কাউসার লাবীব
মানুষের সফলতা শুধু পার্থিব জীবনে নয়, বরং পরকালীন মুক্তিতেই নিহিত। আমরা অনেকেই ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজের পরকাল নিশ্চিত ভাবি। নামাজ, রোজা, জাকাত—এসব আমাদের নেক আমলের প্রতীক।
কিন্তু প্রিয় নবী (সা.) এমন এক হাদিসে আমাদের সতর্ক করেছেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন, একজন মানুষ যতই ইবাদতগুজার হোক, যদি তার ব্যবহার খারাপ হয়—তবে তার সেই আমল হয়তো তাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এ যেন আত্মসমীক্ষার এক দর্পণ, যেখানে প্রতিফলিত হয় আমাদের আসল চরিত্র।
নবী করিম (সা.) একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন—‘তোমরা জানো দেউলিয়া কে?’
সাহাবিরা বললেন, ‘দেউলিয়া তো সেই, যার কাছে টাকা-পয়সা নেই, সম্পদ নেই।’
তখন নবীজি বললেন, ‘আমার উম্মতের মধ্যে দেউলিয়া (মুফলিস) সেই ব্যক্তি, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও ওপরে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে। কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তার সওয়াব দিয়ে দেওয়া হবে। যখন তার সব সওয়াব শেষ হয়ে যাবে, তখন তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ্ মুসলিম)
এই হাদিসটি আমাদের সামনে তুলে ধরে এমন এক ভয়ংকর চিত্র, যা শুধু অন্যায় বা জুলুমের বহিঃপ্রকাশ নয়, বরং একেকটি ইবাদতপ্রিয় মানুষের আত্মধ্বংসের চিত্র। আমরা হয়তো নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমলে আগ্রহী, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া, অপবাদ দেওয়া, গিবত করা, কারও অধিকার হরণ করা—এসবকে তেমন গুরুত্ব দিই না। অথচ কিয়ামতের দিন এই অধিকার লঙ্ঘনের দায়ই আমাদের নেক আমলগুলোকে নিঃশেষ করে দিতে পারে।
এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) যে বার্তাটি দিয়েছেন, তা মূলত একজন মুসলিমের পূর্ণাঙ্গ চরিত্রের দাবি তুলে ধরে। ইসলাম কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং তা একটি নৈতিক জীবনব্যবস্থা। যার ভেতরে আছে অন্যের অধিকার রক্ষা, সদাচরণ, ভদ্রতা, ক্ষমাশীলতা এবং মানবিকতা।
এই হাদিস আমাদের একটি মৌলিক শিক্ষা দেয়—শুধু নামাজ-রোজা করলেই সফলতা আসবে না, বরং তার সঙ্গে সঙ্গে মানুষ হিসেবে আমাদের আচরণ, মানবিক মূল্যবোধ, অন্যের অধিকার আদায়ের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। ইসলামের প্রকৃত চেতনা হলো—ইবাদতের পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া, কারও সম্মানহানির কারণ না হওয়া।
আমরা যেন এমন দেউলিয়া না হয়ে যাই, যার খাতা নামাজ-রোজায় পূর্ণ, কিন্তু যার হৃদয় শূন্য দয়া, সহমর্মিতা ও ন্যায়বোধ থেকে। আসুন, আমরা আমাদের আমলনামা শুধু নামাজ দিয়ে নয়, সুন্দর চরিত্র, সদ্ব্যবহার এবং মানবিকতা দিয়েও পূর্ণ করি।
মানুষের সফলতা শুধু পার্থিব জীবনে নয়, বরং পরকালীন মুক্তিতেই নিহিত। আমরা অনেকেই ইবাদত-বন্দেগির মাধ্যমে নিজের পরকাল নিশ্চিত ভাবি। নামাজ, রোজা, জাকাত—এসব আমাদের নেক আমলের প্রতীক।
কিন্তু প্রিয় নবী (সা.) এমন এক হাদিসে আমাদের সতর্ক করেছেন, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন, একজন মানুষ যতই ইবাদতগুজার হোক, যদি তার ব্যবহার খারাপ হয়—তবে তার সেই আমল হয়তো তাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। এ যেন আত্মসমীক্ষার এক দর্পণ, যেখানে প্রতিফলিত হয় আমাদের আসল চরিত্র।
নবী করিম (সা.) একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন—‘তোমরা জানো দেউলিয়া কে?’
সাহাবিরা বললেন, ‘দেউলিয়া তো সেই, যার কাছে টাকা-পয়সা নেই, সম্পদ নেই।’
তখন নবীজি বললেন, ‘আমার উম্মতের মধ্যে দেউলিয়া (মুফলিস) সেই ব্যক্তি, যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, জাকাত দিয়েছে। কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারও ওপরে অপবাদ দিয়েছে, কারও সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে আঘাত করেছে। কিয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তার সওয়াব দিয়ে দেওয়া হবে। যখন তার সব সওয়াব শেষ হয়ে যাবে, তখন তাদের গুনাহ তার ওপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (সহিহ্ মুসলিম)
এই হাদিসটি আমাদের সামনে তুলে ধরে এমন এক ভয়ংকর চিত্র, যা শুধু অন্যায় বা জুলুমের বহিঃপ্রকাশ নয়, বরং একেকটি ইবাদতপ্রিয় মানুষের আত্মধ্বংসের চিত্র। আমরা হয়তো নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি আমলে আগ্রহী, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া, অপবাদ দেওয়া, গিবত করা, কারও অধিকার হরণ করা—এসবকে তেমন গুরুত্ব দিই না। অথচ কিয়ামতের দিন এই অধিকার লঙ্ঘনের দায়ই আমাদের নেক আমলগুলোকে নিঃশেষ করে দিতে পারে।
এই হাদিসে রাসুলুল্লাহ (সা.) যে বার্তাটি দিয়েছেন, তা মূলত একজন মুসলিমের পূর্ণাঙ্গ চরিত্রের দাবি তুলে ধরে। ইসলাম কেবল আনুষ্ঠানিক ইবাদত নয়; বরং তা একটি নৈতিক জীবনব্যবস্থা। যার ভেতরে আছে অন্যের অধিকার রক্ষা, সদাচরণ, ভদ্রতা, ক্ষমাশীলতা এবং মানবিকতা।
এই হাদিস আমাদের একটি মৌলিক শিক্ষা দেয়—শুধু নামাজ-রোজা করলেই সফলতা আসবে না, বরং তার সঙ্গে সঙ্গে মানুষ হিসেবে আমাদের আচরণ, মানবিক মূল্যবোধ, অন্যের অধিকার আদায়ের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। ইসলামের প্রকৃত চেতনা হলো—ইবাদতের পাশাপাশি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া, কারও সম্মানহানির কারণ না হওয়া।
আমরা যেন এমন দেউলিয়া না হয়ে যাই, যার খাতা নামাজ-রোজায় পূর্ণ, কিন্তু যার হৃদয় শূন্য দয়া, সহমর্মিতা ও ন্যায়বোধ থেকে। আসুন, আমরা আমাদের আমলনামা শুধু নামাজ দিয়ে নয়, সুন্দর চরিত্র, সদ্ব্যবহার এবং মানবিকতা দিয়েও পূর্ণ করি।
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
১৯ ঘণ্টা আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
১ দিন আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
১ দিন আগেআমাদের অফিসের টপ ফ্লোরে নামাজের জন্য নির্ধারিত জায়গা আছে। সেখানে নির্ধারিত আলেম ইমামের মাধ্যমে জামাতের সঙ্গে ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়। কিন্তু আমরা জুমার নামাজ আদায় করি পাশের একটি বড় মসজিদে। অফিসের নামাজ আদায়ের স্থানটি ওয়াক্ফ করা নয়। এ অবস্থায় আমরা কি ইচ্ছে করলে সেখানে জুমার নামাজের আয়োজন...
১ দিন আগে