সেতুর নিচে একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন এটির চলক। দুই-চার ঘণ্টা এমনকি এক-দুই দিন নয়, ছয় দিন ধরে। তার পরই দুজন জেলে খালের পাড়ে যান মাছ ধরতে। এ সময়ই তাঁর সন্ধান পান। আশ্চর্য এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
পুলিশ জানায়, মারিয়ো গার্সিয়া ও তাঁর মেয়ের জামাই নিভার্দো দে লা অবসরটা কাটানোর জন্য মাছ ধরতে যান খালের পাড়ে। তাঁরা আশা করেছিলেন মাছ আশ্রয় নিয়েছে এমন কোনো জলে ভরপুর গর্ত পেয়ে যাবেন। তবে মাছের বদলে তাঁরা পেলেন ২৭ বছর বয়স্ক ম্যাথু রেমকে।
২০ ডিসেম্বর ইন্টারস্টেট ৯৪ নামে পরিচিত রাস্তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। আর বিধ্বস্ত ট্রাকের মধ্যে আটকা পড়েন এর চালক। ২৬ ডিসেম্বর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর পুলিশকে খবর দেন জেলেরা। সেতুটির অবস্থান পোর্টেজ শহরের কাছে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ম্যাথু রেমের একটি পা কেটে ফেলতে হয়েছে হাসপাতালে নেওয়ার পর। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গার্সিয়া ও তাঁর মেয়েজামাই খোঁজ পাওয়ার পর রেম জানান, তিনি বিধ্বস্ত ট্রাকটিতে নিজের সিট বা আসনে এভাবে আটকা পড়েছেন যে কোনোভাবেই বের হতে পারেননি। তিনি পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পেয়েছিলেন।
‘তিনি চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি’ বলে গার্সিয়া জানান।
রেম ট্রাকটি চালালেও মূলত একটি কোম্পানিতে উয়েল্ডিংয়ের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।
ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট গ্লেন ফিফিল্ডের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, উদ্ধার করা চালককে সাউথ ব্লেন্ডের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি যদি সৌভাগ্যবশত খালের কাছে না আসতেন, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। কারণ জেলেরা ওই ট্রাক খুঁজে পাওয়ার আগে এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর তাঁরা জানতেন না।
জেলেরা জানান, তাঁরা লোকটিকে এভাবে আবিষ্কার করতে পেরে এবং তাঁকে উদ্ধারে ভূমিকা রাখতে পেরে খুবই খুশি হয়েছেন।
‘তাঁরা প্রথমে ভেবেছিলেন একজন মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তার পরই তাঁদের একজন তাঁকে স্পর্শ করলে তিনি মাথা ঘুরিয়ে কথা বলতে শুরু করেন।’ ফিফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন।
‘অনেক শীতল একটি রাত আজ এবং এটি পার করা মুশকিল হতো তাঁর জন্য’ ঘটনার রাতে সার্জেন্ট ফিফিল্ড বলেন, ‘অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত।’
পোর্টেজ ও বার্নস হারবার ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারীদের লোকটিকে মুক্ত করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানায় পুলিশ। কারণ গড়িটি রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এর ভেতর থেকে চালককে উদ্ধার করা বেশ কঠিন একটি কাজ ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (ট্রাকচালক) আমাকে বলেছিলেন যে অনেক সময় ধরে এখানে আছেন। অপেক্ষা করতে করতে আশাহত হয়ে পড়েছিলেন। এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না।’
এদিকে স্থানীয় সময় বুধবার সকালে ওই ট্রাকচালকের বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়।
দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইন্টারস্টেট ৯৪ ধরে পশ্চিমে যাচ্ছিলেন ম্যাথু রেম। ১৯ মাইল চিহ্নিত ফলকের কাছে গাড়িটি কোনো কারণে ছিটকে সেতুর নিচে আছড়ে পড়ে।
সূত্র: বিবিসি, সিএনবিসি নিউজ
সেতুর নিচে একটি ট্রাকের ভেতরে আটকা ছিলেন এটির চলক। দুই-চার ঘণ্টা এমনকি এক-দুই দিন নয়, ছয় দিন ধরে। তার পরই দুজন জেলে খালের পাড়ে যান মাছ ধরতে। এ সময়ই তাঁর সন্ধান পান। আশ্চর্য এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে।
পুলিশ জানায়, মারিয়ো গার্সিয়া ও তাঁর মেয়ের জামাই নিভার্দো দে লা অবসরটা কাটানোর জন্য মাছ ধরতে যান খালের পাড়ে। তাঁরা আশা করেছিলেন মাছ আশ্রয় নিয়েছে এমন কোনো জলে ভরপুর গর্ত পেয়ে যাবেন। তবে মাছের বদলে তাঁরা পেলেন ২৭ বছর বয়স্ক ম্যাথু রেমকে।
২০ ডিসেম্বর ইন্টারস্টেট ৯৪ নামে পরিচিত রাস্তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। আর বিধ্বস্ত ট্রাকের মধ্যে আটকা পড়েন এর চালক। ২৬ ডিসেম্বর ওই ব্যক্তিকে খুঁজে পাওয়ার পর পুলিশকে খবর দেন জেলেরা। সেতুটির অবস্থান পোর্টেজ শহরের কাছে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে।
এদিকে ম্যাথু রেমের একটি পা কেটে ফেলতে হয়েছে হাসপাতালে নেওয়ার পর। তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
গার্সিয়া ও তাঁর মেয়েজামাই খোঁজ পাওয়ার পর রেম জানান, তিনি বিধ্বস্ত ট্রাকটিতে নিজের সিট বা আসনে এভাবে আটকা পড়েছেন যে কোনোভাবেই বের হতে পারেননি। তিনি পাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতও পেয়েছিলেন।
‘তিনি চিৎকার করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ তাঁর কথা শোনেনি’ বলে গার্সিয়া জানান।
রেম ট্রাকটি চালালেও মূলত একটি কোম্পানিতে উয়েল্ডিংয়ের কাজ করেন তিনি। তাঁর সঙ্গে কোনো খাবার ছিল না। ধারণা করা হচ্ছে, বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।
ইন্ডিয়ানা স্টেট পুলিশের সার্জেন্ট গ্লেন ফিফিল্ডের সূত্রে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, উদ্ধার করা চালককে সাউথ ব্লেন্ডের মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি যদি সৌভাগ্যবশত খালের কাছে না আসতেন, তবে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। কারণ জেলেরা ওই ট্রাক খুঁজে পাওয়ার আগে এ ধরনের কোনো সড়ক দুর্ঘটনার খবর তাঁরা জানতেন না।
জেলেরা জানান, তাঁরা লোকটিকে এভাবে আবিষ্কার করতে পেরে এবং তাঁকে উদ্ধারে ভূমিকা রাখতে পেরে খুবই খুশি হয়েছেন।
‘তাঁরা প্রথমে ভেবেছিলেন একজন মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। তার পরই তাঁদের একজন তাঁকে স্পর্শ করলে তিনি মাথা ঘুরিয়ে কথা বলতে শুরু করেন।’ ফিফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন।
‘অনেক শীতল একটি রাত আজ এবং এটি পার করা মুশকিল হতো তাঁর জন্য’ ঘটনার রাতে সার্জেন্ট ফিফিল্ড বলেন, ‘অবশ্য এটি আমার ব্যক্তিগত মতামত।’
পোর্টেজ ও বার্নস হারবার ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারীদের লোকটিকে মুক্ত করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানায় পুলিশ। কারণ গড়িটি রীতিমতো ধ্বংসাবশেষে পরিণত হয় এবং এর ভেতর থেকে চালককে উদ্ধার করা বেশ কঠিন একটি কাজ ছিল।
গার্সিয়া বলেন, ‘তিনি (ট্রাকচালক) আমাকে বলেছিলেন যে অনেক সময় ধরে এখানে আছেন। অপেক্ষা করতে করতে আশাহত হয়ে পড়েছিলেন। এই জায়গায় মানুষের আনাগোনা ছিল না।’
এদিকে স্থানীয় সময় বুধবার সকালে ওই ট্রাকচালকের বাঁ পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়।
দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইন্টারস্টেট ৯৪ ধরে পশ্চিমে যাচ্ছিলেন ম্যাথু রেম। ১৯ মাইল চিহ্নিত ফলকের কাছে গাড়িটি কোনো কারণে ছিটকে সেতুর নিচে আছড়ে পড়ে।
সূত্র: বিবিসি, সিএনবিসি নিউজ
এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।
৩৩ মিনিট আগেনতুন ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) তৈরি ও লেনদেন যাচাইয়ের জন্য ব্যবহৃত পদ্ধতি—ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে এই অপরাধীরা বেআইনি অর্থ আড়াল করার হাতিয়ারে পরিণত করেছে। ২০২৩ সালের জুনে লিবিয়ার এক সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় একটি বেআইনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং কেন্দ্র থেকে ৫০ জন চীনা নাগরিককে...
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত। গতকাল সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন, তিনি ‘যেকোনো শান্তি উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব’ রাখেন এবং আশা করেন কিয়েভও ‘একইরকম মনোভাব রাখবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার...
৩ ঘণ্টা আগে