সাব্বির আহমেদ
ইসলামের অন্যতম রুকন নামাজ। নামাজ আদায়ের জন্য অজু আবশ্যক। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতের চাবি নামাজ। আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (জামে তিরমিজি: ৪)। অজু করার পর বেশ কিছু কারণ পাওয়া গেলে তা ভেঙে যায়।
অজু ভেঙে যায় যে ৭ কারণে: ১. পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে। ২. নামাজে উচ্চ স্বরে হাসলে। ৩. মুখ ভরে বমি করলে। ৪. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে। ৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে। ৬. কিছু সময়ের জন্য বেহুঁশ বা উন্মাদ হলে। ৭. শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে।
উল্লিখিত বিষয়গুলো থেকে বোঝা যায়, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়া অজু ভাঙার অন্যতম একটি কারণ। আমাদের সমাজে অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং তাদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার প্রয়োজন দেখা দেয়। এই রোগে আক্রান্ত মানুষজনের প্রশ্ন—ডায়াবেটিস পরীক্ষা করালে কি অজু ভেঙে যাবে, নতুনভাবে অজু করে নামাজ আদায় করতে হবে?
সাধারণত দেখা যায়, ডায়াবেটিস পরীক্ষার সময় রক্তে সুগারের পরিমাণ নির্ণয়ের জন্য একটি সূক্ষ্ম সুইয়ের সাহায্যে আঙুলের মাথায় খোঁচা দেওয়া হয়। এতে রক্ত বেরিয়ে এলে টেস্টিং স্ট্রিপে সামান্য রক্ত নিয়ে তা যন্ত্রে প্রবেশ করিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
জেনে রাখার বিষয় হলো, উল্লিখিত পদ্ধতিতে ডায়াবেটিস পরীক্ষার সময় যদি গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত বের না হয়, তাহলে অজু ভাঙবে না। নামাজ আদায়ের জন্য নতুন করে অজু করার প্রয়োজন পড়বে না। তবে যদি সুইয়ের সাহায্যে আঙুলের মাথায় খোঁচা দেওয়ার পর গড়িয়ে পড়বে—এই পরিমাণ রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। এ ছাড়া ডায়াবেটিস পরীক্ষার জন্য যদি ইনজেকশন দিয়ে রক্ত নেওয়া হয় এবং তা যদি গড়িয়ে পড়ার পরিমাণ হয়, তাহলে অজু ভেঙে যাবে।
ইসলামের অন্যতম রুকন নামাজ। নামাজ আদায়ের জন্য অজু আবশ্যক। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জান্নাতের চাবি নামাজ। আর নামাজের চাবি হচ্ছে অজু।’ (জামে তিরমিজি: ৪)। অজু করার পর বেশ কিছু কারণ পাওয়া গেলে তা ভেঙে যায়।
অজু ভেঙে যায় যে ৭ কারণে: ১. পায়খানা ও প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে। ২. নামাজে উচ্চ স্বরে হাসলে। ৩. মুখ ভরে বমি করলে। ৪. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে। ৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে। ৬. কিছু সময়ের জন্য বেহুঁশ বা উন্মাদ হলে। ৭. শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে।
উল্লিখিত বিষয়গুলো থেকে বোঝা যায়, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়া অজু ভাঙার অন্যতম একটি কারণ। আমাদের সমাজে অনেকে ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং তাদের নিয়মিত ডায়াবেটিস পরীক্ষার প্রয়োজন দেখা দেয়। এই রোগে আক্রান্ত মানুষজনের প্রশ্ন—ডায়াবেটিস পরীক্ষা করালে কি অজু ভেঙে যাবে, নতুনভাবে অজু করে নামাজ আদায় করতে হবে?
সাধারণত দেখা যায়, ডায়াবেটিস পরীক্ষার সময় রক্তে সুগারের পরিমাণ নির্ণয়ের জন্য একটি সূক্ষ্ম সুইয়ের সাহায্যে আঙুলের মাথায় খোঁচা দেওয়া হয়। এতে রক্ত বেরিয়ে এলে টেস্টিং স্ট্রিপে সামান্য রক্ত নিয়ে তা যন্ত্রে প্রবেশ করিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
জেনে রাখার বিষয় হলো, উল্লিখিত পদ্ধতিতে ডায়াবেটিস পরীক্ষার সময় যদি গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত বের না হয়, তাহলে অজু ভাঙবে না। নামাজ আদায়ের জন্য নতুন করে অজু করার প্রয়োজন পড়বে না। তবে যদি সুইয়ের সাহায্যে আঙুলের মাথায় খোঁচা দেওয়ার পর গড়িয়ে পড়বে—এই পরিমাণ রক্ত বের হয়, তাহলে অজু ভেঙে যাবে। এ ছাড়া ডায়াবেটিস পরীক্ষার জন্য যদি ইনজেকশন দিয়ে রক্ত নেওয়া হয় এবং তা যদি গড়িয়ে পড়ার পরিমাণ হয়, তাহলে অজু ভেঙে যাবে।
ইসলাম পূর্ববর্তী যুগে মানুষ মনে করত, পৃথিবীতে কোনো বড় ব্যক্তিত্বের মৃত্যু বা জন্মের কারণে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়। রাসুলুল্লাহ (সা.)-এর ছেলে ইবরাহিমের মৃত্যুর দিনে যখন সূর্যগ্রহণ হয়, তখন সাহাবিরা এই ধারণা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। তাঁদের এই ভুল ধারণা দূর করতে বিশ্বনবী (সা.) চন্দ্রগ্রহণ
৩ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১ দিন আগেরাসুল (সা.)-এর শিক্ষা প্রতিটি অমানবিক প্রথার বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে উঠেছিল। তিনি মূর্তিপূজার চূর্ণ করে গড়ে তোলেন আল্লাহর একত্ববাদের দালান। নারীর দিলেন তার প্রাপ্ত মর্যাদা। কন্যাশিশুর অধিকার নিশ্চিত করলেন। সামাজিক অসংগতি, সুদ ও লুণ্ঠন বিলুপ্ত করে প্রতিষ্ঠা ন্যায় ও ইনসাফ।
১ দিন আগেমহান আল্লাহর অসীম করুণা ও ভালোবাসার এক অনন্য প্রকাশ হলেন হজরত মুহাম্মদ (সা.), যিনি সমগ্র মানবজাতির জন্য সর্বশেষ বার্তাবাহক বা নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। তাঁর আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না; বরং তা ছিল সৃষ্টির মধ্যে এক নতুন ভোর, যা অজ্ঞতা ও আঁধারের পর্দা সরিয়ে সত্যের আলো ছড়িয়ে দিয়েছে...
২ দিন আগে