ইসলাম ডেস্ক
সুরা আসর পবিত্র কোরআনের ১০৩ নম্বর সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ৩। পরিধি ছোট হলেও অর্থের দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ সুরা। আসর শব্দের অর্থ সময়, কাল, যুগ, রাতদিনের পরিক্রমা ইত্যাদি। অনেকের মতে, আসরের নামাজের সময় তথা পড়ন্ত বিকেল। জাহিলি যুগের কয়েকজন কাফির মহানবী (সা.)-কে ক্ষতিগ্রস্ত আখ্যা দিলে তাদের জবাবে আল্লাহ তাআলা এ সুরা নাজিল করেন।
আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, তবে তারা নয়, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর: ১-৩) এই সুরায় সময়ের শপথ করে আল্লাহ তাআলা চারটি গুণ না থাকলে পৃথিবীর সব মানুষকেই ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা দিয়েছেন। সেই চারটি গুণ হলো ইমান, সৎকাজ, ন্যায় ও ধৈর্য। এখানে তা সংক্ষেপে আলোচনা করা হলো।
এক. ইমান: ইসলামের পরিভাষায় ইমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কাজ-কর্মে তা বাস্তবায়ন থাকা। এই সুরায় ইমান আনার অর্থ হলো মহান আল্লাহ, সর্বশেষ নবী মুহাম্মদ (সা.), আগের অন্য সব নবী-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকালসহ ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করা।
দুই. সৎকাজ: পৃথিবীর সব ধরনের ভালো কাজ এতে অন্তর্ভুক্ত। ইমানের বিষয়টি ঠিক রেখে যত কল্যাণকর কাজ রয়েছে, সবই বড় সওয়াবের কাজ ও সাফল্যের চাবিকাঠি।
তিন. পরস্পরে হকের উপদেশ: হক শব্দের অর্থ ইমান, একত্ববাদ, আল্লাহ, শরিয়তের বিধিনিষেধ ইত্যাদি বর্ণনা করেছেন আলেমেরা। মোটকথা, সঠিক, সত্য ও ইনসাফের পথে একে অন্যকে উপদেশ দিতে হবে।
চার. পরস্পরে ধৈর্যের উপদেশ: ইসলামের বিধিবিধান পালন, সুষ্ঠু-সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব কোনো অংশেই কম নয়, তাই মুমিন পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে।
সুরা আসর পবিত্র কোরআনের ১০৩ নম্বর সুরা। মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা ৩। পরিধি ছোট হলেও অর্থের দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ সুরা। আসর শব্দের অর্থ সময়, কাল, যুগ, রাতদিনের পরিক্রমা ইত্যাদি। অনেকের মতে, আসরের নামাজের সময় তথা পড়ন্ত বিকেল। জাহিলি যুগের কয়েকজন কাফির মহানবী (সা.)-কে ক্ষতিগ্রস্ত আখ্যা দিলে তাদের জবাবে আল্লাহ তাআলা এ সুরা নাজিল করেন।
আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, তবে তারা নয়, যারা ইমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর: ১-৩) এই সুরায় সময়ের শপথ করে আল্লাহ তাআলা চারটি গুণ না থাকলে পৃথিবীর সব মানুষকেই ক্ষতিগ্রস্ত বলে ঘোষণা দিয়েছেন। সেই চারটি গুণ হলো ইমান, সৎকাজ, ন্যায় ও ধৈর্য। এখানে তা সংক্ষেপে আলোচনা করা হলো।
এক. ইমান: ইসলামের পরিভাষায় ইমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও কাজ-কর্মে তা বাস্তবায়ন থাকা। এই সুরায় ইমান আনার অর্থ হলো মহান আল্লাহ, সর্বশেষ নবী মুহাম্মদ (সা.), আগের অন্য সব নবী-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকালসহ ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করা।
দুই. সৎকাজ: পৃথিবীর সব ধরনের ভালো কাজ এতে অন্তর্ভুক্ত। ইমানের বিষয়টি ঠিক রেখে যত কল্যাণকর কাজ রয়েছে, সবই বড় সওয়াবের কাজ ও সাফল্যের চাবিকাঠি।
তিন. পরস্পরে হকের উপদেশ: হক শব্দের অর্থ ইমান, একত্ববাদ, আল্লাহ, শরিয়তের বিধিনিষেধ ইত্যাদি বর্ণনা করেছেন আলেমেরা। মোটকথা, সঠিক, সত্য ও ইনসাফের পথে একে অন্যকে উপদেশ দিতে হবে।
চার. পরস্পরে ধৈর্যের উপদেশ: ইসলামের বিধিবিধান পালন, সুষ্ঠু-সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে ধৈর্যের গুরুত্ব কোনো অংশেই কম নয়, তাই মুমিন পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে।
তওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
৪ ঘণ্টা আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
১ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
২ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
২ দিন আগে