তানবিরুল হক আবিদ
আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি—তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিআত: ৫৬)
ইবাদতের মধ্যে অন্যতম হলো নামাজ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্রতা অর্জনের মাধ্যম অজু-গোসল। বিকল্প হিসেবে রয়েছে তায়াম্মুম।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সদকা কবুল হয় না।’ (জামে তিরমিজি: ০১)
অন্য হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ (জামে তিরমিজি: ০৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলে না, তেমনি পবিত্রতা ছাড়াও নামাজ শুদ্ধ হয় না।
বিশুদ্ধ ও পবিত্র পানির মধ্য অন্যতম হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিয়ে সব অবস্থায় অজু করা যায়। আল্লাহ তাআলা এই পানিকে পবিত্রতম ঘোষণা করে বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)
বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।
তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই।
তথ্যসূত্র: দুররুল মুখতার: ১ / ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১ / ২৬, মাজমাউল আনহুর: ১ / ৪৪, ফাতাওয়া মাহমুদিয়া-৭ / ৩৭)
আল্লাহ তাআলা মানবজাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি—তারা আমার ইবাদত করবে।’ (সুরা জারিআত: ৫৬)
ইবাদতের মধ্যে অন্যতম হলো নামাজ। নামাজ পবিত্রতা ছাড়া কবুল হয় না। পবিত্রতা অর্জনের মাধ্যম অজু-গোসল। বিকল্প হিসেবে রয়েছে তায়াম্মুম।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে সদকা কবুল হয় না।’ (জামে তিরমিজি: ০১)
অন্য হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু।’ (জামে তিরমিজি: ০৪)। অর্থাৎ চাবি ছাড়া যেমন তালা খোলে না, তেমনি পবিত্রতা ছাড়াও নামাজ শুদ্ধ হয় না।
বিশুদ্ধ ও পবিত্র পানির মধ্য অন্যতম হলো আকাশ থেকে বর্ষিত বৃষ্টির পানি। বৃষ্টির পানি দিয়ে সব অবস্থায় অজু করা যায়। আল্লাহ তাআলা এই পানিকে পবিত্রতম ঘোষণা করে বলেন, ‘তিনিই সেই সত্তা, যিনি তাঁর অনুগ্রহের পূর্বাভাসস্বরূপ বায়ু প্রেরণ করেন, এবং আমি আকাশ থেকে শুদ্ধকারী পানি বর্ষণ করি। এর মাধ্যমে আমি মৃতভূমিকে জীবিত করি এবং আমার সৃষ্টি করা বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। (সুরা ফুরকান: ৪৮-৪৯)
বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।
তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই।
তথ্যসূত্র: দুররুল মুখতার: ১ / ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০, আল ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ: ১ / ২৬, মাজমাউল আনহুর: ১ / ৪৪, ফাতাওয়া মাহমুদিয়া-৭ / ৩৭)
সর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
৬ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১২ ঘণ্টা আগেইসলামি শরিয়তে সন্তানের সঠিক পরিচর্যা, নৈতিক উন্নয়ন, পারলৌকিক ও পার্থিব কল্যাণ, উত্তম গুণাবলি, আত্মশুদ্ধি ও আদর্শ নৈতিকতা গড়ে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ...
১৮ ঘণ্টা আগেরাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
১ দিন আগে