Ajker Patrika

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১: ৩৫
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি

শাকের রিয়াজ
শিক্ষা ক্যাডার (সুপারিশপ্রাপ্ত), 
৪১তম বিসিএস।
খুব শিগগির অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। বর্তমানে এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপদ্ধতি অনেক পরিবর্তন হয়েছে। গতানুগতিক জব সলিউশনভিত্তিক প্রস্তুতি নিয়ে এখন চাকরি পাওয়া অসম্ভব। বিষয়ভিত্তিক প্রস্তুতি ও গভীর অধ্যয়নই কেবল আপনাকে নিয়ে যেতে পারে আপনার স্বপ্নের দুয়ারে। শেষ সময়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিয়ে লিখেছেন কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শাকের রিয়াজ।

গণিত: পাটিগণিত থেকে ১০/১২ মার্কস, বীজগণিত থেকে ৫/৬ মার্কস এবং জ্যামিতি থেকে ৪/৫ মার্কস থাকতে পারে। বীজগণিতের মান নির্ণয়, ধারা, সুদ-আসল, শতকরা, লাভ-ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া লসাগু, গসাগু, উৎপাদক, ভগ্নাংশ, অনুপাত ও গড় দেখে যেতে পারেন। জ্যামিতির জন্য কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র পড়ুন। গণিতে খুব ভালো না করলে সাফল্য পাওয়া কঠিন হবে। অন্তত ১৭/১৮ মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে। নিয়মিত জব সলিউশনের গণিত প্র্যাকটিস করতে পারেন।

ইংরেজি: ইংরেজি গ্রামার থেকে ১৯/২০টি প্রশ্ন থাকে। আর ইংরেজি সাহিত্য থেকে কখনো কখনো ২/১টি প্রশ্ন হয়ে থাকে। গ্রামার অংশের জন্য Parts of Speech, Subject verb Agreement, Sentence correction, Right forms of verbs, Spelling, Voice change, Appropriate preposition এবং Synonym-Antonym গুরুত্বপূর্ণ। সাহিত্য অংশের জন্য Shakespeare, G. B. Shaw ও John Milton দেখতে পারেন। 

বাংলা: বাংলা ব্যাকরণ থেকে ১৭/১৮টি এবং বাংলা সাহিত্য থেকে ২/৩টি প্রশ্ন থাকতে পারে। ব্যাকরণের জন্য শুদ্ধ-অশুদ্ধ বানান, কারক-বিভক্তি, সন্ধি, সমাস, প্রকৃতি-প্রত্যয়, বাগধারা, সমার্থক শব্দ ও বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ। সাহিত্যের জন্য রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্‌দীন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ও জহির রায়হান পড়ুন। 

সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞানে ভালো করার জন্য প্রাচীন যুগ, মোগল আমল, ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠদের সম্পর্কে ভালো করে জানুন। আন্তর্জাতিক অংশে ভালো করার জন্য জাতিসংঘ ও অন্যান্য সংস্থা, ভৌগোলিক নাম গুরুত্বপূর্ণ। বিভিন্ন দিবস ও প্রাচীন সভ্যতা সম্পর্কে জানুন। বাংলাদেশ অংশ থেকে ১২/১৩ মার্কস এবং আন্তর্জাতিক অংশ থেকে ৩/৪ মার্কস এবং সাম্প্রতিক বিষয়াবলি থেকে ১/২ মার্কসের প্রশ্ন আসতে পারে। 

অন্যান্য: ভূগোল, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে ২/৩ মার্কস আসতে পারে। সে জন্য বিসিএসের এ-সংক্রান্ত বিগত প্রশ্নগুলো পড়লেই চলবে।

কিছু কথা: এই নিয়োগ পরীক্ষায় পূর্ববর্তী বিসিএস প্রিলি, প্রাথমিক বিগত প্রশ্ন থেকে হুবহু প্রশ্ন আসতে দেখা যায়। সে জন্য প্রাথমিকের বিগত সব প্রশ্ন এবং বিসিএস প্রিলির বিগত বছরের বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞানের সব প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করা উচিত। বর্তমানে চাকরির বাজারে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা প্রার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখানে একই সঙ্গে অনেক পদে নিয়োগ দেওয়া হয়। তাই গুরুত্বের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়া জরুরি। কোটাবিহীন প্রার্থীদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। যাঁদের কোটা আছে অর্থাৎ নারী ও পোষ্য—তাঁরা ১০/১৫ নম্বর কম পেলেও চাকরি পেতে পারেন।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত