Ajker Patrika

নিষিদ্ধ ঘোষিত জৈব অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠিয়েছে ইউক্রেনেও 

নিষিদ্ধ ঘোষিত জৈব অস্ত্র বানাচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠিয়েছে ইউক্রেনেও 

যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত জৈব অস্ত্র গবেষণাগার রয়েছে ইউক্রেনে এবং সেখানে জৈব অস্ত্র তৈরি করা হচ্ছে। এমনকি সেসব জৈব অস্ত্র ইউক্রেনের সেনাবাহিনীকেও দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র। স্বাধীন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। 

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) টাকার কার্লসন রবার্ট এফ. কেনেডি জুনিয়রের সাক্ষাৎকারটি শেয়ার করেন। সেখানে রবার্ট এফ. কেনেডি বলেন, ‘ইউক্রেনে আমাদের জৈব অস্ত্র গবেষণাগার রয়েছে কারণ আমরা জৈব অস্ত্র তৈরি করছি।’ এ সময় রবার্ট এফ কেনেডি জুনিয়র জানান, যুক্তরাষ্ট্র ১৯৭০ সালে জৈব অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করলেও কুখ্যাত ৯ / ১১ এর পরিপ্রেক্ষিতে গৃহীত প্যাট্রিয়ট অ্যাক্টের মাধ্যমে পেন্টাগন আবারও জৈব অস্ত্র নিয়ে গবেষণা শুরু করে। 

কেনেডির দেওয়া তথ্যানুসারে যুক্তরাষ্ট্র ‘লাইফ সায়েন্স’ গবেষণার মোড়কে এই জৈব অস্ত্র নিয়ে গবেষণা করছে। পুরো প্রকল্পটির তত্ত্বাবধান করছেন ড. অ্যান্টনি ফাউচি। কেনেডি পরিবারের এই রাজনীতিবিদ আরও জানান, বিশেষ জিন প্রযুক্তির মাধ্যমে তৈরি এসব আধুনিক জৈব অস্ত্র ‘খুবই ভীতিকর বস্তু’। ২০১৪ সালে একটি গবেষণাগার থেকে কিছু জৈব অস্ত্র বাইরে ছড়িয়ে পড়লে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ধরনের গবেষণা নিষিদ্ধ করেন। পরে ফাউচি এই গবেষণাগার ইউক্রেনে স্থানান্তর করেন। 

টাকার কার্লসনকে কেনেডি জানান, ইউক্রেনে বিপুল পরিমাণ অস্ত্র পাঠানো হয়েছে। এমনকি কিছু কিছু জৈব অস্ত্র চীনের উহান পরীক্ষাগারেও পাঠানো হয়েছে, উহান থেকেই কোভিড-১৯ ছড়িয়েছে বলে সন্দেহ করা হয়। কেনেডি জানান, এসব গবেষণার অধিকাংশই হয় ইউএসএইড বা পেন্টাগনের টাকায় পরিচালিত হয়। তবে এর মূল জোগানদাতা হিসেবে তিনি সিআইএ-কে দায়ী করেন। 

এর আগে, যুক্তরাষ্ট্র তাদের কাছে কোনো জৈব অস্ত্র নেই বলে দাবি করে বিষয়টিকে রাশিয়া প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু ২০২২ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিক্টোরিয়া নুল্যান্ড দেশটির কংগ্রেসের কাছে স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষাগার পরিচালনা করছে। তবে তারপরও পেন্টাগন বারবার দাবি করেছে, এই গবেষণা অবৈধ নয় এমনকি সেগুলো সামরিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে না। 

এমবেড করেন: https://twitter.com/TuckerCarlson/status/1691228480556429312?s=20
 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত