Ajker Patrika

মিথ্যা গল্পের অজুহাত দেখিয়ে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৪
মিথ্যা গল্পের অজুহাত দেখিয়ে ইউক্রেনে হামলা চালাবে রাশিয়া: যুক্তরাষ্ট্র

মিথ্যা গল্পের অজুহাত দেখিয়ে ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘আমাদের কাছে এমন তথ্য আছে যে রাশিয়ানরা সম্ভবত আক্রমণের জন্য একটি অজুহাত তৈরি করতে চায়।’ তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনে হামলার অজুহাত হিসেবে মস্কো দাবি করতে পারে যে ইউক্রেনের সামরিক বাহিনী রুশসমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের ওপর কিংবা খোদ রাশিয়ার ওপর হামলা চালিয়েছে। আর মূলত মিথ্যা এই অজুহাত সামনে এনেই পূর্ব ইউরোপের এই দেশে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। 

পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে হামলা করার জন্য সীমান্তে ১ লাখের মতো সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে রাশিয়া বলছে, তারা ইউক্রেনে হামলা চালাবে না। 

এদিকে হামলা হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত