Ajker Patrika

ট্রাম্পের ওপর হামলা: ব্যর্থতার দায় নিয়ে সিক্রেট সার্ভিস-প্রধানের পদত্যাগ

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৫: ৫৯
ট্রাম্পের ওপর হামলা: ব্যর্থতার দায় নিয়ে সিক্রেট সার্ভিস-প্রধানের পদত্যাগ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেছে দেশটির সিক্রেট সার্ভিস। গত সোমবার আইনপ্রণেতাদের কাছে দেওয়া সাক্ষ্যে এ নিয়ে কথা বলেছেন সিক্রেট সার্ভিসের প্রধান কিমবারলি শিয়াটেল। তিনি বলেন, ‘সিক্রেট সার্ভিসের কাছে এ বিষয়ে আগাম কোনো খবর ছিল না। আমাদের ব্যর্থতা স্বীকার করছি। সংস্থার প্রধান হিসেবে আমি এর দায় নিচ্ছি।’ 

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ওই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন বলেও জানান কিমবারলি শিয়াটেল। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য কিমবারলির পদত্যাগ দাবি করেছেন। 

সিক্রেট সার্ভিসের প্রধান জানিয়েছেন, ‘আমি প্রয়োজনে পদত্যাগে প্রস্তুত।’ তিনি বলেছেন, ‘তবে সাবেক প্রেসিডেন্টকে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়নি, এমন অভিযোগ সঠিক নয়।’ 

গত মঙ্গলবার শিয়াটেল তাঁর পদত্যাগপত্রে বলেছেন, তিনি সব সময় তাঁর এজেন্সির প্রয়োজনকেই বড় করে দেখেছেন এবং তিনি দুঃখভারাক্রান্ত হৃদয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘গত সপ্তাহজুড়ে যে সমালোচনা চলেছে তার গভীরতা অনেক বেশি এবং যেহেতু আমাদের (সিক্রেট সার্ভিসের) কার্যক্রম বাড়ছে, তাই আগামী দিনে এই সমালোচনা বাড়তেই থাকবে।’ 

ট্রাম্পের নির্বাচনী দলের এসংক্রান্ত অভিযোগ নাকচ করে দিয়ে কিমবারলি বলেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। তাঁর ওপর আক্রমণের আশঙ্কা যত বাড়ছে, নিরাপত্তাও তত বেশি বাড়ানো হচ্ছে। সুতরাং সাবেক প্রেসিডেন্টকে যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে না এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর হামলা চালানো হয়। তবে সিক্রেট সার্ভিস বলছে, ওই সভা নিয়ে ট্রাম্প শিবির থেকে তাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তার ওপর ভিত্তি করেই সমাবেশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত