প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রে চলমান মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভুয়া তথ্য দিয়ে সয়লাব হয়ে গেছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারে বিভিন্ন দল-সংগঠনের চিহ্নযুক্ত হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে করা ভুয়া তথ্য দেওয়া পোস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিচ্ছে না টুইটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কমন কজ আরও জানিয়েছে—রিপাবলিক দলের প্রার্থী মার্জারি টেইলর এবং কারি লেক নির্বাচন নিয়ে টুইটারে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। এসব পোস্টের বিষয়ে ‘সিভিক ইনটিগ্রিটি পলিসির’—আওতায় টুইটারে সতর্ক বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করা হয়েছে কমন কজের পক্ষ থেকে।
কমন কজের অভিযোগ, টুইটার গত শুক্রবার থেকেই ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিচ্ছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টুইটার ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হওয়ায় কমন কজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, ‘টুইটার আমাদের আশাহত করেছে। কোনো পোস্টের বিষয়ে রিপোর্ট করলে তাঁরা কেবল বিষয়টি দেখছে বলেই রেখে দিচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও তাদের থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।’ সংস্থাটি আরও জানিয়েছে, টুইটার এসব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সর্বোচ্চ ১ থেকে ৩ ঘণ্টা সময় নিত।
যদিও এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং টুইটারের সেফটি অ্যান্ড ইনটিগ্রিটি বিভাগের প্রধান ইওয়েল রথ দুজনেই পৃথক টুইটে জানিয়েছিলেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচনের সময় তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সততা বিষয়ক পলিসিগুলোর যথাযথ প্রয়োগ বজায় রাখবে।
যুক্তরাষ্ট্রে চলমান মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভুয়া তথ্য দিয়ে সয়লাব হয়ে গেছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারে বিভিন্ন দল-সংগঠনের চিহ্নযুক্ত হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে করা ভুয়া তথ্য দেওয়া পোস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিচ্ছে না টুইটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কমন কজ আরও জানিয়েছে—রিপাবলিক দলের প্রার্থী মার্জারি টেইলর এবং কারি লেক নির্বাচন নিয়ে টুইটারে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। এসব পোস্টের বিষয়ে ‘সিভিক ইনটিগ্রিটি পলিসির’—আওতায় টুইটারে সতর্ক বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করা হয়েছে কমন কজের পক্ষ থেকে।
কমন কজের অভিযোগ, টুইটার গত শুক্রবার থেকেই ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিচ্ছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
টুইটার ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হওয়ায় কমন কজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, ‘টুইটার আমাদের আশাহত করেছে। কোনো পোস্টের বিষয়ে রিপোর্ট করলে তাঁরা কেবল বিষয়টি দেখছে বলেই রেখে দিচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও তাদের থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।’ সংস্থাটি আরও জানিয়েছে, টুইটার এসব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সর্বোচ্চ ১ থেকে ৩ ঘণ্টা সময় নিত।
যদিও এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং টুইটারের সেফটি অ্যান্ড ইনটিগ্রিটি বিভাগের প্রধান ইওয়েল রথ দুজনেই পৃথক টুইটে জানিয়েছিলেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচনের সময় তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সততা বিষয়ক পলিসিগুলোর যথাযথ প্রয়োগ বজায় রাখবে।
পোলিও রোগকে বিশ্ব এক সময় প্রায় নির্মূল করেই ফেলেছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দুটি দেশ—পাকিস্তান ও আফগানিস্তানে টিকা নিয়ে ভুল তথ্য, ব্যবস্থাপনার দুর্বলতা এবং কার্যক্রমে নানা ভুল পদক্ষেপ এই লড়াইকে পিছিয়ে দিয়েছে।
১৬ মিনিট আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ আগস্ট। এই উপলক্ষে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
২ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে।
৩ ঘণ্টা আগে