Ajker Patrika

জুমার দিনে জান্নাতে মেলা বসবে

মুফতি আবু দারদা
জুমার দিনে জান্নাতে মেলা বসবে

পরকালে জুমার দিনে জান্নাতে আনন্দমেলা বসবে। নবী-রাসুল, শহীদ, সিদ্দিক ও নেককার বান্দারা এই দিনে জান্নাতের সবুজ উপত্যকায় একত্র হবেন। তাঁরা সেখানে সরাসরি দয়াময় আল্লাহর অনেক নিয়ামত লাভ করবেন। ফেরেশতারা এই দিনকে ‘ইয়াউমুল মাজিদ’ বা ‘অনন্য প্রাপ্তির দিন’ নামে আখ্যায়িত করবেন।সাহাবি আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন,রাসুলুল্লাহ (সা.) একবার জুমা প্রসঙ্গে জিবরাইল (আ.)কে জিজ্ঞেস করলেন, ‘ইয়াউমুল মাজিদ কী?’

উত্তরে তিনি বললেন, ‘জান্নাতে আল্লাহ সুঘ্রাণে ভরা এক বিশাল উপত্যকা বানিয়েছেন। এতে সাদা মেশকের একাধিক টিলা স্থাপন করেছেন। জুমার দিন আল্লাহ ওই উপত্যকায় নেমে আসবেন। সেখানে নবীদের জন্য সোনার আসন রাখা হবে, শহীদদের জন্য চেয়ার পাতা হবে এবং জান্নাতি হুরেরা নিজ নিজ ঘর থেকে বেরিয়ে আসবেন। এরপর সবাই মিলে আল্লাহর প্রশংসা করবেন।’

‘এরপর আল্লাহ ঘোষণা করবেন, (হে ফেরেশতারা,) আমার বান্দাদের পোশাক পরাও। তাদের বিশেষ পোশাক পরানো হবে। এরপর আল্লাহ আদেশ করবেন, আমার বান্দাদের খাবার পরিবেশন করো। তখন বিশেষ ভোজনের ব্যবস্থা করা হবে। এরপর আল্লাহ বলবেন, আমার বান্দাদের পানীয় দাও। তখন বিশেষ পানীয় পরিবেশন করা হবে। এরপর আল্লাহ আদেশ দেবেন, আমার বান্দাদের খুশবু মেখে দাও। তাদের সুরভি মেখে দেওয়া হবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, (আমার বান্দারা) আমার কাছে কী চাও? তারা বলবেন, হে আমাদের রব, আমরা কেবল আপনার সন্তুষ্টিই চাই। জবাবে আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট।’

তাবারানির বর্ণনায় আরও বলা হয়েছে, ‘এরপর আল্লাহ তাদের জন্য এমন সব নেয়ামতের দরজা খুলে দেবেন, যা কখনো কোনো চোখ দেখেনি এবং কোনো মন তা ভাবেনি।’

‘এরপর সবাইকে নিজ নিজ ঘরে চলে যেতে বলা হবে। সবাই নিজ নিজ ঘরে চলে যাবেন এবং হুরেরা সবুজ পান্না ও লাল ইয়াকুতের তৈরি ঘরে প্রবেশ করবেন।’

সূত্র: মুসনাদে আবু ইয়ালা: ৪২২৮; মুজামুল আওসাত: ২১০৫৪। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত