Ajker Patrika

অপতথ্য ছড়ানোর দায়ে মালিকসহ ২ রুশ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০: ৫৭
অপতথ্য ছড়ানোর দায়ে মালিকসহ ২ রুশ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

রাশিয়ার হয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগে দেশটির দুই প্রতিষ্ঠান ও সেগুলোর মালিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা রুশ সরকার নির্দেশিত অপতথ্য প্রচারের প্রচেষ্টায় সহায়তা করেছে। গতকাল বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন—মস্কোভিত্তিক প্রতিষ্ঠান সোশ্যাল ডিজাইন এজেন্সি ও এর প্রধান ইলিয়া আন্দ্রেভিচ গাম্বাশিজ এবং রাশিয়ার বহুজাতিক ব্যবসাপ্রতিষ্ঠান স্ত্রুকতুরা এলএলসি ও এর প্রধান নির্বাহী ও মালিক নিকোলাই আলেকসান্দ্রোভিচ তুপিকিন। 

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, গণমাধ্যমের পরিচয় গোপনের মাধ্যমে বিদেশে নেতিবাচক-ক্ষতিকারক প্রচারণার সঙ্গে যুক্ত রাশিয়ার সরকারকে পরিষেবা প্রদান করায় দুই ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

মার্কিন ট্রেজারি বিভাগ আরও জানিয়েছে, যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা ৬০টিরও বেশি ওয়েবসাইট ও বৈধ গণমাধ্যমের ছদ্মবেশ এবং ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে অপতথ্য ছড়িয়েছে। নিষেধাজ্ঞার মাধ্যমে ওই দুই ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে যে সম্পদ আছে, তা জব্দ করা হয়েছে। 
 
ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই মস্কোর বিরুদ্ধে ভুয়া ও অপতথ্য ছড়ানোর অভিযোগ করে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়া গণতান্ত্রিক দেশগুলোতে অস্থিতিশীলতা তৈরি করতেই এমনটা করছে। রাশিয়ার এ দুই ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের ওপর এমন সময়ে নিষেধাজ্ঞা এল, যখন ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েন বেড়েছে। 

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রকাশিত গোয়েন্দা তথ্যে দেখা যায়, রাশিয়া অন্তত বিশ্বের ১০০ দেশে গণতান্ত্রিক পদ্ধতি ও নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরিতে গুপ্তচর, সামাজিক যোগাযোগমাধ্যম ও রুশ গণমাধ্যম ব্যবহার করেছ। 

সর্বশেষ গত জানুয়ারিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অফিস ফর ডিজইনফরমেশন জানিয়েছিল, তারা বিশ্বাস করে যে চলতি বছর ইউরোপের দেশগুলোতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোকে কেন্দ্র করে ‘তথ্য অভিযান’ চালাতে পারে রাশিয়া, যার মূল লক্ষ্য হবে ইউরোপীয় ভোটারদের মনোভাব ইউক্রেনবিরোধী করে তোলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত