অনলাইন ডেস্ক
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
রাশিয়ায় ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৮ দশমিক ৮। এই শক্তিশালী কম্পনের পর একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
জাপানও তাদের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করেছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপকূলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানার পর ভোরে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। শুরুতে এর মাত্রা ৮.৭ বলা হলেও পরে সংশোধন করে ৮.৮ করা হয়।
জাপান ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সুনামির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। তাইওয়ানও তাদের উপকূলে সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ জানিয়েছেন, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের হনলুলুতে জরুরি বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামির আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, তাদের উপকূলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।
এর কিছুক্ষণ পর একই অঞ্চলের পেট্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ-পূর্বে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর একটির মাত্রা ছিল ৬.৯ ও অপরটির ৬.৩।
সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস জানান, পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তিনি বলেন, এমন ভূমিকম্প নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক।
জাপানের পূর্ব উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোক্কাইডোর উত্তরে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে এবং এটি ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হতে পারে। সৈকত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে জনগণকে।
ইউক্রেন সংকট ঘিরে সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই একটি পডকাস্টে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন।
১ ঘণ্টা আগেভূমিকম্পের পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত ক্ল্যুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ বুধবার প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই অগ্ন্যুৎপাত ঘটে। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম সক্রিয় এবং উচ্চতম এই আগ্নেয়গিরির ঢাল বেয়ে নামছে জ্বলন্ত লাভা।
২ ঘণ্টা আগেকারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
৩ ঘণ্টা আগেপর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লাউরা ডালমেয়ার। সোমবার কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বত আরোহণের সময় তিনি পাথর ধসে আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে তাঁর ব্যবস্থাপনা সংস্থা ও জার্মান অলিম্পিক ক্রীড়া সংস্থা।
৪ ঘণ্টা আগে