মুফতি আইয়ুব নাদীম
সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে হাদিসের ভাষায় চার শ্রেণির মানুষের দোয়া অতি দ্রুত কবুল হয়।
এক. কোরআন নিয়ে ব্যস্ত মানুষের দোয়া: রাসুলুল্লাহ (সা.) হাদিসে কুদসিতে বলেন, ‘আল্লাহ তাআলা বলেন, যাকে আমার জিকির ও আমার কাছে কিছু চাওয়া থেকে কোরআন বিরত রেখেছে, আমি তাকে প্রার্থনাকারীদের চেয়ে বেশি দান করব।’ রাসুল বলেন, ‘কেননা আল্লাহর কালাম অন্য সব কালামের চেয়ে শ্রেষ্ঠ, যেমন আল্লাহ তাঁর সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরমিজি: ২৯২৬)
দুই. অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন। অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ (তোমার ভাইয়ের জন্য যা চাইলে, আল্লাহ তোমাকেও তা দান করুন)।’ (মুসলিম: ৮৮)
তিন. সম্মিলিত দোয়া: হাবিব ইবনে আলফিহরি (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মুসলমানদের একটি দল যখন একত্র হয়ে এভাবে দোয়া করে যে তাদের মধ্যে কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন।’ (মুজাম আল কাবির: ১০ / ১৭০)
চার. তাহাজ্জুদ আদায়কারীদের দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (বুখারি: ৬৯৪)
লেখক: শিক্ষক ও মুহাদ্দিস
সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তবে হাদিসের ভাষায় চার শ্রেণির মানুষের দোয়া অতি দ্রুত কবুল হয়।
এক. কোরআন নিয়ে ব্যস্ত মানুষের দোয়া: রাসুলুল্লাহ (সা.) হাদিসে কুদসিতে বলেন, ‘আল্লাহ তাআলা বলেন, যাকে আমার জিকির ও আমার কাছে কিছু চাওয়া থেকে কোরআন বিরত রেখেছে, আমি তাকে প্রার্থনাকারীদের চেয়ে বেশি দান করব।’ রাসুল বলেন, ‘কেননা আল্লাহর কালাম অন্য সব কালামের চেয়ে শ্রেষ্ঠ, যেমন আল্লাহ তাঁর সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ।’ (তিরমিজি: ২৯২৬)
দুই. অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন নিযুক্ত ফেরেশতা বলে, আমিন। অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ (তোমার ভাইয়ের জন্য যা চাইলে, আল্লাহ তোমাকেও তা দান করুন)।’ (মুসলিম: ৮৮)
তিন. সম্মিলিত দোয়া: হাবিব ইবনে আলফিহরি (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, মুসলমানদের একটি দল যখন একত্র হয়ে এভাবে দোয়া করে যে তাদের মধ্যে কেউ দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন।’ (মুজাম আল কাবির: ১০ / ১৭০)
চার. তাহাজ্জুদ আদায়কারীদের দোয়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন। বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব।’ (বুখারি: ৬৯৪)
লেখক: শিক্ষক ও মুহাদ্দিস
সর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
৩ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৯ ঘণ্টা আগেইসলামি শরিয়তে সন্তানের সঠিক পরিচর্যা, নৈতিক উন্নয়ন, পারলৌকিক ও পার্থিব কল্যাণ, উত্তম গুণাবলি, আত্মশুদ্ধি ও আদর্শ নৈতিকতা গড়ে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ...
১৫ ঘণ্টা আগেরাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে