Ajker Patrika

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-১৭

গাজী মিজানুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক চূড়ান্ত মডেল টেস্ট-১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনকারী প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনাদের প্রস্তুতি এগিয়ে রাখতে নিয়মিত সহায়িকা পাতায় থাকছে ধারাবাহিক মডেল টেস্ট। আজ সাধারণ জ্ঞান বিষয়ের ওপর একটি চূড়ান্ত মডেল টেস্ট তুলে ধরা হলো:

১. সংসদীয় গণতন্ত্রের জন্ম কোথায়?

ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য

গ) চীন ঘ) ভারত

২. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?

ক) প্রধানমন্ত্রী খ) স্পিকার

গ) রাষ্ট্রপতি ঘ) অর্থমন্ত্রী

৩. ইউনিয়ন পরিষদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত?

ক) ৮ জন খ) ১০ জন

গ) ১১ জন ঘ) ১৩ জন

৪. বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কোনটি?

ক) ইউনিয়ন পরিষদ

খ) জেলা পরিষদ

গ) উপজেলা পরিষদ

ঘ) থানা

৫. জাতীয় সংসদের ‘কাস্টিং ভোট’ বলা হয়—

ক) স্পিকারের ভোটকে

খ) প্রধানমন্ত্রীর ভোটকে

গ) রাষ্ট্রপতির ভোটকে

ঘ) তথ্যমন্ত্রীর ভোটকে

৬. জাতীয় সংসদ ভবন কত তলাবিশিষ্ট?

ক) ৭ খ) ৮

গ) ৯ ঘ) ১০

৭. বাংলাদেশের জাতীয় সংসদের সাধারণ নির্বাচিত আসনসংখ্যা কতটি?

ক) ৩৫০টি খ) ৩০০টি

গ) ৫০টি ঘ) ২৫০টি

৮. বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নম্বর আসন কোনটি?

ক) পঞ্চগড় খ) সিলেট

গ) খাগড়াছড়ি ঘ) বান্দরবান

৯. সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ সদস্য হলে?

ক) ৩০ জন খ) ৬০ জন

গ) ৯০ জন ঘ) ৫০ জন

১০. বাংলাদেশ গণপরিষদের স্পিকার কে ছিলেন?

ক) মোহাম্মদ উল্লাহ

খ) ড. কামাল হোসেন

গ) শাহ আবদুল হামিদ

ঘ) সুরঞ্জিত সেনগুপ্ত

১১. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক) ৩টি খ) ২টি

গ) ৫টি ঘ) ৪টি

১২. সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত বছর বয়স পর্যন্ত?

ক) ২৫ খ) ৩৫

গ) ৪৫ ঘ) ৬৭

১৩. কার ওপর আদালতের কোনো এখতিয়ার নেই?

ক) রাষ্ট্রপতি খ) স্পিকার

গ) স্বরাষ্ট্রমন্ত্রী ঘ) প্রধানমন্ত্রী

১৪. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘জাতির পিতার প্রতিকৃতি’ সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে?

ক) ৬ ক খ) ৭

গ) ৪ ক ঘ) ৮

১৫. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে বা অধ্যায়ে মৌলিক অধিকারগুলোর উল্লেখ আছে?

ক) ২য় খ) ৩য়

গ) ৪র্থ ঘ) ৬ষ্ঠ

১৬. ‘সরকারি নিয়োগলাভে সুযোগের সমতা’র বিধান বর্ণিত আছে কোন অনুচ্ছেদে?

ক) ২৫ নম্বর খ) ২৭ নম্বর

গ) ২৮ নম্বর ঘ) ২৯ নম্বর

১৭. বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?

ক) রাষ্ট্রপতি খ) প্রধানমন্ত্রী

গ) জাতীয় সংসদ ঘ) স্পিকার

১৮. সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?

ক) ৭ দিন খ) ১০ দিন

গ) ১৫ দিন ঘ) ৩০ দিন

১৯. ২০১৮ সালে হাইকোর্ট কত নম্বর অনুচ্ছেদকে 'Safeguard for democracy ' তথা ‘গণতন্ত্রের রক্ষাকবচ’ বলে আখ্যায়িত করেছেন?

ক) ৭১ নম্বর খ) ৭০ নম্বর

গ) ৬৫ নম্বর ঘ) ৪৭ নম্বর

২০. বিশ্বের কোন দেশে প্রথম ‘ন্যায়পাল’ ধারণাটির উদ্ভব ঘটে?

ক) যুক্তরাষ্ট্র খ) চীন

গ) সুইডেন ঘ) ভারত

উত্তরপত্র-১৭: ১. খ ২. গ ৩. ঘ ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. ঘ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. গ ১৯. খ ২০. গ

শিক্ষা সর্ম্পকিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত