আলী ওসমান শেফায়েত, শিক্ষক ও গবেষক
প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)
আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।
এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।
আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।
চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।
প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)
আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।
এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।
আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।
চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।
মানবতার এক মহান কাজ ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দেওয়া । ইসলামে একে অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে । এক ব্যক্তি রাসুলুল্লাহ ( সা . ) - কে প্রশ্ন করলেন , ‘ ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ ? ” তিনি বললেন , ‘ ইসলামে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাবার খাওয়ানো । ' ( সহিহ্ বুখারি : ১২ ,
৮ ঘণ্টা আগেরমজান মাস এবং ফরজ রোজা শেষ হলেও বছরজুড়ে বিভিন্ন রোজা রয়েছে। মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য সেসব রোজার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
২১ ঘণ্টা আগেমানবজীবনে আত্মীয়তার বন্ধন অমূল্য এক সম্পর্ক। জীবনের প্রতিকূলতায় আত্মীয়রা প্রেরণা এবং শক্তির উৎস হয়ে থাকে। এই সম্পর্ক আমাদের মাঝে ভালোবাসা, সহানুভূতি এবং আস্থা তৈরি করতে সহায়তা করে। তাই আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার বিকল্প নেই।
১ দিন আগেমহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ—এসবই হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি...
১ দিন আগে