মুফতি আইয়ুব নাদীম
সময়ের ঘূর্ণন আর প্রকৃতির পরিবর্তনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ইত্যাদির মধ্য দিয়ে কেটে যায় মানুষের জীবন। মানবজীবনে এমন তিনটি দিন আছে, যা নানা কারণে গুরুত্বের দাবি রাখে। নিম্নে ব্যতিক্রমী সেই তিনটি দিন নিয়ে আলোচনা তুলে ধরা হলো—
এক. দুনিয়ায় আগমনের দিন: মানব শিশুর দুনিয়াতে আগমনের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনে তার ডান কানে আজান এবং বাঁ কানে একামত দেওয়া সুন্নত। যাতে প্রথম দিনেই তার কানে আল্লাহর নাম পৌঁছে যায়। যখন ফাতেমা (রা.)-এর ঘরে হাসানের জন্ম হলো, তখন রাসুলুল্লাহ (সা.) নামাজের নেয় ডান কানে আজান ও বাঁ কানে একামত দিয়েছিলেন। (জামে তিরমিজি: ১/২৭৮)
আর কোনো বুজুর্গ ব্যক্তি পেয়ে গেলে, তার মাধ্যমে খেজুর চিবিয়ে নবজাতকের মুখে দেওয়া এবং তার জন্য দোয়ার ব্যবস্থা করা উত্তম। হজরত আয়েশা (রা.) তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর কাছে মানুষেরা তাঁদের সন্তানকে নিয়ে আসতেন, তখন তিনি তাঁদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাহনিক তথা খেজুর চিবিয়ে বাচ্চার মুখে লালা লাগিয়ে দিতেন।’ (মিশকাতুল মাসাবিহ্: ২/৩৬২)
দুই. মৃত্যুর দিন: মৃত্যুর সময় যদি ইমান সঙ্গে নিয়ে যাওয়া যায়, দুনিয়ার সব দুঃখ-কষ্ট তখন তুচ্ছ। এ জন্য কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে যারা উপস্থিত থাকবেন, তাঁদের কর্তব্য কালেমায়ে তায়্যিবার তালকিন করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের—লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো।’ (সহিহ্ মুসলিম: ৯১৬)। তালকিনের অর্থ হচ্ছে, মুমূর্ষু ব্যক্তির পাশে একটু আওয়াজ করে কালেমা পড়তে থাকা।
তিন. আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন: পবিত্র কোরআনে এসেছে, ‘সুতরাং যে কেউ নিজ মালিকের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং নিজ মালিকের ইবাদতে অন্য কাউকে শরিক না করে।’ (সুরা কাহাফ: ১১০)। আরেক আয়াতে বর্ণিত হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, তাদের নিশ্চিত থাকা উচিত, আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে এবং তিনিই সব কথা শোনেন, সবকিছু জানেন।’ (সুরা আনকাবুত: ৫)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল
সময়ের ঘূর্ণন আর প্রকৃতির পরিবর্তনে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ইত্যাদির মধ্য দিয়ে কেটে যায় মানুষের জীবন। মানবজীবনে এমন তিনটি দিন আছে, যা নানা কারণে গুরুত্বের দাবি রাখে। নিম্নে ব্যতিক্রমী সেই তিনটি দিন নিয়ে আলোচনা তুলে ধরা হলো—
এক. দুনিয়ায় আগমনের দিন: মানব শিশুর দুনিয়াতে আগমনের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিনে তার ডান কানে আজান এবং বাঁ কানে একামত দেওয়া সুন্নত। যাতে প্রথম দিনেই তার কানে আল্লাহর নাম পৌঁছে যায়। যখন ফাতেমা (রা.)-এর ঘরে হাসানের জন্ম হলো, তখন রাসুলুল্লাহ (সা.) নামাজের নেয় ডান কানে আজান ও বাঁ কানে একামত দিয়েছিলেন। (জামে তিরমিজি: ১/২৭৮)
আর কোনো বুজুর্গ ব্যক্তি পেয়ে গেলে, তার মাধ্যমে খেজুর চিবিয়ে নবজাতকের মুখে দেওয়া এবং তার জন্য দোয়ার ব্যবস্থা করা উত্তম। হজরত আয়েশা (রা.) তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর কাছে মানুষেরা তাঁদের সন্তানকে নিয়ে আসতেন, তখন তিনি তাঁদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাহনিক তথা খেজুর চিবিয়ে বাচ্চার মুখে লালা লাগিয়ে দিতেন।’ (মিশকাতুল মাসাবিহ্: ২/৩৬২)
দুই. মৃত্যুর দিন: মৃত্যুর সময় যদি ইমান সঙ্গে নিয়ে যাওয়া যায়, দুনিয়ার সব দুঃখ-কষ্ট তখন তুচ্ছ। এ জন্য কোনো মুমূর্ষু ব্যক্তির পাশে যারা উপস্থিত থাকবেন, তাঁদের কর্তব্য কালেমায়ে তায়্যিবার তালকিন করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের মৃত্যুগামী ব্যক্তিদের—লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো।’ (সহিহ্ মুসলিম: ৯১৬)। তালকিনের অর্থ হচ্ছে, মুমূর্ষু ব্যক্তির পাশে একটু আওয়াজ করে কালেমা পড়তে থাকা।
তিন. আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন: পবিত্র কোরআনে এসেছে, ‘সুতরাং যে কেউ নিজ মালিকের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎকর্ম করে এবং নিজ মালিকের ইবাদতে অন্য কাউকে শরিক না করে।’ (সুরা কাহাফ: ১১০)। আরেক আয়াতে বর্ণিত হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে, তাদের নিশ্চিত থাকা উচিত, আল্লাহর নির্ধারিত কাল অবশ্যই আসবে এবং তিনিই সব কথা শোনেন, সবকিছু জানেন।’ (সুরা আনকাবুত: ৫)
লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল
মানুষ সামাজিক জীব। সমাজবিহীন মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব। আর বেঁচে থাকার সুবাদেই অনেক সময় ধার বা ঋণের প্রয়োজন দেখা দেয়। তখন এ ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। ফলে আমরা ঋণ গ্রহণ করে থাকি। নবী করিম (সা.) ঋণ করতে নিরুৎসাহিত করেছেন। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)...
১ ঘণ্টা আগেএতিমের লালন-পালন, এতিমের প্রতি সহানুভূতি, দয়া ও ভালো আচরণ এবং তাদের হক রক্ষায় জোর তাগিদ দিয়েছে ইসলাম। এতিম বলে কেউ কেউ তাদের সঙ্গে কঠোর আচরণ করে। কিন্তু আল্লাহ তাদের প্রতি কঠোর হতে নিষেধ করেন।
১ দিন আগেইসলামে সপ্তাহের দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো জুমা। এই দিনটি মুসলিম জীবনে আত্মশুদ্ধি, কল্যাণের দোয়া এবং আল্লাহর রহমত লাভের এক স্বর্ণালি সুযোগ। পবিত্র কোরআন ও হাদিসে বারবার জুমার ফজিলতের কথা বলা হয়েছে। এ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো—সুরা কাহাফ তিলাওয়াত। সাহাবিদের যুগ থেকেই এই আমল...
২ দিন আগেবৃষ্টি মানবজীবনের এক অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। আকাশ থেকে বৃষ্টি ঝরে। জমিনে ফোটে ফুল-ফসল। প্রকৃতি পায় সজীবতা। এটি শুধু কৃষিকাজের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষের মনেও আনে প্রশান্তি ও স্নিগ্ধতা।
২ দিন আগে