সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান শুরু হবে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর, তুমায়েরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সব মুসলমানকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন।
আদালত জানান, যারা খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখতে পাবে, তারা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারবে বা নিকটবর্তী কেন্দ্রের মাধ্যমে আদালতে যোগাযোগ করতে পারবে।
সাধারণত সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রমজানের সম্ভাব্য শুরুর তারিখের আগের দিনগুলোতে পর্যবেক্ষণ চালায়, তবে অন্য মুসলমানদেরও চাঁদ দেখার উৎসাহ দেওয়া হয়।
রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। এই মাসে ধৈর্য, দানশীলতা ও সমাজকল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
এ মাসেই ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন নবী মুহম্মাদ (সা.)-এর নিকট অবতীর্ণ হয়। মুসলমানরা রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাঁদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করেন, পাপ থেকে বিরত থাকেন, বেশি বেশি প্রার্থনা ও দান-খয়রাত করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদতে মগ্ন থাকেন।
এদিকে বাংলাদেশে চাঁদ দেখাসংক্রান্ত জাতীয় কমিটি আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় সভায় করবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের যোগদান করার কথা রয়েছে।
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, ইসলামিক হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান শুরু হবে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সুদাইর, তুমায়েরসহ বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছে। এর আগে দেশটির সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সব মুসলমানকে শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন।
আদালত জানান, যারা খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখতে পাবে, তারা নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারবে বা নিকটবর্তী কেন্দ্রের মাধ্যমে আদালতে যোগাযোগ করতে পারবে।
সাধারণত সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রমজানের সম্ভাব্য শুরুর তারিখের আগের দিনগুলোতে পর্যবেক্ষণ চালায়, তবে অন্য মুসলমানদেরও চাঁদ দেখার উৎসাহ দেওয়া হয়।
রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। এই মাসে ধৈর্য, দানশীলতা ও সমাজকল্যাণের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
এ মাসেই ইসলামের পবিত্র গ্রন্থ আল কোরআন নবী মুহম্মাদ (সা.)-এর নিকট অবতীর্ণ হয়। মুসলমানরা রমজানে আত্মশুদ্ধির মাধ্যমে তাঁদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করেন, পাপ থেকে বিরত থাকেন, বেশি বেশি প্রার্থনা ও দান-খয়রাত করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ইবাদতে মগ্ন থাকেন।
এদিকে বাংলাদেশে চাঁদ দেখাসংক্রান্ত জাতীয় কমিটি আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টায় সভায় করবে। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের যোগদান করার কথা রয়েছে।
মানুষ সামাজিক জীব। মানুষের বেঁচে থাকার জন্য সমাজ প্রয়োজন। আর একটি সুস্থ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন সুশাসন, নৈতিকতা, আইন ও পারস্পরিক সহানুভূতি। কিন্তু যখন সমাজে শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা, শান্তির পরিবর্তে হানাহানি এবং ন্যায়ের পরিবর্তে জুলুমের সয়লাব হয়...
১০ ঘণ্টা আগেমহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় এ কথা বলেও দিয়েছেন। সুরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে এসেছে, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ আর মানুষের মাধ্যমে ইবাদত তখনই বাস্তবায়ন হওয়া সম্ভব, যখন মানুষ থাকবে জীবন্ত।
১০ ঘণ্টা আগেইতিহাস কেবল কাগজ-কলমে লেখা থাকে না, অনেক সময় তা দাঁড়িয়ে থাকে পাথর আর কাঠের অবিনাশী কীর্তিতে। তেমনই এক নিদর্শন কাঠ-পাথরের এক বিস্ময়কর মসজিদ। নিখাদ হস্তশিল্পে নির্মিত এই মসজিদটি ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকলার জীবন্ত সাক্ষী।
১০ ঘণ্টা আগেআমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়েসন্তান হলে আয়েশা আর ছেলেসন্তান হলে নাম রাখব মুহাম্মদ। বিষয়টি আমার এক বান্ধবীর সঙ্গে বলার পর সে বলল, ‘নবী (সা.)-এর নামে সন্তানের নাম রাখলে এতে নবীজিকে অসম্মান করা হয়।
১০ ঘণ্টা আগে