যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল। গত রোববার পরীক্ষা চালানো মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির (আইবিআরএম) এই সক্ষমতা সম্পর্কে এপি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে।
এপি নিউজের ওই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এটি যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট হুমকি। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ তুলে নিয়ে দেশটিকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
এদিকে, উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হসং-১২ নামের ওই মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত দেশটির সামগ্রিক সামরিক সক্ষমতা যাচাই করার একটি অংশ।
এটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের মধ্যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে পাড়ি দিতে হয়।
উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল। গত রোববার পরীক্ষা চালানো মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির (আইবিআরএম) এই সক্ষমতা সম্পর্কে এপি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে।
এপি নিউজের ওই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এটি যুক্তরাষ্ট্রের জন্য স্পষ্ট হুমকি। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার ওপর থেকে অবরোধ তুলে নিয়ে দেশটিকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল।
এদিকে, উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এই হসং-১২ নামের ওই মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা মূলত দেশটির সামগ্রিক সামরিক সক্ষমতা যাচাই করার একটি অংশ।
এটি ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় এবং এটি মাঝারি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইআরবিএম) পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইলটি নিক্ষেপ করে পিয়ংইয়ং।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের মধ্যে তা প্রায় ৮০০ কিলোমিটার দূরত্বে পাড়ি দিতে হয়।
উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
গতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১০ মিনিট আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
১ ঘণ্টা আগেইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
৩ ঘণ্টা আগে