Ajker Patrika

অবশেষে ৩৬৯ কোটি টাকায় মার্কিন সংবিধান কেনা বিলিয়নিয়ারের পরিচয় প্রকাশ

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৪: ৪৫
অবশেষে ৩৬৯ কোটি টাকায় মার্কিন সংবিধান কেনা বিলিয়নিয়ারের পরিচয় প্রকাশ

মার্কিন সংবিধানের একটি অত্যন্ত বিরল আসল কপি ৪ কোটি ৩০ লাখ ডলারে কিনেছেন এক বিলিয়নিয়ার। এই কপি আবার একটি জাদুঘরে রেখে সবাইকে ফ্রিতে দেখার সুযোগ করে দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার কপিটি বিক্রির খবর জানা গেলেও এর এক দিন পরে ক্রেতার নাম প্রকাশ করা হয়েছে।

গতকাল শুক্রবার কপিটির ক্রেতার পরিচয় প্রকাশ করেছে সোথেবির নিলাম হাউস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই বিলিয়নিয়ারের নাম কেনেথ গ্রিফিন। তিনি শিকাগোতে হেজ ফান্ড সিটাডেলের সিইও। ১৭ হাজার ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের একটি দল ৪ কোটি ডলার দাম হাঁকালেও তাঁদের টপকে যায় গ্রিফিনের হাঁক। বৃহস্পতিবার নিলামে রেকর্ড মূল্যে ঐতিহাসিক এই নথি কিনে নেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৬৯ কোটি টাকা। 

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, ৫৩ বছর বয়সী এই বিলিয়নিয়ারের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ২১ বিলিয়ন ডলার, যা তাঁকে যুক্তরাষ্ট্রের ৪৭তম ধনী হিসেবে অধিষ্ঠিত করেছে। 

সংবিধানের এই বিরল কপিটি বিক্রির পরে সোথেবি ঘোষণা দেয়, কেনেথ গ্রিফিন তাঁর সংবিধানের অনুলিপিটি আরকানসাসের বেন্টনভিলের ক্রিস্টাল ব্রিজ মিউজিয়ামে বিনা মূল্যে ধার দেবেন। সেখানে খরচ ছাড়াই দর্শক এটি প্রদর্শন করতে পারবে। 

গ্রিফিন মনে করেন, মার্কিন সংবিধান একটি পবিত্র দলিল, যা প্রতিটি আমেরিকান এবং যাঁরা আমেরিকান হতে চান, তাঁদের সবার অধিকারকে সংরক্ষিত করে। এই দলিল দেখার অধিকার সবার আছে এবং দেখা উচিত। তাই সংবিধানের এই অনুলিপি সব আমেরিকান এবং দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। 

প্রসঙ্গত, স্বাধীনতা অর্জনের পর যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্ট হলে ইউএস চার্টার বা মার্কিন সনদে স্বাক্ষর করা হয়। ১৭৮৭ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতাদের স্বাক্ষরিত সনদের মধ্যে বর্তমানে ১১টি কপি পাওয়া যায়। এর মধ্যে এটি একটি। যুক্তরাষ্ট্রের জাতির জনক জর্জ ওয়াশিংটন, বেনিয়ামিন ফ্রাংকলিন, জেমস ম্যাডিসনসহ দেশটির প্রতিষ্ঠাতারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত