Ajker Patrika

নারায়ণগঞ্জের নৌবাহিনী ডিইডব্লিউ উচ্চবিদ্যালয় নেবে ৯ জন 

অনলাইন ডেস্ক
Thumbnail image

নারায়ণগঞ্জের বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) উচ্চবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী পদে ৯ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদগুলো হলো সহকারী শিক্ষক (গণিত একটি), সহকারী শিক্ষক (ইংরেজি দুটি), সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা একটি)। এ ছাড়া হিন্দু ধর্ম, কবিতা আবৃত্তি, হাতের লেখা, নৃত্য ও চিত্রাঙ্কন প্রতি বিষয়ে একজন করে মোট পাঁচজন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের ২৫ জানুয়ারি বেলা ১১টায় বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর জন্য স্বহস্তে লেখা দরখাস্ত ও সত্যায়িত ২ কপি ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার বিষের প্রার্থীদের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ ফাজিল ডিগ্রি ও বিএড ডিগ্রি/সমমান অথবা ফাজিল/সমমান ডিগ্রি থাকতে হবে।

অন্যদিকে প্রশিক্ষকদের যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়, তাঁদের সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহকারী শিক্ষক (গণিত, ইংরেজি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা) খণ্ডকালীন ভিত্তিতে (নির্দিষ্ট মেয়াদে) নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক পারফরম্যান্স দেখালে চাকরির মেয়াদ বাড়ানো হবে। 

প্রশিক্ষকেরা সপ্তাহে এক-দুই দিন প্রশিক্ষণ দেবেন। তাঁদের সম্মানী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সূত্র: বিজ্ঞপ্তি 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত