নাঈমুল হাসান তানযীম
সুসান্নিধ্য এবং সৎ সাহচর্যের প্রভাব অনেক। এর মাধ্যমে সহজেই মানুষের ভেতর পরিবর্তন আসে। সুসান্নিধ্য গ্রহণ তাই অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো’ (সুরা তাওবা: ১১৯)
বিশিষ্ট তাফসিরকারক আল্লামা সুয়ুতি (রহ.) বলেন, ‘যারা ইমান ও আল্লাহর রাসুলের সঙ্গে কৃত আনুগত্যের অঙ্গীকারে সত্যবাদী তারা সত্যবাদী, অর্থাৎ যাদের সংস্রব গ্রহণের কথা বলা হয়েছে।’ (তাফসিরে জালালাইন)
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যাঁরা সকাল-সন্ধ্যায় নিজেদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি হাসিলের জন্য।’ (সুরা কাহাফ: ২৮)
সৎ ও অসতের উপমা দিতে গিয়ে নবীজি (সা.) বলেন, ‘সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উপমা হলো—আতর বিক্রেতা ও কামারের হাঁপরের মতো। হয়তো আতর কিনবে অথবা আতরের সুঘ্রাণ পাবে। আর অপর দিকে কামারের হাঁপর তোমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেবে, তোমার কাপড় পুড়িয়ে দেবে। অথবা অন্তত এক প্রকার গন্ধ পাবে।’ (সহিহ্ বুখারি: ২১০১)
জীবন সঠিকভাবে চালানোর জন্য সৎ সঙ্গ খুবই দরকার। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য অপর ভাইকে মহব্বত করবে, আল্লাহর জন্যই ঘৃণা করবে—এসব থেকে আল্লাহর জন্যই বিরত থাকবে, তাহলে সে ব্যক্তি তার ইমান পূর্ণ করে ফেলল।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮১)
সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা এবং তাঁদের ভালোবাসার সুপরিণতি হলো পরকালেও তাঁদের সঙ্গে থাকার সৌভাগ্য হবে। হাদিসে এসেছে, এক সাহাবি নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করে, ‘হে আল্লাহর রাসুল, আপনি সেই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে একটি গোষ্ঠীকে ভালোবাসে অথচ তাদের সমান নেক আমল করতে পারেনি!’ রাসুল (সা.) বলেন, ‘যে যাকে ভালোবাসে তার হাশর হবে তারই সঙ্গে।’ (সহিহ্ বুখারি: ৫৮১৮)
সুসান্নিধ্য এবং সৎ সাহচর্যের প্রভাব অনেক। এর মাধ্যমে সহজেই মানুষের ভেতর পরিবর্তন আসে। সুসান্নিধ্য গ্রহণ তাই অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর গুরুত্ব বোঝাতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো’ (সুরা তাওবা: ১১৯)
বিশিষ্ট তাফসিরকারক আল্লামা সুয়ুতি (রহ.) বলেন, ‘যারা ইমান ও আল্লাহর রাসুলের সঙ্গে কৃত আনুগত্যের অঙ্গীকারে সত্যবাদী তারা সত্যবাদী, অর্থাৎ যাদের সংস্রব গ্রহণের কথা বলা হয়েছে।’ (তাফসিরে জালালাইন)
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যাঁরা সকাল-সন্ধ্যায় নিজেদের রবকে ডাকে তাঁর সন্তুষ্টি হাসিলের জন্য।’ (সুরা কাহাফ: ২৮)
সৎ ও অসতের উপমা দিতে গিয়ে নবীজি (সা.) বলেন, ‘সৎ বন্ধু আর অসৎ বন্ধুর উপমা হলো—আতর বিক্রেতা ও কামারের হাঁপরের মতো। হয়তো আতর কিনবে অথবা আতরের সুঘ্রাণ পাবে। আর অপর দিকে কামারের হাঁপর তোমার বাড়ি-ঘর জ্বালিয়ে দেবে, তোমার কাপড় পুড়িয়ে দেবে। অথবা অন্তত এক প্রকার গন্ধ পাবে।’ (সহিহ্ বুখারি: ২১০১)
জীবন সঠিকভাবে চালানোর জন্য সৎ সঙ্গ খুবই দরকার। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য অপর ভাইকে মহব্বত করবে, আল্লাহর জন্যই ঘৃণা করবে—এসব থেকে আল্লাহর জন্যই বিরত থাকবে, তাহলে সে ব্যক্তি তার ইমান পূর্ণ করে ফেলল।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮১)
সৎ ব্যক্তিদের সঙ্গে থাকা এবং তাঁদের ভালোবাসার সুপরিণতি হলো পরকালেও তাঁদের সঙ্গে থাকার সৌভাগ্য হবে। হাদিসে এসেছে, এক সাহাবি নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করে, ‘হে আল্লাহর রাসুল, আপনি সেই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে একটি গোষ্ঠীকে ভালোবাসে অথচ তাদের সমান নেক আমল করতে পারেনি!’ রাসুল (সা.) বলেন, ‘যে যাকে ভালোবাসে তার হাশর হবে তারই সঙ্গে।’ (সহিহ্ বুখারি: ৫৮১৮)
মানুষ সামাজিক জীব। মানুষের বেঁচে থাকার জন্য সমাজ প্রয়োজন। আর একটি সুস্থ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন সুশাসন, নৈতিকতা, আইন ও পারস্পরিক সহানুভূতি। কিন্তু যখন সমাজে শৃঙ্খলার পরিবর্তে বিশৃঙ্খলা, শান্তির পরিবর্তে হানাহানি এবং ন্যায়ের পরিবর্তে জুলুমের সয়লাব হয়...
৪ মিনিট আগেমহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় এ কথা বলেও দিয়েছেন। সুরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে এসেছে, ‘আমি জিন ও মানুষ কেবল এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ আর মানুষের মাধ্যমে ইবাদত তখনই বাস্তবায়ন হওয়া সম্ভব, যখন মানুষ থাকবে জীবন্ত।
৯ মিনিট আগেইতিহাস কেবল কাগজ-কলমে লেখা থাকে না, অনেক সময় তা দাঁড়িয়ে থাকে পাথর আর কাঠের অবিনাশী কীর্তিতে। তেমনই এক নিদর্শন কাঠ-পাথরের এক বিস্ময়কর মসজিদ। নিখাদ হস্তশিল্পে নির্মিত এই মসজিদটি ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যকলার জীবন্ত সাক্ষী।
১৪ মিনিট আগেআমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মেয়েসন্তান হলে আয়েশা আর ছেলেসন্তান হলে নাম রাখব মুহাম্মদ। বিষয়টি আমার এক বান্ধবীর সঙ্গে বলার পর সে বলল, ‘নবী (সা.)-এর নামে সন্তানের নাম রাখলে এতে নবীজিকে অসম্মান করা হয়।
১৮ মিনিট আগে