Ajker Patrika

নারায়ণগঞ্জের নৌবাহিনী ডিইডব্লিউ উচ্চবিদ্যালয় নেবে ৯ জন 

নারায়ণগঞ্জের নৌবাহিনী ডিইডব্লিউ উচ্চবিদ্যালয় নেবে ৯ জন 

নারায়ণগঞ্জের বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী পদে ৯ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো সহকারী শিক্ষক (গণিত একটি), সহকারী শিক্ষক (ইংরেজি দুটি), সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা একটি)। এ ছাড়া হিন্দু ধর্ম, কবিতা আবৃত্তি, হাতের লেখা, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতি বিষয়ে একজন করে মোট পাঁচজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের ২৫ জানুয়ারি বেলা ১১টায় বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর জন্য স্বহস্তে লেখা দরখাস্ত ও সত্যায়িত ২ কপি ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার বিষের প্রার্থীদের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ ফাজিল ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান অথবা ফাজিল/সমমান ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে প্রশিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়, তাঁদের সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহকারী শিক্ষক (গণিত, ইংরেজি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা) খণ্ডকালীন ভিত্তিতে (নির্দিষ্ট মেয়াদে) নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক পারফরম্যান্স দেখালে চাকরির মেয়াদ বাড়ানো হবে। 

প্রশিক্ষকেরা সপ্তাহে এক-দুই দিন প্রশিক্ষণ দেবেন। তাঁদের সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সূত্র: বিজ্ঞপ্তি 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত