Ajker Patrika

৬৬ শিক্ষার্থীর প্রাণ বাঁচাল ১৩ বছরের কিশোর

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১০: ০৬
Thumbnail image

৬৬ শিক্ষার্থীর জীবন বাঁচল ১৩ বছরের কিশোরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায়। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ এপ্রিল), যুক্তরাষ্ট্রের মিশিগানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, মিশিগানের কার্টার মিডল স্কুলের বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ জ্ঞান হারান এর চালক। বিষয়টি চোখে পড়লে স্টিয়ারিং ধরে বাসকে নিরাপদে থামিয়ে দেয় ১৩ বছরের এক শিক্ষার্থী। ওই কিশোরের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে বেঁচে যায় বাসে থাকা বাকি শিক্ষার্থীরা। 

১৩ বছরের এই সাহসী কিশোরের নাম ডিলন রিভস। চালক জ্ঞান হারানোয় তাৎক্ষণিকভাবে বাসটিকে নিয়ন্ত্রণে নিয়ে নিরাপদ জায়গায় থামাতে সক্ষম হয় সে। এ ছাড়া সহযাত্রীদের জরুরি সেবা নম্বর ৯১১-এ কল দিতে বলে। 

এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে শহরজুড়ে ডিলন রিভসের জয়জয়কার শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বীরত্বপূর্ণ কাজের জন্য ডিলনকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। 

বীরত্বপূর্ণ কাজের জন্য ডিলনকে সংবর্ধনাও দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি: টুইটারকীভাবে বাস থামাতে জানল জিজ্ঞেস করলে ডিলন বলে, ‘আমি রোজ দেখতাম চালক কীভাবে বাস নিয়ন্ত্রণ করে।’ 

ডিলনের এমন সাহসিকতায় সামাজিক যোগাযোগমাধ্যমে মা ইরেটা রিভস বলেন, ‘ডিলন বাড়িতে ফিরেছে এবং অন্য সবাই নিরাপদে ফিরতে পেরেছে, এর চাইতে ভালো কিছু আর হয় না। ডিলনকে নিয়ে কত মানুষ যে আজ গর্বিত, এ নিয়ে তার কোনো ধারণাই নেই।’ 

এদিকে বাসের চালক সম্পর্ক জানা গেছে, তিনি আগে কখনো এমন করেননি। ওই দিন বাস চালানোর সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন। কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। স্কুল কর্তৃপক্ষ বলেছে, ‘শিক্ষার্থীদের নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অসুস্থতা বোধ করেন বাসের চালক। ফোন করে জানানও বিষয়টি। তবে দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত