মুফতি আইয়ুব নাদীম
আল্লাহর দরবারে বান্দার আমল কবুল হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে ইখলাস বা নিষ্ঠা। আমল হবে কেবল আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে; মানুষের প্রশংসা বা পার্থিব সুবিধার চিন্তা এতে থাকবে না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাদের কেবল একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে।’ (সুরা বাইয়িনা: ৫) আমলে যখন ইখলাস থাকে, তখন সেই আমলে নানাবিধ উপকার লাভ হয়। নিচে চারটি উপকারের কথা তুলে ধরা হলো—
এক. অল্প আমলই যথেষ্ট: ইখলাসের সঙ্গে অল্প আমল অনেক ফায়দা দেয়। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইখলাসের সঙ্গে ইবাদত করো, অল্প আমলই (নাজাতের জন্য) যথেষ্ট হবে।’ (শুআবুল ইমান: ৬৪৪৩)
দুই. সওয়াব বেশি: ইখলাসপূর্ণ আমলে সওয়াব বেশি হয়। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আমার সাহাবিগণকে গালমন্দ কোরো না, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ (নিষ্ঠা ছাড়া) আল্লাহর রাস্তায় দান করে, তবু এক মুদ (৬০০ গ্রাম) বা অর্ধ মুদ সমপরিমাণ সওয়াব হবে না।’ (বুখারি: ৩৬৭৩)
তিন. আল্লাহর ভালোবাসা: মুখলিস বান্দাকে আল্লাহ নিজে সাহায্য করেন, তার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ করে থাকেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের রক্ষা করেন, যারা ইমান এনেছে। জেনে রেখো, আল্লাহ কোনো বিশ্বাসঘাতক-অকৃতজ্ঞকে পছন্দ করেন না।’ (সুরা হজ: ৩৮)
চার. গুনাহ থেকে রক্ষা: আল্লাহ তাআলা তাঁর মুখলেস বান্দাকে ইখলাসের কারণে যাবতীয় ফেতনা ও গুনাহ থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘স্ত্রীলোকটি তো স্পষ্টভাবেই ইউসুফের সঙ্গে (অসৎ কর্ম) কামনা করেছিল, আর ইউসুফের মনেও স্ত্রীলোকটির প্রতি ইচ্ছা জাগ্রত হয়েই যাচ্ছিল, যদি না সে নিজ প্রতিপালকের প্রমাণ দেখতে পেত। আমি তার থেকে অসৎ কর্ম ও অশ্লীলতাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এরূপ করেছিলাম। নিশ্চয়ই সে আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত।’ (সুরা ইউসুফ: ২৪
আল্লাহর দরবারে বান্দার আমল কবুল হওয়ার প্রধানতম শর্ত হচ্ছে ইখলাস বা নিষ্ঠা। আমল হবে কেবল আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে; মানুষের প্রশংসা বা পার্থিব সুবিধার চিন্তা এতে থাকবে না। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তাদের কেবল একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে।’ (সুরা বাইয়িনা: ৫) আমলে যখন ইখলাস থাকে, তখন সেই আমলে নানাবিধ উপকার লাভ হয়। নিচে চারটি উপকারের কথা তুলে ধরা হলো—
এক. অল্প আমলই যথেষ্ট: ইখলাসের সঙ্গে অল্প আমল অনেক ফায়দা দেয়। এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইখলাসের সঙ্গে ইবাদত করো, অল্প আমলই (নাজাতের জন্য) যথেষ্ট হবে।’ (শুআবুল ইমান: ৬৪৪৩)
দুই. সওয়াব বেশি: ইখলাসপূর্ণ আমলে সওয়াব বেশি হয়। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আমার সাহাবিগণকে গালমন্দ কোরো না, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ (নিষ্ঠা ছাড়া) আল্লাহর রাস্তায় দান করে, তবু এক মুদ (৬০০ গ্রাম) বা অর্ধ মুদ সমপরিমাণ সওয়াব হবে না।’ (বুখারি: ৩৬৭৩)
তিন. আল্লাহর ভালোবাসা: মুখলিস বান্দাকে আল্লাহ নিজে সাহায্য করেন, তার যাবতীয় সমস্যার সমাধান আল্লাহ করে থাকেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাদের রক্ষা করেন, যারা ইমান এনেছে। জেনে রেখো, আল্লাহ কোনো বিশ্বাসঘাতক-অকৃতজ্ঞকে পছন্দ করেন না।’ (সুরা হজ: ৩৮)
চার. গুনাহ থেকে রক্ষা: আল্লাহ তাআলা তাঁর মুখলেস বান্দাকে ইখলাসের কারণে যাবতীয় ফেতনা ও গুনাহ থেকে হেফাজত করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘স্ত্রীলোকটি তো স্পষ্টভাবেই ইউসুফের সঙ্গে (অসৎ কর্ম) কামনা করেছিল, আর ইউসুফের মনেও স্ত্রীলোকটির প্রতি ইচ্ছা জাগ্রত হয়েই যাচ্ছিল, যদি না সে নিজ প্রতিপালকের প্রমাণ দেখতে পেত। আমি তার থেকে অসৎ কর্ম ও অশ্লীলতাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এরূপ করেছিলাম। নিশ্চয়ই সে আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত।’ (সুরা ইউসুফ: ২৪
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
৪ ঘণ্টা আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
২ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
২ দিন আগে