Ajker Patrika

গর্ভপাতের জন্য আইনি লড়াইয়ে হেরে টেক্সাস ছাড়লেন কেট কক্স

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০: ৩৬
গর্ভপাতের জন্য আইনি লড়াইয়ে হেরে টেক্সাস ছাড়লেন কেট কক্স

গর্ভপাতের জন্য আদালতের অনুমোদন চেয়ে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের নারী কেট কক্স টেক্সাস ত্যাগ করেছেন। অঙ্গরাজ্যটিতে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার কারণে টেক্সাসের বাইরে গিয়ে তিনি গর্ভপাতের চেষ্টা করতে পারেন বলে তাঁর আইনজীবীর বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

 ৩১ বছর বয়সী কেট কক্সের গর্ভের ভ্রূণে ট্রাইসোমি-১৮ ধরা পড়েছে। এটি একটি জেনেটিক ত্রুটি, এর ফলে সাধারণত গর্ভপাত, মৃত সন্তান প্রসব বা জন্মের পরপরই মৃত্যু ঘটায়। চিকিৎসকেরা জানান, এর ফলে ভবিষ্যতে আর মা হতে না পারার শঙ্কার মধ্যে পড়েন এই নারী। পরে গর্ভপাতের অনুমোদন চাইলে নিম্ন আদালতে অনুমতি পান কেট। 

কিন্তু গত সোমবার টেক্সাসের সুপ্রিম কোর্ট অঙ্গরাজ্যর অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের একটি পিটিশনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতের দেওয়া জরুরি গর্ভপাতের অনুমতির রায় স্থগিত করেছেন। সেদিনই কেট কক্সের আইনজীবী মলি ডুয়ান জানান, টেক্সাস ত্যাগ করেছেন কেট কক্স। এর ঠিক পরপরই কেটের বিরুদ্ধে রুল জারি করেন সুপ্রিম কোর্ট। 

কেট কক্সকে প্রতিনিধিত্ব করা সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটসের প্রেসিডেন্ট ও সিইও ন্যান্সি নর্থাপ বলেছেন, ‘আইনি অচলাবস্থার গত সপ্তাহটি কেটের জন্য নারকীয় ছিল। জটিল স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন তিনি। হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের ভেতরে-বাইরে ঘুরতে ঘুরতে আর অপেক্ষা করতে পারেননি তিনি। বাড়িতে পরিবারের সান্নিধ্যে একটু যত্ন পেতে তিনি মরিয়া ছিলেন।’ 

তবে কেট কক্স কোথায় গিয়েছেন তা প্রকাশ করেনি সেন্টার ফর রিপ্রোডাক্টিভ রাইটস। ন্যান্সি নর্থাপ বলেছেন, এখন কোনো মন্তব্য করতে পারবেন না কেট কক্স। 

গর্ভপাতের জন্য রাজ্যের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আইন নেই টেক্সাসে। তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি কাউন্টি এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। গত অক্টোবরে লুবক কাউন্টি এ ধরনের আইন করেছে। এতে গর্ভপাতের উদ্দেশ্যে ভ্রমণ করা এবং সেই ভ্রমণে অর্থ দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়েছে। 

গর্ভপাতে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে টেক্সাসের আইন যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম কঠোর। গর্ভবতী মায়ের জীবন হুমকির মুখে পড়া ছাড়া গর্ভপাতকে অনুমোদন দেয় না টেক্সাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত