আমজাদ ইউনুস
বিশ্বনবী
বাংলা ভাষার অন্যতম কবি গোলাম মোস্তফা রচিত ‘বিশ্বনবী’ বাংলা সাহিত্যের অমূল্য রত্ন। সাহিত্য সমালোচকদের মতে, এটিই কবি গোলাম মোস্তফার শ্রেষ্ঠ কীর্তি। বইটিতে লেখকের প্রগাঢ় নবীপ্রেম, ভাষার ভাব ও প্রাঞ্জলতা, পাঠের গভীরতা ও পাণ্ডিত্য ফুটে উঠেছে। এতে লেখক জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, যুক্তি-তর্কের মাধ্যমে পৃথিবীর অন্য সব মহাপুরুষের ওপর নবীজি (সা.)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন। এই গ্রন্থ রচনায় লেখক অর্ধশতাধিক প্রামাণ্যগ্রন্থের সহায়তা নিয়েছেন। এ বইয়ে রাসুলের জীবনপ্রবাহ, ইসলামের প্রচার ও বিস্তৃতি অত্যন্ত সুলিখিত ও সুখপাঠ্য আঙ্গিকে বিন্যস্ত করা হয়েছে। কিছু বিতর্কের যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও লেখক উপস্থাপন করেছেন। মুসলিম ও অমুসলিম লেখক-সাহিত্যিকেরাও ‘বিশ্বনবী’র প্রশংসা করেছেন।
মহানবী
কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসানের রচনা ‘মহানবী’। ১৯৫৮ সালের এপ্রিল বা মে মাসে তিনি তেহরানে গিয়েছিলেন। তেহরানে থাকাকালে ইরানের বিখ্যাত পণ্ডিত যায়নুল আবেদিন রাহনুমার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তিনি তাঁর রচিত ‘পয়াম্বর’ বইটি আলী আহসানকে উপহার দেন এবং নবীজীবনী লেখার জন্য উৎসাহিত করেন। পরে ওমরাহর সফরে সৈয়দ আলী আহসান হারাম শরিফে প্রবেশ করে দোয়া করেন। এর পরই নবীজির জীবনী লেখার ইচ্ছা দৃঢ় হয় তাঁর। গ্রন্থটি ভাষা ও তথ্যের দিক থেকে অনন্য ও অসাধারণ। লেখক সম্পূর্ণ নিজস্ব এক চমকপ্রদ ও অত্যাধুনিক বাংলা গদ্যের শৈলী অবলম্বন করেছেন এতে। পাশ্চাত্যের বিভিন্ন লেখক রাসুল (সা.)-এর চরিত্র এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে যে বিরূপ আপত্তিকর, কুৎসিত মন্তব্য উচ্চারণ করেছেন; লেখক এই গ্রন্থে সেসবের যথাযথ জবাব দিয়েছেন। মরুভাস্কর হযরত মুহাম্মদ (সা.)
সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলীর কলমে রচিত হয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নবীজীবনী ‘মরু ভাস্কর’। লেখক এই গ্রন্থে সুষমামণ্ডিত ও বলিষ্ঠ ভাষায় মহানবীর জীবনী উপস্থাপন করেছেন। গ্রন্থটি মুহাম্মদ হাবীবুল্লাহ বাহারের দীর্ঘ ভূমিকাসহ ১৯৪১ খ্রিষ্টাব্দে বুলবুল পাবলিশিং হাউজ কলকাতা থেকে প্রকাশিত হয়। চিরায়ত রচনা হিসেবে বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে এই সিরাতগ্রন্থ।
নূর নবী
বাংলা সাহিত্যের শক্তিমান লেখক এয়াকুব আলী চৌধুরীর রচনা ‘নূর নবী’। লেখক ছোটদের জন্য ১৯১৮ সালে রাসুল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে রচনা করেন ‘নূর নবী’। ছোটদের উপযোগী কোমল ও মধুর ভাষায় অসাধারণ ও অনুপম একটি গ্রন্থ এটি। এতে নবীচরিত্রের কোমল ও মধুর দিকগুলো শিশুদের জন্য সহজ-সরল ও আকর্ষণীয়ভাবে অঙ্কিত হয়।
মহানবী হজরত মুহাম্মদ
বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের রচনা এটি। সহজ কাব্যিক ভাষায় কলমের কালিতে এঁকেছেন নবীজির জীবনী। ১৯৮৯ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটিতে নবীজি (সা.)-এর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এসেছে। বইটি মূলত কাজী ইমদাদুল হক বিরচিত ‘নবীকাহিনী’ সিরিজের সমাপ্ত অংশ। তিনি ঈসা (আ.) পর্যন্ত লিখে মারা যান। এরপর আল মাহমুদ এই বই লিখে সিরিজের পূর্ণতা দিয়েছেন।
বিশ্বনবী
বাংলা ভাষার অন্যতম কবি গোলাম মোস্তফা রচিত ‘বিশ্বনবী’ বাংলা সাহিত্যের অমূল্য রত্ন। সাহিত্য সমালোচকদের মতে, এটিই কবি গোলাম মোস্তফার শ্রেষ্ঠ কীর্তি। বইটিতে লেখকের প্রগাঢ় নবীপ্রেম, ভাষার ভাব ও প্রাঞ্জলতা, পাঠের গভীরতা ও পাণ্ডিত্য ফুটে উঠেছে। এতে লেখক জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, যুক্তি-তর্কের মাধ্যমে পৃথিবীর অন্য সব মহাপুরুষের ওপর নবীজি (সা.)-এর শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করেছেন। এই গ্রন্থ রচনায় লেখক অর্ধশতাধিক প্রামাণ্যগ্রন্থের সহায়তা নিয়েছেন। এ বইয়ে রাসুলের জীবনপ্রবাহ, ইসলামের প্রচার ও বিস্তৃতি অত্যন্ত সুলিখিত ও সুখপাঠ্য আঙ্গিকে বিন্যস্ত করা হয়েছে। কিছু বিতর্কের যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যাও লেখক উপস্থাপন করেছেন। মুসলিম ও অমুসলিম লেখক-সাহিত্যিকেরাও ‘বিশ্বনবী’র প্রশংসা করেছেন।
মহানবী
কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসানের রচনা ‘মহানবী’। ১৯৫৮ সালের এপ্রিল বা মে মাসে তিনি তেহরানে গিয়েছিলেন। তেহরানে থাকাকালে ইরানের বিখ্যাত পণ্ডিত যায়নুল আবেদিন রাহনুমার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তিনি তাঁর রচিত ‘পয়াম্বর’ বইটি আলী আহসানকে উপহার দেন এবং নবীজীবনী লেখার জন্য উৎসাহিত করেন। পরে ওমরাহর সফরে সৈয়দ আলী আহসান হারাম শরিফে প্রবেশ করে দোয়া করেন। এর পরই নবীজির জীবনী লেখার ইচ্ছা দৃঢ় হয় তাঁর। গ্রন্থটি ভাষা ও তথ্যের দিক থেকে অনন্য ও অসাধারণ। লেখক সম্পূর্ণ নিজস্ব এক চমকপ্রদ ও অত্যাধুনিক বাংলা গদ্যের শৈলী অবলম্বন করেছেন এতে। পাশ্চাত্যের বিভিন্ন লেখক রাসুল (সা.)-এর চরিত্র এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে যে বিরূপ আপত্তিকর, কুৎসিত মন্তব্য উচ্চারণ করেছেন; লেখক এই গ্রন্থে সেসবের যথাযথ জবাব দিয়েছেন। মরুভাস্কর হযরত মুহাম্মদ (সা.)
সাহিত্যিক ও সাংবাদিক মোহাম্মদ ওয়াজেদ আলীর কলমে রচিত হয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নবীজীবনী ‘মরু ভাস্কর’। লেখক এই গ্রন্থে সুষমামণ্ডিত ও বলিষ্ঠ ভাষায় মহানবীর জীবনী উপস্থাপন করেছেন। গ্রন্থটি মুহাম্মদ হাবীবুল্লাহ বাহারের দীর্ঘ ভূমিকাসহ ১৯৪১ খ্রিষ্টাব্দে বুলবুল পাবলিশিং হাউজ কলকাতা থেকে প্রকাশিত হয়। চিরায়ত রচনা হিসেবে বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে এই সিরাতগ্রন্থ।
নূর নবী
বাংলা সাহিত্যের শক্তিমান লেখক এয়াকুব আলী চৌধুরীর রচনা ‘নূর নবী’। লেখক ছোটদের জন্য ১৯১৮ সালে রাসুল (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে রচনা করেন ‘নূর নবী’। ছোটদের উপযোগী কোমল ও মধুর ভাষায় অসাধারণ ও অনুপম একটি গ্রন্থ এটি। এতে নবীচরিত্রের কোমল ও মধুর দিকগুলো শিশুদের জন্য সহজ-সরল ও আকর্ষণীয়ভাবে অঙ্কিত হয়।
মহানবী হজরত মুহাম্মদ
বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের রচনা এটি। সহজ কাব্যিক ভাষায় কলমের কালিতে এঁকেছেন নবীজির জীবনী। ১৯৮৯ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটিতে নবীজি (সা.)-এর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এসেছে। বইটি মূলত কাজী ইমদাদুল হক বিরচিত ‘নবীকাহিনী’ সিরিজের সমাপ্ত অংশ। তিনি ঈসা (আ.) পর্যন্ত লিখে মারা যান। এরপর আল মাহমুদ এই বই লিখে সিরিজের পূর্ণতা দিয়েছেন।
সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
১০ ঘণ্টা আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
১৩ ঘণ্টা আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
১৩ ঘণ্টা আগেআমাদের অফিসের টপ ফ্লোরে নামাজের জন্য নির্ধারিত জায়গা আছে। সেখানে নির্ধারিত আলেম ইমামের মাধ্যমে জামাতের সঙ্গে ওয়াক্তিয়া নামাজ আদায় করা হয়। কিন্তু আমরা জুমার নামাজ আদায় করি পাশের একটি বড় মসজিদে। অফিসের নামাজ আদায়ের স্থানটি ওয়াক্ফ করা নয়। এ অবস্থায় আমরা কি ইচ্ছে করলে সেখানে জুমার নামাজের আয়োজন...
১৩ ঘণ্টা আগে