Ajker Patrika

রোমান আব্রামোভিচসহ রুশ অলিগার্কদের ১০০ বিমান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

রোমান আব্রামোভিচসহ রুশ অলিগার্কদের ১০০ বিমান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে সম্পর্কিত হওয়ায় যুক্তরাষ্ট্রে থাকা রাশিয়ার কয়েকজন ধনকুবেরের মালিকানাধীন প্রায় ১০০টি বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রুশ ‘অলিগার্ক’ খ্যাত রোমান আব্রামোভিচের মালিকানাধীন একটি বিমানও রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই বিমানগুলো রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বলেই তাঁদের উড্ডয়ন বন্ধ করা হয়েছে। রাশিয়াসহ বিশ্বের যে কোনো জায়গায় এই বিমানগুলোকে যেকোনো ধরনের পরিষেবা প্রদান করা হলে বড় অঙ্কের জরিমানা এমনকি জেলও হতে পারে। 

একটি বিবৃতিতে দেশটির বাণিজ্য বিভাগ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত বিমানগুলোর যেকোনো রিফুয়েলিং, রক্ষণাবেক্ষণ বা মেরামতের কাজ, খুচরা যন্ত্রাংশ ক্রয়-বিক্রয় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন করে। আমরা এই তালিকাটি বিশ্বকে জানিয়ে রাখার জন্য প্রকাশ করছি। আমরা রাশিয়া ও বেলারুশের কোনো বিমান পরিবহন সংস্থা ও অলিগার্কদের আমাদের আইন লঙ্ঘন করে দায়মুক্তির সঙ্গে ভ্রমণ করার অনুমতি দেব না।’ 

বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেছেন, এই পদক্ষেপ ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ’ এর প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। 

এই নিষেধাজ্ঞার তালিকায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা রাশিয়ান এয়ারলাইনস বা এরোফ্লোটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিমান অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিমানের অধিকাংশই বোয়িংয়ের তৈরি বিমান। তবে চেলসি ফুটবল ক্লাবের বর্তমান মালিক আব্রামোভিচের মালিকানাধীন বিমানটি একটি গাল্ফস্ট্রিম প্রাইভেট জেট। 

ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় চলতি মাসে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ‘অলিগার্ক’দের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য সরকার সাতজন রুশ অলিগার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সাতজনের তালিকায় আব্রামোভিচও ছিলেন। তবে ৫৫ বছর বয়েসি আব্রামোভিচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকার অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত