Ajker Patrika

হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প, সঙ্গে আসছে ‘ট্রাম্প ভদকা’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৫: ৩৪
ট্রাম্প গ্রুপের পানীয় নিয়ে ব্যবসা দীর্ঘদিনের। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
ট্রাম্প গ্রুপের পানীয় নিয়ে ব্যবসা দীর্ঘদিনের। ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল

আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাওয়া ট্রাম্পের ব্যবসায় বিশাল সাম্রাজ্য রয়েছে। হোটেল, পানীয়, বাইবেল, ঘড়ি, পারফিউম—ট্রাম্প গ্রুপের ব্যবসা নেই কোন খাতে!

এবার ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প জানালেন, ট্রাম্প গ্রুপ আবার ফেরত আনতে যাচ্ছে ‘ট্রাম্প ভদকা’। ট্রাম্প নিজে মদ্যপান না করলেও তাঁর মদের ব্যবসা দীর্ঘদিনের। ট্রাম্পের পানীয় ব্যবসায় আরও রয়েছে—ওয়াইন, সিডার, পানি। এসব থেকে বিপুল আয় তাঁর।

সিবিএস নিউজ প্রতিবেদনে জানিয়েছে, ভদকা ব্যবসা নিয়ে এরিক ট্রাম্প উইনারিজ ও একটি কোম্পানির মধ্যে চুক্তির আলোচনা চলছে। এক বিবৃতিতে ট্রাম্পের ছেলে এরিক বলেন, ‘ভার্জিনিয়ার শার্লটসভিলে ট্রাম্প উইনারি ও ট্রাম্প সাইডারি বেশ সফলতা পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসা সম্প্রসারণ করতে আরও নতুন কিছু শুরু করার প্রস্তাব করা হয়েছিল। তবে এই আলোচনা বর্তমানে প্রাথমিক পর্যায়ে আছে বলা যায়।’

এর আগে ২০০৫ সালে ট্রাম্প গ্রুপের লিকার ব্র্যান্ড হিসেবে বাজারে এসেছিল ট্রাম্প ভদকা। সে সময় ট্রাম্প বলেছিলেন, টিঅ্যান্ডটি (ট্রাম্প অ্যান্ড টনিক) হবে আমেরিকায় সবচেয়ে বেশি চাহিদা পাওয়া পানীয়। তবে ব্যাপক প্রচারণার পরও সাফল্য না আসায় ২০১১ সালে আমেরিকায় ট্রাম্প ভদকার ব্যবসার ইতি ঘটে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে জমা দেওয়া সম্পত্তির তালিকায় এই ব্র্যান্ডের নাম ছিল না।

গত বছরের সেপ্টেম্বরে ১ লাখ ডলার মূল্যের ঘড়ির সিরিজ উন্মোচন করেন ট্রাম্প। এ ছাড়া, তিনি ১০০ ডলার মূল্যের সিলভার কয়েন এবং সীমিত সংস্করণে ১ হাজার জোড়া জুতা বাজারে এনেছিলেন। সীমিত সংস্করণের জুতাগুলো থেকে অন্তত ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় হয়েছে।

ট্রাম্প ব্র্যান্ডের ৬০ ডলার মূল্যের বাইবেলও রয়েছে। ৬০ ডলার মূল্যের বাইবেল বিক্রি করে প্রায় ৩ লাখ ৯৯ হাজার ডলার আয় করেছেন ট্রাম্প। এ ছাড়া পারফিউম এবং এনএফটি কার্ডগুলোতেও চমক দেখিয়েছেন তিনি। এনএফটি কার্ড (ডিজিটাল পরিচয়পত্র) থেকে প্রায় ৭২ লাখ ডলার লাইসেন্স ফি আয় করেছেন।

এ ছাড়া, ২০২৩ সালে তিনি একটি ডিজিটাল ট্রেডিং কার্ড আনেন, যা জর্জিয়ার ফাল্টন কাউন্টিতে তাঁর একটি সুইটে তোলা ছবি থেকে বানানো। ট্রাম্প বলেছিলেন, এই কার্ড কিনলে মার-এ-লাগোতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত