ফয়জুল্লাহ রিয়াদ
প্রিয় নবীর প্রিয়তম সুন্নতের নাম মেসওয়াক। এটি এমন গুরুত্বপূর্ণ সুন্নত যে, স্বয়ং রাসুলুল্লাহ (সা.) তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন।
হজরত ওয়াসিলা ইবনে আসকা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাকে মেসওয়াকের আদেশ করা হয়েছে। আমার আশঙ্কা হতে লাগল, না জানি তা আমার ওপর ফরজ করে দেওয়া হয়।’ (মুসনাদে আহমাদ: ১৬০০৭)
মেসওয়াক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম।’ (সুনানে নাসায়ি: ০৫)
মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি। মেসওয়াকের মাধ্যমে সেই সন্তুষ্টি অর্জিত হয় বলে হাদিস থেকে প্রতীয়মান হয়।
অজুর পূর্বে মেসওয়াক করে সেই অজু দিয়ে নামাজ আদায় করা এবং মেসওয়াক বিহীন অজু দ্বারা নামাজ আদায় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মেসওয়াক করে এক নামাজ মেসওয়াক বিহীন সত্তর নামাজ থেকেও উত্তম।’ (মুসনাদে আহমদ: ২৬৩৪০)
মেসওয়াক ও আধুনিক বিজ্ঞান
গবেষণায় দেখা গেছে, মানুষ যা খায় তার ময়লা কুলি করার দ্বারা পরিপূর্ণ পরিষ্কার হয় না। সাধারণত মানুষের দাঁত নষ্ট হয় শয়নকালে। দিনের বেলায় মানুষ কখনো কথা বলে, কখনো পানাহার করে। তাই এ সময় মুখের গতিশীলতার কারণে রক্তরস বা রক্ত লসিকা তার কাজ করার সুযোগ পায় না।
রাতের বেলায় যখন মুখ বন্ধ হয়ে যায়, তখন সুযোগ আসে তার কাজ করার। এ কারণেই দাঁত রাতের বেলায় অধিক খারাপ হয়। ঘুমানোর পূর্বে তাই দাঁত পরিষ্কার করা উচিত। সাড়ে চৌদ্দশত বছর পূর্বেই ঘুমানোর পূর্বে মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করে নেওয়ার নির্দেশনা প্রদান করেছে ইসলাম। যার উপকারিতা এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত।
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
প্রিয় নবীর প্রিয়তম সুন্নতের নাম মেসওয়াক। এটি এমন গুরুত্বপূর্ণ সুন্নত যে, স্বয়ং রাসুলুল্লাহ (সা.) তা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করতেন।
হজরত ওয়াসিলা ইবনে আসকা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাকে মেসওয়াকের আদেশ করা হয়েছে। আমার আশঙ্কা হতে লাগল, না জানি তা আমার ওপর ফরজ করে দেওয়া হয়।’ (মুসনাদে আহমাদ: ১৬০০৭)
মেসওয়াক আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মেসওয়াক মুখের পবিত্রতা এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম।’ (সুনানে নাসায়ি: ০৫)
মুমিন জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি। মেসওয়াকের মাধ্যমে সেই সন্তুষ্টি অর্জিত হয় বলে হাদিস থেকে প্রতীয়মান হয়।
অজুর পূর্বে মেসওয়াক করে সেই অজু দিয়ে নামাজ আদায় করা এবং মেসওয়াক বিহীন অজু দ্বারা নামাজ আদায় করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মেসওয়াক করে এক নামাজ মেসওয়াক বিহীন সত্তর নামাজ থেকেও উত্তম।’ (মুসনাদে আহমদ: ২৬৩৪০)
মেসওয়াক ও আধুনিক বিজ্ঞান
গবেষণায় দেখা গেছে, মানুষ যা খায় তার ময়লা কুলি করার দ্বারা পরিপূর্ণ পরিষ্কার হয় না। সাধারণত মানুষের দাঁত নষ্ট হয় শয়নকালে। দিনের বেলায় মানুষ কখনো কথা বলে, কখনো পানাহার করে। তাই এ সময় মুখের গতিশীলতার কারণে রক্তরস বা রক্ত লসিকা তার কাজ করার সুযোগ পায় না।
রাতের বেলায় যখন মুখ বন্ধ হয়ে যায়, তখন সুযোগ আসে তার কাজ করার। এ কারণেই দাঁত রাতের বেলায় অধিক খারাপ হয়। ঘুমানোর পূর্বে তাই দাঁত পরিষ্কার করা উচিত। সাড়ে চৌদ্দশত বছর পূর্বেই ঘুমানোর পূর্বে মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার করে নেওয়ার নির্দেশনা প্রদান করেছে ইসলাম। যার উপকারিতা এখন বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত।
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৫ ঘণ্টা আগেইসলামি শরিয়তে সন্তানের সঠিক পরিচর্যা, নৈতিক উন্নয়ন, পারলৌকিক ও পার্থিব কল্যাণ, উত্তম গুণাবলি, আত্মশুদ্ধি ও আদর্শ নৈতিকতা গড়ে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ...
১১ ঘণ্টা আগেরাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
১৬ ঘণ্টা আগেদুটি জিনিসের কারণে মানুষ আল্লাহবিমুখ হয়। ভুলে যায় তার স্রষ্টাকে এবং তাঁর দেওয়া দৈনন্দিন পালনীয় আদেশ-নিষেধ। এক. ধনসম্পদের আধিক্য ও প্রাচুর্য। দুই. নিজ সন্তান। মূলত এ দুটি জিনিসই মানুষের জন্য পরীক্ষার বস্তু। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তো পরীক্ষার বস্তু।
১ দিন আগে