Ajker Patrika

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অধীনে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অধীনে চাকরির সুযোগ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালনাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের দুটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান)। 
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা পদার্থবিজ্ঞানসহ স্নাতক ও বিএড ডিগ্রি/সমমান। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রি/সমমান। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। তবে শর্ত থাকে, নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তির তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে।

পদের নাম: সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা)। 
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণির কামিল ডিগ্রি/সমমান অথবা অন্যূন ২য় শ্রেণির ফাজিল ডিগ্রিসহ বিএড ডিগ্রি/সমমান অথবা আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। ফাজিল ডিগ্রি/সমমান। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়। তবে শর্ত থাকে, নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তির তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে।
বেতন: (ক) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। (খ) ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) এবং প্রচলিত অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।

আবেদনের শর্তাবলি: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র। ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি।
অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা শর্তাবলি অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে খামের ওপর আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
আবেদন ফি: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের অনুকূলে ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অফিস চলাকালীন ডাকযোগে/সরাসরি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রধান শিক্ষক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়, জয়দেবপুর, গাজীপুর-১৭০১ ঠিকানায় পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ের পরে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ তারিখ: ১ সেপ্টেম্বর, ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত