৩০ বছর বয়সী হাওয়াইয়ের নারী হান্নাহ কোবায়াশি একজন অভিযাত্রী ফটোগ্রাফার। তিন সপ্তাহ আগে তিনি হাওয়াইয়ের মাউই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছিলেন।
এই পথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাঁর যাত্রাবিরতি এবং বিমান পরিবর্তন করার কথা ছিল। কিন্তু লস অ্যাঞ্জেলস থেকেই উধাও হয়ে গেছেন হান্নাহ।
হান্নাহকে এবার স্বেচ্ছায় নিখোঁজ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। লস অ্যাঞ্জেলস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তারা ইউএস-মেক্সিকো সীমান্তে গিয়ে মার্কিন কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বিভাগের ভিডিও পর্যবেক্ষণ করেছেন।
একটি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, হান্নাহ তাঁর লাগেজসহ পায়ে হেঁটে মেক্সিকো সীমান্ত অতিক্রম করছেন। তিনি একা ছিলেন এবং তাঁকে সুস্থ দেখাচ্ছিল।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, হান্নাহ কোবায়াশি গত ৮ নভেম্বর হাওয়াইয়ের মাউই দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলেন। কিন্তু সেখান থেকে তিনি নিউ ইয়র্কে যাওয়ার কোনো বিমানে চড়েননি।
পরিবারের সদস্যরা হান্নাহর সঙ্গে গত ১১ নভেম্বর শেষবার যোগাযোগ করেছিলেন। তাঁর নিখোঁজের বিষয়টি জানাজানি হলে, গত ১৫ নভেম্বর নিখোঁজ ব্যক্তি হিসেবে পুলিশ হান্নাহর ছবি সহ পোস্টার প্রকাশ করে।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর হান্নাহ বিমানবন্দর থেকে তাঁর লাগেজটি সংগ্রহ করেন। পরে তিনি মেট্রো ব্যবহার করে ইউনিয়ন স্টেশনে যান। সেখানে তিনি নিজের পাসপোর্ট ও নগদ অর্থ ব্যবহার করে মেক্সিকো সীমান্তে যাওয়ার জন্য টিকিট কেনেন। গত ১২ নভেম্বর দুপুরে তিনি সান ইসিড্রো বন্দর দিয়ে মেক্সিকোতে প্রবেশ করেন।
পুলিশ প্রধান ম্যাকডোনেল বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, হান্নাহ পাচার কিংবা কোনো অপরাধের শিকার হয়েছেন। তিনি কোনো অপরাধমূলক কার্যকলাপেও জড়িত নন।’
এদিকে হান্নাহর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তাঁর পরিবার। নিখোঁজের পর তাঁকে খুঁজতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তাঁর বাবা রায়ান কোবায়াশি। পথে পথে তিনি মেয়ের ছবি সহ লিফলেট বিতরণ করছিলেন। কিন্তু হান্নাহর নিখোঁজের ১৩ দিন পর গত ২৪ নভেম্বর রায়ানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়ান আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মেয়ে সম্পর্কে রায়ান বলেছিলেন, ‘হান্নাহ ভ্রমণ করতে ভালোবাসে। সে ফটোগ্রাফি, শিল্প, সংগীত পছন্দ করে।’
হান্নাহর পরিবার তাঁর নিখোঁজের ঘটনাটিকে ‘মারাত্মক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছে। হান্নাহর খালা লরি পিজিওন দাবি করেছেন, তাঁর ভাগনি ভালো অবস্থায় নেই। তিনি বলেন, ‘সে নিরাপদ নয় এবং একা নয়।’
নিখোঁজ হওয়ার আগে হান্নাহ তাঁর এক বন্ধুকে একটি রহস্যময় বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেছিলেন—প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। আর এটি এমন কেউ করেছে, যাকে তিনি ভালোবাসেন বলে ভেবেছিলাম।
হান্নাহর বোন সিডনি কোবায়াশি এই বার্তাগুলোকে ‘খুব অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। বার্তায় হান্নাহ উল্লেখ করেছেন—তিনি ভয় পাচ্ছেন এবং বাড়ি ফিরে যেতে পারছেন না। কিছুক্ষণ পর তাঁর বার্তাগুলো বন্ধ হয়ে যায়।
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হান্নাহ কোবায়াশির ওজন প্রায় ৬৪ কেজি। তাঁর চুল এবং চোখ বাদামি রঙের। হান্নাহ নিউইয়র্কে তাঁর খালা জর্ডান মনটালভো ও তাঁর স্বামী ববের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। তাঁরা সবাই মিলে ১২ নভেম্বর একটি কনসার্টে যাওয়ার টিকিটও কেটেছিলেন। নিউইয়র্কে ভ্রমণ করা ছিল, তাঁর জীবনের একটি স্বপ্ন।
৩০ বছর বয়সী হাওয়াইয়ের নারী হান্নাহ কোবায়াশি একজন অভিযাত্রী ফটোগ্রাফার। তিন সপ্তাহ আগে তিনি হাওয়াইয়ের মাউই থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছিলেন।
এই পথে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তাঁর যাত্রাবিরতি এবং বিমান পরিবর্তন করার কথা ছিল। কিন্তু লস অ্যাঞ্জেলস থেকেই উধাও হয়ে গেছেন হান্নাহ।
হান্নাহকে এবার স্বেচ্ছায় নিখোঁজ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। লস অ্যাঞ্জেলস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তারা ইউএস-মেক্সিকো সীমান্তে গিয়ে মার্কিন কাস্টমস এবং সীমান্ত নিরাপত্তা বিভাগের ভিডিও পর্যবেক্ষণ করেছেন।
একটি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, হান্নাহ তাঁর লাগেজসহ পায়ে হেঁটে মেক্সিকো সীমান্ত অতিক্রম করছেন। তিনি একা ছিলেন এবং তাঁকে সুস্থ দেখাচ্ছিল।
মঙ্গলবার সিএনএন জানিয়েছে, হান্নাহ কোবায়াশি গত ৮ নভেম্বর হাওয়াইয়ের মাউই দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছিলেন। কিন্তু সেখান থেকে তিনি নিউ ইয়র্কে যাওয়ার কোনো বিমানে চড়েননি।
পরিবারের সদস্যরা হান্নাহর সঙ্গে গত ১১ নভেম্বর শেষবার যোগাযোগ করেছিলেন। তাঁর নিখোঁজের বিষয়টি জানাজানি হলে, গত ১৫ নভেম্বর নিখোঁজ ব্যক্তি হিসেবে পুলিশ হান্নাহর ছবি সহ পোস্টার প্রকাশ করে।
লস অ্যাঞ্জেলস পুলিশ জানিয়েছে, গত ১১ নভেম্বর হান্নাহ বিমানবন্দর থেকে তাঁর লাগেজটি সংগ্রহ করেন। পরে তিনি মেট্রো ব্যবহার করে ইউনিয়ন স্টেশনে যান। সেখানে তিনি নিজের পাসপোর্ট ও নগদ অর্থ ব্যবহার করে মেক্সিকো সীমান্তে যাওয়ার জন্য টিকিট কেনেন। গত ১২ নভেম্বর দুপুরে তিনি সান ইসিড্রো বন্দর দিয়ে মেক্সিকোতে প্রবেশ করেন।
পুলিশ প্রধান ম্যাকডোনেল বলেন, ‘এখন পর্যন্ত তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, হান্নাহ পাচার কিংবা কোনো অপরাধের শিকার হয়েছেন। তিনি কোনো অপরাধমূলক কার্যকলাপেও জড়িত নন।’
এদিকে হান্নাহর নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তাঁর পরিবার। নিখোঁজের পর তাঁকে খুঁজতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন তাঁর বাবা রায়ান কোবায়াশি। পথে পথে তিনি মেয়ের ছবি সহ লিফলেট বিতরণ করছিলেন। কিন্তু হান্নাহর নিখোঁজের ১৩ দিন পর গত ২৪ নভেম্বর রায়ানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, রায়ান আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মেয়ে সম্পর্কে রায়ান বলেছিলেন, ‘হান্নাহ ভ্রমণ করতে ভালোবাসে। সে ফটোগ্রাফি, শিল্প, সংগীত পছন্দ করে।’
হান্নাহর পরিবার তাঁর নিখোঁজের ঘটনাটিকে ‘মারাত্মক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছে। হান্নাহর খালা লরি পিজিওন দাবি করেছেন, তাঁর ভাগনি ভালো অবস্থায় নেই। তিনি বলেন, ‘সে নিরাপদ নয় এবং একা নয়।’
নিখোঁজ হওয়ার আগে হান্নাহ তাঁর এক বন্ধুকে একটি রহস্যময় বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় তিনি উল্লেখ করেছিলেন—প্রতারণার মাধ্যমে তাঁর কাছ থেকে সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। আর এটি এমন কেউ করেছে, যাকে তিনি ভালোবাসেন বলে ভেবেছিলাম।
হান্নাহর বোন সিডনি কোবায়াশি এই বার্তাগুলোকে ‘খুব অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন। বার্তায় হান্নাহ উল্লেখ করেছেন—তিনি ভয় পাচ্ছেন এবং বাড়ি ফিরে যেতে পারছেন না। কিছুক্ষণ পর তাঁর বার্তাগুলো বন্ধ হয়ে যায়।
উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হান্নাহ কোবায়াশির ওজন প্রায় ৬৪ কেজি। তাঁর চুল এবং চোখ বাদামি রঙের। হান্নাহ নিউইয়র্কে তাঁর খালা জর্ডান মনটালভো ও তাঁর স্বামী ববের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। তাঁরা সবাই মিলে ১২ নভেম্বর একটি কনসার্টে যাওয়ার টিকিটও কেটেছিলেন। নিউইয়র্কে ভ্রমণ করা ছিল, তাঁর জীবনের একটি স্বপ্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যেভাবে বল প্রয়োগ করে টোকিও ও বার্লিন দখল করেছিল, ইসরায়েলের গাজায় তাই করা উচিত। ইসরায়েলের ‘কৌশলে পরিবর্তন আনা উচিত।’ মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
১১ মিনিট আগেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সম্প্রতি দেশটির এক সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হুমকি অব্যাহত থাকলে তেহরানে আবারও হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে খামেনিকেও লক্ষ্যবস্তু করা হবে।
১ ঘণ্টা আগেগত ২৪ ঘণ্টায় না খেতে পেয়ে গাজা উপত্যকায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। এই তালিকায় রয়েছে দুই শিশুও। আজ রোববার, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
১ ঘণ্টা আগেউত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা আরও এক ধাপ এগোল। আজ রোববার মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিয়মিত উড়োজাহাজ চলাচল চালু করল রাশিয়া। রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, নর্ডউইন্ড এয়ারলাইনস পরিচালিত এই রুটে প্রতি মাসে একটি করে ফ্লাইট চলবে।
২ ঘণ্টা আগে