ইসলাম ডেস্ক
আল্লাহ তাআলা দিনরাতের প্রতিটি মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো:
» জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন। আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭)
» রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’ (বুখারি: ১১৪৫)
» সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)
» আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪)
» সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯)
» আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)
আল্লাহ তাআলা দিনরাতের প্রতিটি মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো:
» জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন। আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭)
» রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’ (বুখারি: ১১৪৫)
» সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)
» আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪)
» সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯)
» আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)
মহান আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, যার মধ্যে বিপদ-আপদ অন্যতম এক মাধ্যম। দুঃখ-কষ্ট, রোগ-বালাই, অভাব-অনটন, বিরহ-টেনশন বা প্রিয়জনের বিয়োগ—এসবই হতে পারে একেকটি পরীক্ষা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভয় ও ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন, ফল-ফসলের ক্ষয়ক্ষতি...
৬ ঘণ্টা আগেতওবা মানে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরে আসা। তওবা মানে নিজের ভুল স্বীকার করে প্রায়শ্চিত্ত গড়ার চেষ্টা করা। সহজে বললে—পাপের পথ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসা, তাঁর নিকট ক্ষমাপ্রার্থনা করা এবং ভবিষ্যতে সেই পাপে না ফেরার দৃঢ়প্রতিজ্ঞা করা।
১ দিন আগেজীবনের প্রয়োজনে আমরা কখনো কখনো ঋণগ্রস্ত হই। ঋণগ্রস্ত হওয়া জীবন নানা সময় কুফল ডেকে আনে। ঋণের চাপ উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করে। নবী করিম (সা.)-এর শেখানো কিছু দোয়ার মাধ্যমে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি।
২ দিন আগেসুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
৩ দিন আগে