অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ১৩ বছরের এক কিশোর গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় ১০০ ফুট ওপর থেকে পড়েও বেঁচে গেছে। পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে গিরিখাদটির উত্তরের ঢাল থেকে পড়ে যায় সে।
ওয়ায়েট কাফম্যানকে উদ্ধার করতে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীদের দুই ঘণ্টা সময় লাগে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অবশ্য দুর্ঘটনায় বেশ আহত হয় ওই কিশোর। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় ৯টি জায়গায় হাড় ভেঙেছে তার। এ ছাড়া একটি হাত ভাঙা এবং একটি আঙুল স্থানচ্যুত হওয়াসহ শরীরের নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে।
‘আমি পাথুরে একটি তাকের ওপর ছিলাম এবং অন্যদের ছবি তুলতে দেওয়ার জন্য সরে যাচ্ছিলাম।’ হাসপাতালে থাকা অবস্থায় অ্যারিজোনার ফিনিক্সের টেলিভিশন স্টেশন কেপিএনএক্সকে বলে ওয়ায়েট, ‘হামাগুড়ি দিয়ে বসে একটি পাথর ধরে ছিলাম। আমার কেবল একটি হাত ছিল পাথরটার ওপর। তবে খুব শক্তভাবে ধরে ছিলাম যে তা না। এ সময়ই ভারসাম্য হারিয়ে পিছলে পড়ে যেতে শুরু করি।’
‘পড়ার পর আমার আর কিছু মনে নেই। শুধু মনে আছে একপর্যায়ে জেগে উঠি। তারপর প্রথমে অ্যাম্বুলেন্স, তারপর হেলিকপ্টার এবং সব শেষে একটি উড়োজাহাজে চেপে হাসপাতালে পৌঁছাই।’ বলে ওয়ায়েট। অবশ্য চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে এখন।
উদ্ধারকাজে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কয়েক ডজন জরুরি কর্মী অংশ নেন। তাঁরা বুঝতে পারছিলেন জায়গাটির দুর্গমতার কারণে হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করা যাবে না। তাই কোমরে দড়ি বেঁধে খাড়া পাথুরে ঢাল বেয়ে নেমে নিরাপদে ছেলেটিকে উদ্ধার করেন।
দুর্ঘটনার সময় ওয়ায়েটের বাবা ব্রায়ান কাফম্যান ছিলেন নর্থ ডাকোটার বাড়িতে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়েছিল ওয়ায়েট।
‘সবাই যা করেছেন সে জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, ’ বলেন ব্রায়ান, ‘আমাদের ভাগ্য ভালো, আমাদের বাচ্চাকে গাড়ির সামনের সিটে বসিয়ে বাড়ি আনতে পেরেছি, বাক্সে পুরে নয়।’
মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ১৩ বছরের এক কিশোর গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় ১০০ ফুট ওপর থেকে পড়েও বেঁচে গেছে। পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে গিরিখাদটির উত্তরের ঢাল থেকে পড়ে যায় সে।
ওয়ায়েট কাফম্যানকে উদ্ধার করতে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কর্মীদের দুই ঘণ্টা সময় লাগে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
অবশ্য দুর্ঘটনায় বেশ আহত হয় ওই কিশোর। হাসপাতালে নেওয়ার পর দেখা যায় ৯টি জায়গায় হাড় ভেঙেছে তার। এ ছাড়া একটি হাত ভাঙা এবং একটি আঙুল স্থানচ্যুত হওয়াসহ শরীরের নানা জায়গায় ক্ষত তৈরি হয়েছে।
‘আমি পাথুরে একটি তাকের ওপর ছিলাম এবং অন্যদের ছবি তুলতে দেওয়ার জন্য সরে যাচ্ছিলাম।’ হাসপাতালে থাকা অবস্থায় অ্যারিজোনার ফিনিক্সের টেলিভিশন স্টেশন কেপিএনএক্সকে বলে ওয়ায়েট, ‘হামাগুড়ি দিয়ে বসে একটি পাথর ধরে ছিলাম। আমার কেবল একটি হাত ছিল পাথরটার ওপর। তবে খুব শক্তভাবে ধরে ছিলাম যে তা না। এ সময়ই ভারসাম্য হারিয়ে পিছলে পড়ে যেতে শুরু করি।’
‘পড়ার পর আমার আর কিছু মনে নেই। শুধু মনে আছে একপর্যায়ে জেগে উঠি। তারপর প্রথমে অ্যাম্বুলেন্স, তারপর হেলিকপ্টার এবং সব শেষে একটি উড়োজাহাজে চেপে হাসপাতালে পৌঁছাই।’ বলে ওয়ায়েট। অবশ্য চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে এখন।
উদ্ধারকাজে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের কয়েক ডজন জরুরি কর্মী অংশ নেন। তাঁরা বুঝতে পারছিলেন জায়গাটির দুর্গমতার কারণে হেলিকপ্টারে উদ্ধার অভিযান শুরু করা যাবে না। তাই কোমরে দড়ি বেঁধে খাড়া পাথুরে ঢাল বেয়ে নেমে নিরাপদে ছেলেটিকে উদ্ধার করেন।
দুর্ঘটনার সময় ওয়ায়েটের বাবা ব্রায়ান কাফম্যান ছিলেন নর্থ ডাকোটার বাড়িতে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেড়াতে গিয়েছিল ওয়ায়েট।
‘সবাই যা করেছেন সে জন্য আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, ’ বলেন ব্রায়ান, ‘আমাদের ভাগ্য ভালো, আমাদের বাচ্চাকে গাড়ির সামনের সিটে বসিয়ে বাড়ি আনতে পেরেছি, বাক্সে পুরে নয়।’
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৮ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১৩ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৬ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৭ ঘণ্টা আগে