Ajker Patrika

কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ১৭
কানাডার রাজধানীতে জরুরি অবস্থা জারি

কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করেছেন মেয়র জিম ওয়াটসন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধ গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন ট্রাকচালকরা। তারা যানবাহন ও তাঁবু দিয়ে রাস্তা অবরোধ করে অটোয়ার কেন্দ্রকে অচল করে দিয়েছে। ট্রাকচালকদের এ বিক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার প্রেক্ষিতে গতকাল রোববার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

মেয়র জিম ওয়াটসন বলেন, ‘অটোয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের চেয়ে এখন বিক্ষোভকারীদের সংখ্যাই বেশি। এ ধরনের বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হতে পারে।’ 

কানাডীয় রেডিও স্টেশন সিএফআরএ’র সঙ্গে কথা বলার সময় মেয়র ওয়াটসন আরও বলেন, ‘বিক্ষোভকারীরা ক্রমাগত হর্ন ও সাইরেন বাজাচ্ছে। আতশবাজি পোড়াচ্ছে। তারা বিক্ষোভটিকে একটি উৎসব পার্টিতে পরিণত করেছে এবং খুবই ‘অসংবেদনশীল’ আচরণ করছে। 

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য করোনার টিকা গ্রহণের বিধিনিষেধ জারি করেছিল কানাডা সরকার। এই বিধিনিষেধের বিরুদ্ধে প্রায় এক সপ্তাহ আগে ‘ফ্রিডম কনভয়’ নামে বিক্ষোভ শুরু করে ট্রাকচালকরা। তাদের বিক্ষোভের কারণে অটোয়ার জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হলো। 

মেয়র জিম ওয়াটসন এখন কী ব্যবস্থা নেবেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাঁরা আরও পুলিশ সদস্য মোতায়েন করবেন। এ ছাড়া যারা বিক্ষোভকারীদের সহায়তা করবে তাদেরও গ্রেপ্তার করার হুমকি দিয়েছে অটোয়ার পুলিশ প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে ১৫% ছাড় ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত