Ajker Patrika

পর্যটন করপোরেশনের লিখিত পরীক্ষা ২৬ জুলাই

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন পদে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৩১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৬ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) খালিদ মেহেদী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পদগুলো হলো হিসাবরক্ষণ কর্মকর্তা (গ্রেড-৯), সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (গ্রেড-১১), সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা (গ্রেড-১১), হিসাবরক্ষক (গ্রেড-১৩)।

এর আগে, ১৯ জুলাই এসব পদে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০ জুলাই এসব পদের ফলাফল প্রকাশিত হয়। এতে মোট ১ হাজার ৩১৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষা ২৬ জুলাই সকাল ১০টায় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্র লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত