Ajker Patrika

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল : জর্জ ডব্লিউ বুশ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৫: ২৪
Thumbnail image

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছেন তিনি। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে বুশ এমনটি বলেন।

সাক্ষাৎকারে বুশ বলেন, ‘মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আফগান নারীদের অবর্ণনীয় ক্ষতি হবে। এটি একটি ভুল সিদ্ধান্ত। তালেবানদের হাতে নিষ্ঠুরভাবে জবাই হবে আফগানিস্তানের বেসামরিক নাগরিকেরা। এ জন্যই তাদের সেখানে রেখে আসা হচ্ছে। এতে আমার হৃদয় ভেঙে গেছে।’

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে আফগানিস্তানে মার্কিন সেনা পাঠানো হয়। জর্জ ডব্লিউ বুশের বিশ্বাস জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও তাঁর মতোই ভাবছেন।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো গত মে মাসের শুরু থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই যুক্তরাষ্ট্রের সব সেনা আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হবে।

জানা গেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আড়াই হাজার আর ন্যাটোর সাড়ে ৭ হাজার সেনা মোতায়েন ছিল। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে দেখছে সশস্ত্রগোষ্ঠী তালেবান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত