Ajker Patrika

দোয়া কবুলের মুহূর্তগুলো

ইসলাম ডেস্ক
দোয়া কবুলের মুহূর্তগুলো

আল্লাহ তাআলা দিনরাতের প্রতিটি মুহূর্তেই বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। তবে কিছু কিছু মুহূর্ত আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দার প্রতি আরও বেশি সদয় হন। কোরআন-হাদিসে বর্ণিত এমনই কয়েকটি মুহূর্তের কথা এখানে তুলে ধরা হলো:

»  জুমার দিন সূর্য ডোবার আগমুহূর্তে: রাসুল (সা.) বলেন, ‘জুমার দিনে এমন এক মুহূর্ত রয়েছে, তখন কোনো মুসলিম কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন।            আসরের পরের শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো।’ (বুখারি: ৬০৩৭) 

»  রাতের শেষ প্রহরে: রাসুল (সা.) এরশাদ করেন, ‘রাতের শেষ ভাগে আল্লাহ বান্দার সবচেয়ে কাছের হন। তাই সম্ভব হলে এই সময় আল্লাহর স্মরণ করো।’            (বুখারি: ১১৪৫) 

»  সিজদায়: রাসুল (সা.) বলেছেন, ‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে কাছের। তাই সিজদার সময় তাঁর কাছে বেশি বেশি দোয়া করো।’ (মুসলিম: ৪৮২)

»  আজানের সময়: রাসুল (সা.) এরশাদ করেন, ‘যখন মুয়াজ্জিন আজান দেয়, আসমানের দুয়ার খুলে যায় এবং দোয়া কবুল হয়।’ (মাজমাউয যাওয়ায়েদ: ১৮৮৪) 

»  সকাল ও সন্ধ্যায়: পবিত্র কোরআনে দাউদ (আ.) সম্পর্কে এরশাদ হয়েছে, ‘আমি পর্বতকে সকাল-সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করার জন্য      নিয়োজিত করেছি। এবং সমবেত পাখিদেরও। …’ (সুরা সোয়াদ: ১৮-১৯) 

»  আজান-একামতের মধ্যবর্তী সময়ে: রাসুল (সা.) বলেন, ‘আজান ও একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো।’ (মিশকাত: ৬৭১)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত