অবশ্যই পালন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত