আলী ওসমান শেফায়েত, শিক্ষক ও গবেষক
প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)
আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।
এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।
আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।
চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।
প্রতিটি জিনিস বানানোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। যেমন চেয়ার বসার জন্য বানানো হয়। টেবিল কোনো কিছু রাখার জন্য বানানো হয়। প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী? চলুন জেনে নিই মহান আল্লাহর ভাষ্যে, পবিত্র কোরআনের আয়াত থেকে। এরশাদ হয়েছে, ‘কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য আমি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি। আর আমি মহা পরাক্রমশালী ও ক্ষমাশীল।’ (সুরা আল-মুলক: ২)
আমরা জানলাম, মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরীক্ষা করা। দুনিয়ার রীতি অনুসারে প্রতিটি পরীক্ষার সিলেবাস থাকে। এই আয়াতের মধ্যে সিলেবাসের কথাও বলা আছে। সিলেবাস হলো মানুষকে যে ছোট্ট জীবন দেওয়া হয়েছে, এই জীবনে তার ভালো কাজকর্ম।
এই ভালো কাজের মধ্যে তার ইবাদত, তার কথাবার্তা, তার চলাফেরা, মানুষের সঙ্গে তার ব্যবহার, আল্লাহর অন্যান্য সৃষ্টির সঙ্গে তার ব্যবহার, তার কাজকর্ম, এককথায় দুনিয়ায় তার নিজের কাজকর্মের হিসাব। আর এই হিসাব নিয়েই কিন্তু তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তাকে তার নিজের কাজকর্মের জবাবদিহি করতে হবে।
আমরা মানুষ জাতি এখানেই ভুল করি। আমরা নিজের সিলেবাস রেখে অন্যের সিলেবাস নিয়ে টানাটানি শুরু করে দিই। কে কী করছে, কে কী বলেছে, কে কীভাবে চলাফেরা করছে, কার ব্যবহার কেমন, কার মধ্যে কোন দোষ আছে—এসব কিন্তু অন্যের পরীক্ষার সিলেবাসের বিষয়। আমার সিলেবাসের মধ্যে কিন্তু শুধুই আমার নিজের কাজকর্ম। আর অন্যের সিলেবাস নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা যে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তা আমরা বুঝতেও পারি না।
চলুন, আমরা যখনই অন্যের কোনো বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তখন আগে ভেবে দেখি, বিষয়টি আমার সিলেবাসের মধ্যে আছে কি না; এর জন্য পরকালে আমাকে জবাব দিতে হবে কি না।
একটি সাধারণ দৃশ্য আমরা প্রায়শই দেখি—আজান দেওয়ার সময় মুয়াজ্জিন কানে আঙুল প্রবেশ করিয়ে উচ্চ আওয়াজে আজান দিচ্ছেন। অনেকেই এটি আবশ্যক মনে করেন, আবার কেউ কেউ এটিকে ঐচ্ছিক বা বর্জনযোগ্য বলে থাকেন। এই লেখায় আমরা কানে আঙুল দেওয়ার এ পদ্ধতির শরয়ি ভিত্তি, হাদিস, ওলামায়ে কেরামের ব্যাখ্যা এবং সমকালীন...
৭ ঘণ্টা আগেইতিহাস কখনো নিছক কাহিনি নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অনুভূতির প্রতীক। মদিনার অদূরে অবস্থিত এক নিঃশব্দ পাহাড় তেমনই এক ইতিহাসের সাক্ষী। এটি শুধু মাটি-পাথরের সমষ্টি নয়; বরং এই পাহাড় ইসলামের প্রথম যুগের বীরত্ব, আত্মত্যাগ, কষ্ট ও ভালোবাসার জীবন্ত স্মারক। রাসুলুল্লাহ (সা.) যাকে বলেছিলেন, ‘উহুদ...
৯ ঘণ্টা আগেজীবনে প্রিয়জন হারানো এক অপূরণীয় বেদনা। এই কঠিন মুহূর্তে মানুষ কীভাবে আচরণ করবে, কেমনভাবে শোক প্রকাশ করবে—সেই বিষয়ে ইসলাম দিয়েছে পরিপূর্ণ দিকনির্দেশনা। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো—শোক প্রকাশে ভারসাম্য রাখা, কষ্টকে অস্বীকার না করা, আবার সীমালঙ্ঘনও না করা।
১৪ ঘণ্টা আগেন্যায়পরায়ণতার গুরুত্ব অপরিসীম। শাসকের মৌলিক দায়িত্ব কর্তব্য হলো ন্যায়পরায়ণতার সঙ্গে জনগণের অধিকার আদায় এবং তাদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা। মহান রব পবিত্র কোরআনে ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন।
১ দিন আগে