Ajker Patrika

মধ্যবর্তী নির্বাচনের ভুয়া তথ্য অপসারণে ধীর গতিতে কাজ করছে টুইটার 

প্রযুক্তি ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনের ভুয়া তথ্য অপসারণে ধীর গতিতে কাজ করছে টুইটার 

যুক্তরাষ্ট্রে চলমান মধ্যবর্তী নির্বাচন নিয়ে ভুয়া তথ্য দিয়ে সয়লাব হয়ে গেছে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। এমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা কমন কজ এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারে বিভিন্ন দল-সংগঠনের চিহ্নযুক্ত হাই প্রোফাইল অ্যাকাউন্টগুলো থেকে করা ভুয়া তথ্য দেওয়া পোস্টের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না নিচ্ছে না টুইটার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কমন কজ আরও জানিয়েছে—রিপাবলিক দলের প্রার্থী মার্জারি টেইলর এবং কারি লেক নির্বাচন নিয়ে টুইটারে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছেন। এসব পোস্টের বিষয়ে ‘সিভিক ইনটিগ্রিটি পলিসির’—আওতায় টুইটারে সতর্ক বার্তা থাকা উচিত বলেও মন্তব্য করা হয়েছে কমন কজের পক্ষ থেকে।

কমন কজের অভিযোগ, টুইটার গত শুক্রবার থেকেই ভুল তথ্য সংবলিত পোস্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক সময় নিচ্ছে। টুইটারে যারা সঠিক তথ্য যাচাই বাছাইয়ের দায়িত্বে ছিলেন তাদের অনেককেই ছাঁটাই করার ফলে এমনটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

টুইটার ব্যবস্থা নিতে ধীর গতিতে অগ্রসর হওয়ায় কমন কজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে বলেছে, ‘টুইটার আমাদের আশাহত করেছে। কোনো পোস্টের বিষয়ে রিপোর্ট করলে তাঁরা কেবল বিষয়টি দেখছে বলেই রেখে দিচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও তাদের থেকে আর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না।’ সংস্থাটি আরও জানিয়েছে, টুইটার এসব ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাতে সর্বোচ্চ ১ থেকে ৩ ঘণ্টা সময় নিত।

যদিও এর আগে টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং টুইটারের সেফটি অ্যান্ড ইনটিগ্রিটি বিভাগের প্রধান ইওয়েল রথ দুজনেই পৃথক টুইটে জানিয়েছিলেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচনের সময় তাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সততা বিষয়ক পলিসিগুলোর যথাযথ প্রয়োগ বজায় রাখবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত